ETV Bharat / state

Kunal Ghosh tests Covid Positive : করোনায় আক্রান্ত কুণাল ঘোষ হাসপাতালে ভর্তি - করোনা আক্রান্ত কুণাল ঘোষ

নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷

kunal ghosh
কুণাল ঘোষ
author img

By

Published : Jan 3, 2022, 10:55 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : এবার করোনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সংক্রমণ বেশি থাকায় চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Kunal Ghosh hospitalised after testing positive for covid 19) ৷ গলা ব্যথা, মাথাব্যথার মতো করোনার সবরকম উপসর্গ তাঁর রয়েছে বলে জানা গিয়েছে ৷

আজ বিকেলে টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ৷ সেই টুইটে তিনি লেখেন, "আমি করোনায় আক্রান্ত ৷ নিজেকে আইসোলেশনে রেখেছি ৷ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি ৷ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হতে পারি ৷" তিনি জানান, করোনা ভ্যাকসিনের দু‘টি ডোজ় নিয়েছেন তিনি ৷ তা সত্ত্বেও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করোনার উপসর্গগুলি বেশ প্রকট ৷

  • Tested positive for Covid.
    Kept myself isolated.
    Consulting with Doctors.
    Shall be hospitalized only if situation detoriates.
    My double doze vaccination is complete. Inspite of that the guests have appeared heavily with multiple symptoms..😎

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Covid cases Spike in kolkata hospitals : দুই মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

রাতের দিকে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় কুণাল ঘোষকে ৷ সেই খবরও তাঁর টুইটার থেকে জানা গিয়েছে ৷ লিখেছেন, কোভিড সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি হলাম ৷

  • As Covid infection level is high, so according to the instructions of Doctors, got admitted in Hospital.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত কয়েক দিন ধরে রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ পয়লা জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ দিনকয়েক আগে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের সদস্য স্বপন সমাদ্দার করোনা আক্রান্ত হয়েছেন । আজ করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । সেইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং 32নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও করোনা পজিটিভ ৷

কলকাতা, 3 জানুয়ারি : এবার করোনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সংক্রমণ বেশি থাকায় চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Kunal Ghosh hospitalised after testing positive for covid 19) ৷ গলা ব্যথা, মাথাব্যথার মতো করোনার সবরকম উপসর্গ তাঁর রয়েছে বলে জানা গিয়েছে ৷

আজ বিকেলে টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ৷ সেই টুইটে তিনি লেখেন, "আমি করোনায় আক্রান্ত ৷ নিজেকে আইসোলেশনে রেখেছি ৷ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি ৷ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হতে পারি ৷" তিনি জানান, করোনা ভ্যাকসিনের দু‘টি ডোজ় নিয়েছেন তিনি ৷ তা সত্ত্বেও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করোনার উপসর্গগুলি বেশ প্রকট ৷

  • Tested positive for Covid.
    Kept myself isolated.
    Consulting with Doctors.
    Shall be hospitalized only if situation detoriates.
    My double doze vaccination is complete. Inspite of that the guests have appeared heavily with multiple symptoms..😎

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Covid cases Spike in kolkata hospitals : দুই মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

রাতের দিকে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় কুণাল ঘোষকে ৷ সেই খবরও তাঁর টুইটার থেকে জানা গিয়েছে ৷ লিখেছেন, কোভিড সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি হলাম ৷

  • As Covid infection level is high, so according to the instructions of Doctors, got admitted in Hospital.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত কয়েক দিন ধরে রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ পয়লা জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ দিনকয়েক আগে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের সদস্য স্বপন সমাদ্দার করোনা আক্রান্ত হয়েছেন । আজ করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । সেইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং 32নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও করোনা পজিটিভ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.