কলকাতা, 29 অক্টোবর: এসএসসি-এর গ্রুপ ডি'র আন্দোলনরত চাকরিপ্রার্থীরা রবিবার দেখা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে ৷ দীর্ঘ 431 দিন ধরে চাকরির দাবিতে কলকাতায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনা অবস্থান চালাচ্ছেন গ্রুপ ডি'র চাকরিপ্রার্থীরা । এদিন তাঁদের মধ্যে থেকে একটি প্রতিনিধিদল কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন ।
শনিবার লক্ষ্মীপুজোর দিন রাজ্যের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা সরকারের সঙ্গে আলোচনার দাবি তুলে জানিয়েছিলেন অবিলম্বে তাঁদের সঙ্গে সরকার আলোচনায় না বসলে দিন-রাত টানা ধরনা শুরু করবেন তাঁরা । এর 24 ঘণ্টার মধ্যেই পুলিশের উদ্যোগে আজ চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধিদল কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন সাক্ষাতের পর গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চের অন্যতম নেতা আশিস খামরুই বলেন,"এই নিয়োগটি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর নিজস্ব দফতরের নিয়ন্ত্রণাধীন । কিন্তু আজ পর্যন্ত তাঁর কাছে আমরা পৌঁছতে পারছিলাম না। তাই বারংবার ধরনা কর্মসূচি বা একাধিক অন্য কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে অবগত করে আসছি। এদিন সর্বতোভাবে পুলিশ-প্রশাসন আমাদের সাহায্য করেছে এবং একটি সেতুবন্ধনের কাজ করে দিয়েছেন। শেষমেষ আমরা কুণালবাবুর সাক্ষাৎ পেলাম। তাঁকে আমরা আমাদের অসহায়তার কথা তুলে ধরলাম । উনি মানবিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সমস্ত তথ্য খতিয়ে দেখেছেন। উনি আমাদের ওনার তরফ থেকে যতটা করা সম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন।"
আরও পড়ুন: গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের মিছিলে পা মেলালেন শুভেন্দু-কৌস্তভ
এদিন এই সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "গ্রুপ ডি’র চাকরিপ্রার্থীরা সাক্ষাৎ করতে চেয়েছিলেন। পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন। পুলিশ থেকে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা এসেছিলেন, আলোচনা হয়েছে । আমি সেটা কো-অর্ডিনেট, কমিউনিকেট করতে পারি। আশা করি তাঁদের বক্তব্যকে যথাযথ জায়গায় পৌঁছে দিতে পারব । মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তিনিও চান চাকরিগুলি হোক। যদি কোথাও আইনি জটিলতা না-থাকে, সরকারও চায় এগুলি সমাধান হোক। তাই নিশ্চিতভাবে এগুলি খতিয়ে দেখা হবে।"