ETV Bharat / state

শিলঙে CBI অফিসে কুণাল ঘোষ - kolkata

শিলঙে CBI অফিসে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।

কুণাল ঘোষ
author img

By

Published : Feb 10, 2019, 10:53 AM IST

শিলং, ১০ ফেব্রুয়ারি : শিলঙে CBI অফিসে পৌঁছালেন কুণাল ঘোষ। আজ তাঁকে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

কুণাল ঘোষ বলেন, "CBI-র তরফে আজ শিলঙের অফিসে আসতে বলা হয়েছিল। তাই এসেছি। আমি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি।"

শিলং, ১০ ফেব্রুয়ারি : শিলঙে CBI অফিসে পৌঁছালেন কুণাল ঘোষ। আজ তাঁকে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

কুণাল ঘোষ বলেন, "CBI-র তরফে আজ শিলঙের অফিসে আসতে বলা হয়েছিল। তাই এসেছি। আমি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি।"



Mumbai, Feb 10 (ANI): Exquisite supercars, vintage cars and motorbikes were showcased at Parx supercar show in Mumbai. Enthusiasts from all over the country gathered at motorshow to adore extravagant display of vehicles. 100 vintage cars, 100 vintage bikes and 100 superbikes were on display at the auto show. Cars from early 19th century to Italian supercars, the line up had everything to offer. The cars were at display at MMRDA Grounds.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.