ETV Bharat / state

Kunal Challenges Vivek Agnohotri: বেঙ্গল ফাইলস বানাবেন বলে কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর, পালটা জবাব কুণালের - Kunal Ghosh

বাংলায় এসে শাসকদলের কড়া সমালোচনা করলেন কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Kunal Challenges Vivek Agnohotri)৷ তিনি বলেছেন, এ বার বেঙ্গল ফাইলস (Bengal Files) বানাবেন ৷ তাঁকে পালটা জবাব দিয়েছেন কুণাল ঘোষ ৷

Kunal Challenges Vivek Agnohotri ETV Bharat
বিবেক অগ্নিহোত্রী ও কুণাল ঘোষ
author img

By

Published : Mar 13, 2023, 4:38 PM IST

কলকাতা, 13 মার্চ: বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছেন না । এই অভিযোগ জানিয়ে এ বার কাশ্মীর ফাইলস খ্যাত বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী বানাতে চান বেঙ্গল ফাইলস (Bengal Files)। যদিও তাঁর এই কথার পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, দম থাকলে গোধরা ফাইলস করে দেখান । আর এই বক্তব্য ও পালটা বক্তব্য নিয়েই সরগরম রাজ্য রাজনীতি (Kunal Challenges Vivek Agnohotri)।

রবিবার কলকাতা জাদুঘরের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বাংলা নিয়ে কড়া সমালোচনা করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী । তিনি সরাসরি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ । 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালকের কথায়, "তিন-চারশো মিনি কাশ্মীর রয়েছে বাংলায় । দায়িত্ব নিয়ে বলছি, বাংলা জাগরিত ডিএনএ । বাংলার কাহিনি ভারতের সবাইকে বলতে চাই ।" আর তাই পরিচালকের দাবি 'বেঙ্গল ফাইলস' বানাবেন তিনি । তাঁর অভিযোগ ছিল, "বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না । দেখুন, সঙ্গে বডিগার্ড । আপনাদের মুখ্যমন্ত্রী ব্যর্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ।"

এখানেই শেষ নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েও বিস্ফোরক অভিযোগ আনেন বিবেক অগ্নিহোত্রী । তিনি বলেন, "বহু গবেষণা করে বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম ছবিটা বানাই । ওই ছবি বহুদিন বলিউডের লোকেরা মুক্তিই পেতে দেয়নি । মায়ের বলা কথাগুলো তখনই মনে হয়েছিল । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় আসে । একবার আমার মা আমাকে বলেছিলেন, তুমি যদি এমন লোকদের সঙ্গে দেখা করতে চাও যাঁরা ভারতকে পরিবর্তন করতে পারে, তবে বাংলায় যাও ৷ কিন্তু বুদ্ধা ইন আ ট্র্যাফিক জ্যাম ফিল্মের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাকে শারীরিকভাবে টার্গেট করা হয়েছিল ।"

তিনি বলেন, সে দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ধরে 19 থেকে 22 বছরের একদল ছেলেমেয়ে । তাঁর চালককে মারধর করে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ বিবেকের অভিযোগ, তিনি গাড়ি থেকে বেরিয়ে আসার পরই তাঁর উপরও হামলা চালানো হয় ৷ তাঁর কাঁধ ভেঙে দেওয়া হয় । আজও তা পুরোপুরি ঠিক হয়নি বলে জানান পরিচালক । তাঁর কথায়, "যে যাদবপুরের কথা শুনে আমি বড় হয়েছি, সে দিন ওখানে যেতেই মনে হল ভারত নয়, অন্য দেশে আছি ।"

আরও পড়ুন: বিবেক-অনুরাগের টুইট যুদ্ধ শুরু, দেখুন ঠিক কী হয়েছিল?

এরই পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সংবাদ মাধ্যমে তিনি বলেন, কে এই বিবেক অগ্নিহোত্রী ! যদি তিনি শিল্পী হন তাঁকে সম্মান করে বাংলা । তবে যিনি বাংলায় এসে এই বাংলার অসম্মান করছেন কুৎসা ও অবমাননাকর বক্তব্য রাখছেন, বিজেপির দালালি করলে এখানে কোনও সম্মান পাবেন না । কুণালের কথায়, "তিনি বেঙ্গল ফাইলস করার কথা বলছেন, আমি বলছি যান না, দম থাকলে গুজরাতে গিয়ে গোধরা ফাইলস বানান ।"

পরিচালকের প্রতি তাঁর প্রশ্ন, তিনি বলছেন বেঙ্গল ফাইলস বানাবেন । কিন্তু সেখানে দেখাবেন কী ? কেন্দ্রীয় সরকার তো বাংলার প্রকল্পের ভূয়ষী প্রশংসা করছে, তাহলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প কি সেখানে জায়গা পাবে ? এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

কলকাতা, 13 মার্চ: বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছেন না । এই অভিযোগ জানিয়ে এ বার কাশ্মীর ফাইলস খ্যাত বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী বানাতে চান বেঙ্গল ফাইলস (Bengal Files)। যদিও তাঁর এই কথার পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, দম থাকলে গোধরা ফাইলস করে দেখান । আর এই বক্তব্য ও পালটা বক্তব্য নিয়েই সরগরম রাজ্য রাজনীতি (Kunal Challenges Vivek Agnohotri)।

রবিবার কলকাতা জাদুঘরের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বাংলা নিয়ে কড়া সমালোচনা করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী । তিনি সরাসরি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ । 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালকের কথায়, "তিন-চারশো মিনি কাশ্মীর রয়েছে বাংলায় । দায়িত্ব নিয়ে বলছি, বাংলা জাগরিত ডিএনএ । বাংলার কাহিনি ভারতের সবাইকে বলতে চাই ।" আর তাই পরিচালকের দাবি 'বেঙ্গল ফাইলস' বানাবেন তিনি । তাঁর অভিযোগ ছিল, "বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না । দেখুন, সঙ্গে বডিগার্ড । আপনাদের মুখ্যমন্ত্রী ব্যর্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ।"

এখানেই শেষ নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েও বিস্ফোরক অভিযোগ আনেন বিবেক অগ্নিহোত্রী । তিনি বলেন, "বহু গবেষণা করে বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম ছবিটা বানাই । ওই ছবি বহুদিন বলিউডের লোকেরা মুক্তিই পেতে দেয়নি । মায়ের বলা কথাগুলো তখনই মনে হয়েছিল । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় আসে । একবার আমার মা আমাকে বলেছিলেন, তুমি যদি এমন লোকদের সঙ্গে দেখা করতে চাও যাঁরা ভারতকে পরিবর্তন করতে পারে, তবে বাংলায় যাও ৷ কিন্তু বুদ্ধা ইন আ ট্র্যাফিক জ্যাম ফিল্মের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাকে শারীরিকভাবে টার্গেট করা হয়েছিল ।"

তিনি বলেন, সে দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ধরে 19 থেকে 22 বছরের একদল ছেলেমেয়ে । তাঁর চালককে মারধর করে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ বিবেকের অভিযোগ, তিনি গাড়ি থেকে বেরিয়ে আসার পরই তাঁর উপরও হামলা চালানো হয় ৷ তাঁর কাঁধ ভেঙে দেওয়া হয় । আজও তা পুরোপুরি ঠিক হয়নি বলে জানান পরিচালক । তাঁর কথায়, "যে যাদবপুরের কথা শুনে আমি বড় হয়েছি, সে দিন ওখানে যেতেই মনে হল ভারত নয়, অন্য দেশে আছি ।"

আরও পড়ুন: বিবেক-অনুরাগের টুইট যুদ্ধ শুরু, দেখুন ঠিক কী হয়েছিল?

এরই পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সংবাদ মাধ্যমে তিনি বলেন, কে এই বিবেক অগ্নিহোত্রী ! যদি তিনি শিল্পী হন তাঁকে সম্মান করে বাংলা । তবে যিনি বাংলায় এসে এই বাংলার অসম্মান করছেন কুৎসা ও অবমাননাকর বক্তব্য রাখছেন, বিজেপির দালালি করলে এখানে কোনও সম্মান পাবেন না । কুণালের কথায়, "তিনি বেঙ্গল ফাইলস করার কথা বলছেন, আমি বলছি যান না, দম থাকলে গুজরাতে গিয়ে গোধরা ফাইলস বানান ।"

পরিচালকের প্রতি তাঁর প্রশ্ন, তিনি বলছেন বেঙ্গল ফাইলস বানাবেন । কিন্তু সেখানে দেখাবেন কী ? কেন্দ্রীয় সরকার তো বাংলার প্রকল্পের ভূয়ষী প্রশংসা করছে, তাহলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প কি সেখানে জায়গা পাবে ? এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.