ETV Bharat / state

Kunal Ghosh on KMC Election : রাজ্যপাল নিকৃষ্ট শ্রেণির বিজেপি ক্যাডার, ধনকড়কে আক্রমণ কুণালের - কলকাতা কর্পোরেশন ভোট নিয়ে কুণাল ঘোষ

আজ একদিকে ত্রিপুরায় পৌর ভোট ৷ অন্যদিকে আজই সকালে কলকাতায় পৌর ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ এই দু'টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কী বললেন তৃণমূল নেতা ? ( Kunal Ghosh on Kolkata Corporation Election)

TMC Spokesperson Kunal Ghosh
কুণাল ঘোষ
author img

By

Published : Nov 25, 2021, 12:04 PM IST

Updated : Nov 25, 2021, 12:47 PM IST

কলকাতা, 25 নভেম্বর : আজ ত্রিপুরায় পৌর নির্বাচন ৷ তৃণমূল-বিজেপি ধুন্ধুমার যুদ্ধ শুরু হয়েছে সকাল থেকে ৷ ভোট শুরু হতেই আগরতলায় তৃণমূল এজেন্টদের উপর হামলা চালানোর খবর পাওয়া গিয়েছে ৷ অন্যদিকে কলকাতায় পৌর ভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন । বৃহস্পতিবার সকাল 10টায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী 19 ডিসেম্বর হতে চলেছে কলকাতা পৌর ভোট (Kolkata Municipal Coporation Election to be held on 19th December) ।

এই দু'টি বিষয়ে জানতে ইটিভি ভারতের প্রতিনিধি যোগাযোগ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের (TMC Spokesperson Kunal Ghosh) সঙ্গে ৷ ত্রিপুরা নির্বাচনে হিংসাত্মক ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ত্রিপুরা নিয়ে বেলা দু‘টোর আগে একটি শব্দও বলব না ৷"

কলকাতা পৌরভোটের দিন ঘোষণা নিয়ে অবশ্য তিনি অনেক কথাই বলেছেন, এমনকি বিরোধীদের কটূক্তি করেন ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, "ভোট হওয়ার কথা ভোট হচ্ছে, ভোট হবে ৷ বিরোধীরা ন্যাকাষষ্ঠী ৷ বিধানসভার সময় আমরা যখন বলেছিলাম কোভিড পরিস্থিতি চলছে ৷ তাই ওটা যত কম দিন ধরে হয়, ভাল ৷ একদিনে হলে আরও ভাল ৷ শেষ 3 দফা না করে একদিনে করা হোক ৷ তখন তারা আট দফায় ভোট চেয়েছিল ৷ আর এখন তাদের দফায় দফায় দরকার ৷ এখন ওদের একদিনে চাই ৷"

আরও পড়ুন : kolkata Corporation Election : 19 ডিসেম্বরই কলকাতায় পৌরভোট, গণনা 21 ডিসেম্বর

রাজ্যপালকে (West Bengal Governor Jagdeep Dhankhar) একজন 'নিকৃষ্ট শ্রেণির বিজেপি ক্যাডার' বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল জানান, রাজ্যপাল বুঝতে পারছেন বিজেপিটা ভেসে যাচ্ছে ৷ সম্প্রতি রাজ্য বিজেপির অন্তর্কলহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "চার রকম টুকরো হয়ে গৃহযুদ্ধ চলছে ৷ এখানকার নেতারা রিজেক্টেড নেতা ৷ সেই জন্য দিল্লি বলছে আপনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে দেখে দিন ৷ দল সামলাতে পারছে না ৷ আর এই ক্যাডার হচ্ছে বিএসএফ আর অন্য বাহিনীগুলো আর নেতা হচ্ছেন জগদীপ ধনকড় ৷ প্যারালাল বিজেপি ৷"

আরও পড়ুন : Tripura Municipal Election 2021 : অশান্তির আবহে আজ ত্রিপুরায় পৌরভোট

কলকাতা, 25 নভেম্বর : আজ ত্রিপুরায় পৌর নির্বাচন ৷ তৃণমূল-বিজেপি ধুন্ধুমার যুদ্ধ শুরু হয়েছে সকাল থেকে ৷ ভোট শুরু হতেই আগরতলায় তৃণমূল এজেন্টদের উপর হামলা চালানোর খবর পাওয়া গিয়েছে ৷ অন্যদিকে কলকাতায় পৌর ভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন । বৃহস্পতিবার সকাল 10টায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী 19 ডিসেম্বর হতে চলেছে কলকাতা পৌর ভোট (Kolkata Municipal Coporation Election to be held on 19th December) ।

এই দু'টি বিষয়ে জানতে ইটিভি ভারতের প্রতিনিধি যোগাযোগ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের (TMC Spokesperson Kunal Ghosh) সঙ্গে ৷ ত্রিপুরা নির্বাচনে হিংসাত্মক ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ত্রিপুরা নিয়ে বেলা দু‘টোর আগে একটি শব্দও বলব না ৷"

কলকাতা পৌরভোটের দিন ঘোষণা নিয়ে অবশ্য তিনি অনেক কথাই বলেছেন, এমনকি বিরোধীদের কটূক্তি করেন ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, "ভোট হওয়ার কথা ভোট হচ্ছে, ভোট হবে ৷ বিরোধীরা ন্যাকাষষ্ঠী ৷ বিধানসভার সময় আমরা যখন বলেছিলাম কোভিড পরিস্থিতি চলছে ৷ তাই ওটা যত কম দিন ধরে হয়, ভাল ৷ একদিনে হলে আরও ভাল ৷ শেষ 3 দফা না করে একদিনে করা হোক ৷ তখন তারা আট দফায় ভোট চেয়েছিল ৷ আর এখন তাদের দফায় দফায় দরকার ৷ এখন ওদের একদিনে চাই ৷"

আরও পড়ুন : kolkata Corporation Election : 19 ডিসেম্বরই কলকাতায় পৌরভোট, গণনা 21 ডিসেম্বর

রাজ্যপালকে (West Bengal Governor Jagdeep Dhankhar) একজন 'নিকৃষ্ট শ্রেণির বিজেপি ক্যাডার' বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল জানান, রাজ্যপাল বুঝতে পারছেন বিজেপিটা ভেসে যাচ্ছে ৷ সম্প্রতি রাজ্য বিজেপির অন্তর্কলহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "চার রকম টুকরো হয়ে গৃহযুদ্ধ চলছে ৷ এখানকার নেতারা রিজেক্টেড নেতা ৷ সেই জন্য দিল্লি বলছে আপনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে দেখে দিন ৷ দল সামলাতে পারছে না ৷ আর এই ক্যাডার হচ্ছে বিএসএফ আর অন্য বাহিনীগুলো আর নেতা হচ্ছেন জগদীপ ধনকড় ৷ প্যারালাল বিজেপি ৷"

আরও পড়ুন : Tripura Municipal Election 2021 : অশান্তির আবহে আজ ত্রিপুরায় পৌরভোট

Last Updated : Nov 25, 2021, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.