কলকাতা, 28 অগস্ট: একই বিষয়ে পরপর দু'দিন দু'রকম মত পোষণ করল তৃণমূল ৷ মাঝে একদিনের ব্যবধান । বৃহস্পতিবার দলের তরফে যা বলা হয়েছিল অধীর চৌধুরীর সাসপেনশন নিয়ে, শুক্রবার তার থেকে ভিন্নমত ব্যক্ত করল রাজ্যের শাসকদল ৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতিকে 'প্রধানমন্ত্রীর ব্লু-আয়েড বয়' বলে উল্লেখ করেছেন ৷
গতকাল অধীর চৌধুরীকে লোকসভা থেকে সাসপেন্ড করার পর তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল, অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে তাঁকে । তৃণমূল সাংসদ শান্তনু সেন, লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেনশনের পর অধীর চৌধুরীর পাশেই দাঁড়িয়ে ছিলেন । কিন্তু শুক্রবার এই অধীর প্রশ্নেই ভিন্নমত পোষণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুনাল ঘোষ । এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অধীর চৌধুরীর কখনও প্রশংসা, কখনও সাসপেনশন পুরোটাই বিজেপি এবং প্রধানমন্ত্রীর কৌশল।"
এদিন তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী আসলে ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছেন। তৃণমূল এবং পশ্চিমবঙ্গকে ভয় পাচ্ছেন । এই সময় প্রধানমন্ত্রীর ব্লু আয়েড বয় হলেন অধীর চৌধুরী । তাঁকে ভাসিয়ে রাখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী । কখনও অপমান করছেন, কখনও খোঁচা দিচ্ছেন, কখনও প্রশংসা করছেন আবার কখনও সাসপেন্ড করছেন । অধীর রঞ্জন চৌধুরী, যাঁর কাজ হচ্ছে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে এই রাজ্যে বিজেপির বি-টিমের ভূমিকা পালন করা । এমন শূন্য পাওয়া দলের প্রদেশ সভাপতিকে ভাসিয়ে রেখে অক্সিজেন দিতে চাইছেন নরেন্দ্র মোদি ।"
আরও পড়ুন: সাসপেন্ড অধীর, রণকৌশল ঠিক করতে সাংসদদের সঙ্গে বৈঠকে সোনিয়া
কুণাল ঘোষের মতে, এসব করে আদতে অধীর চৌধুরীকে প্রচারে রাখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী । এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, একদিকে পাশে থাকা আর একদিকে তাকে সাসপেন্ড করা এটা কীভাবে বিজেপির কৌশল হতে পারে । কুণাল ঘোষের দাবি, পুরোটাই বিজেপির কৌশল । পাশে রাখা, প্রচারে রাখা, কখনও সাসপেন্ড করা সবটাই আসলে নকল কুস্তি । টিভিতে যে নকল কুস্তি হয়, এটাও সেরকম নকল কুস্তি । একই সঙ্গে প্রশ্ন করা হয়েছিল গতকাল সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর সাসপেনশনের পর তার পাশে দাঁড়িয়েছিলেন, তাহলে এবার কী হবে? কুণাল ঘোষ বলেন, "ওটা ফ্লোর কোয়ার্ডিনেশন ছিল । কিন্তু তৃণমূল স্তরে এই অধীর চৌধুরীরা তৃণমূলের পিঠে ছোড়া মারে । তাই আমাদের বাস্তবে কথা বলতে বলতে হয় ।"