ETV Bharat / state

Kunal Ghosh Tweets: 'শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না কেন ?', নারদা স্টিং নিয়ে শুভেন্দুর মন্তব্যে জবাব কুণালের - Suvendu narada sting operation

বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রবেশের সময় নিয়োগের সুপারিশ নিয়ে শুভেন্দুর নাম উল্লেখ করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য পার্থ মন্তব্য করার আধঘণ্টা আগে কুণাল ঘোষের টুইটে একই ধরনের অভিযোগ করেছেন ৷ একে 'দুর্বল চিত্রনাট্য' বলে অভিহিত করেন শুভেন্দু ৷ কুণাল ঘোষ এর উত্তরে কী বললেন (Kunal Ghosh over Suvendu Adhikari) ?

Kunal Ghosh
কুণাল ঘোষ বনাম শুভেন্দু অধিকারী
author img

By

Published : Mar 24, 2023, 1:13 PM IST

কলকাতা, 24 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তার মধ্যে যেন ঘি ঢেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষকে 'সাড়ে তিন বছরের জেল খাটা মাল' বলে উল্লেখ করেন ৷ পাশাপাশি তিনি দাবি করেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে নারদা স্টিং অপারেশ ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনও অভিযোগ নেই ৷" এই ভিডিয়ো পোস্ট করে পালটা আক্রমণ শানালেন কুণাল (Kunal Ghosh questions over Suvendu Adhikari arrest) ৷

  • The Cat is out of the Bag!

    Bengal LoP @SuvenduWB ADMITS his involvement in the Narada Scam.

    We ask PM @narendramodi:
    ▶️Why has no action been taken against him?
    ▶️When will CBI & ED arrest him?

    Or will @BJP4India protect him like it shields a plethora of other corrupt leaders? pic.twitter.com/O8w6tIeIQN

    — All India Trinamool Congress (@AITCofficial) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সকালে কুণাল দু'টি টুইট করেন ৷ প্রথমটিতে তিনি দাবি করেন, শুভেন্দু বলেছেন নারদা ছাড়া তাঁর বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই ৷" তার মানে তিনি নিজের মুখেই অভিযোগটি স্বীকার করে নিচ্ছেন ৷ তাহলে গ্রেফতার নয় কেন ? সিবিআই কী করছে ? এটা নিরপেক্ষতা ? পাশাপাশি কুণালের দাবি, সারদার মালিক কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছেন । তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ । সেই ভয়েই দলবদল করে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু ৷ সিবিআই ধরবে না জেনেই এই মেকি বীরত্ব দেখাচ্ছেন । এর পরের টুইটে তিনি শুভেন্দুর সংশ্লিষ্ট ভিডিয়ো পোস্ট করেন এবং কটাক্ষ করে লেখেন, "বিড়ালটি ব্যাগ থেকে বেরিয়ে পড়েছে ৷ বাংলার বিরোধী দলনেতা স্বীকার করে নিচ্ছেন যে, তিনি নারদা স্ক্যামের সঙ্গে জড়িত ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কুণালের প্রশ্ন , "শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না কেন ? সিবিআই ও ইডি তাঁকে কখন গ্রেফতার করবে ? নাকি ভারতীয় জনতা পার্টি তাঁকে অন্য সব দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য ঢাল হিসেবে ব্যবহার করবে (Protect him like it shields a plethora of other corrupt leaders?) ?"

  • "নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।"
    প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেপ্তার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা?
    আর সারদা?
    মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ।
    সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে।
    CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব। pic.twitter.com/FCBaPuTaNT

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নারদা স্টিং ছাড়া কোনও অভিযোগ নেই: শুভেন্দু

শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী সিপিএম ও বিজেপি ৷ বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ৷ তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে জানান, নিয়োগ কর্তা তিনি নন ৷ বামনেতা সুজন চক্রবর্তী, বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাঁকে সুপারিশ করেছিলেন বলে অভিযোগ করেন ৷ তাঁকে কটাক্ষ করে পালটা শুভেন্দু বলেন, "খুব দুর্বল চিত্রনাট্য" ৷

কলকাতা, 24 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তার মধ্যে যেন ঘি ঢেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষকে 'সাড়ে তিন বছরের জেল খাটা মাল' বলে উল্লেখ করেন ৷ পাশাপাশি তিনি দাবি করেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে নারদা স্টিং অপারেশ ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনও অভিযোগ নেই ৷" এই ভিডিয়ো পোস্ট করে পালটা আক্রমণ শানালেন কুণাল (Kunal Ghosh questions over Suvendu Adhikari arrest) ৷

  • The Cat is out of the Bag!

    Bengal LoP @SuvenduWB ADMITS his involvement in the Narada Scam.

    We ask PM @narendramodi:
    ▶️Why has no action been taken against him?
    ▶️When will CBI & ED arrest him?

    Or will @BJP4India protect him like it shields a plethora of other corrupt leaders? pic.twitter.com/O8w6tIeIQN

    — All India Trinamool Congress (@AITCofficial) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সকালে কুণাল দু'টি টুইট করেন ৷ প্রথমটিতে তিনি দাবি করেন, শুভেন্দু বলেছেন নারদা ছাড়া তাঁর বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই ৷" তার মানে তিনি নিজের মুখেই অভিযোগটি স্বীকার করে নিচ্ছেন ৷ তাহলে গ্রেফতার নয় কেন ? সিবিআই কী করছে ? এটা নিরপেক্ষতা ? পাশাপাশি কুণালের দাবি, সারদার মালিক কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছেন । তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ । সেই ভয়েই দলবদল করে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু ৷ সিবিআই ধরবে না জেনেই এই মেকি বীরত্ব দেখাচ্ছেন । এর পরের টুইটে তিনি শুভেন্দুর সংশ্লিষ্ট ভিডিয়ো পোস্ট করেন এবং কটাক্ষ করে লেখেন, "বিড়ালটি ব্যাগ থেকে বেরিয়ে পড়েছে ৷ বাংলার বিরোধী দলনেতা স্বীকার করে নিচ্ছেন যে, তিনি নারদা স্ক্যামের সঙ্গে জড়িত ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কুণালের প্রশ্ন , "শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না কেন ? সিবিআই ও ইডি তাঁকে কখন গ্রেফতার করবে ? নাকি ভারতীয় জনতা পার্টি তাঁকে অন্য সব দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য ঢাল হিসেবে ব্যবহার করবে (Protect him like it shields a plethora of other corrupt leaders?) ?"

  • "নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।"
    প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেপ্তার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা?
    আর সারদা?
    মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ।
    সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে।
    CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব। pic.twitter.com/FCBaPuTaNT

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নারদা স্টিং ছাড়া কোনও অভিযোগ নেই: শুভেন্দু

শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী সিপিএম ও বিজেপি ৷ বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ৷ তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে জানান, নিয়োগ কর্তা তিনি নন ৷ বামনেতা সুজন চক্রবর্তী, বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাঁকে সুপারিশ করেছিলেন বলে অভিযোগ করেন ৷ তাঁকে কটাক্ষ করে পালটা শুভেন্দু বলেন, "খুব দুর্বল চিত্রনাট্য" ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.