ETV Bharat / state

Kunal Ghosh Reaction: "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই", সাফাই কুণালের

শুক্রবার রাজ্যজুড়ে হইচই ৷ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গতকাল সন্ধে থেকে এখনও অবধি ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়িতে (Kunal Ghosh Reaction) ৷

Arpita Mukherjee 20 crore ED Raid
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়
author img

By

Published : Jul 23, 2022, 7:47 AM IST

কলকাতা, 23 জুলাই: দায় ঝাড়ল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । যা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে (AITC Spokesperson Kunal Ghosh denies any relation between TMC and Partha close Arpita Mukherjee) ৷ অথচ পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল ধনরাশির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই, জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ।

শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে ইডি 20 কোটি টাকা উদ্ধারের পর এদিন একটি টুইট করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি লেখেন, "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের । কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে । যথাসময়ে বক্তব্য জানাবে ।"

অথচ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী অর্পিতা-পার্থ একসঙ্গে ঘাসফুলের প্রচারে বেরিয়েছেন, সে ছবিও পোস্ট করেছে নেটিজেনরা ৷ পার্থ চট্টোপাধ্যায় এখন শিল্পমন্ত্রী ৷ সে নিয়েও মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে নেটনাগরিকরা ৷ 21 জুলাইয়ের শহিদ দিবসে ধর্মতলায় রেকর্ড ভিড়ের দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তারপরই এমন কাণ্ডে স্বভাবতই অস্বস্তিতে দল ৷

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে শুক্রবার সকাল থেকেই রাজ্যের 14টি জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালাযন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) গোয়েন্দারা (ED Search Operation regarding SSC Recruitment Scam investigation) । এর মধ্যে ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার সার্ভে পার্কের বাড়ি-সহ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এবং মেখলিগঞ্জে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ।

  • ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, বিপুল টাকা গোনার জন্য অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এদ্ন ব্যাঙ্ক থেকে তিনটি মেশিন নিয়ে আসা হয় । এমনকী ডাকা হয় ব্যাঙ্ক আধিকারিকদেরও ৷ গতকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 23 ঘণ্টার উপর তৃণমূল মন্ত্রীর বাড়িতেই রয়েছেন ইডির আধিকারিকেরা ৷

আরও পড়ুন: পার্থ ঘনিষ্ঠ 10 জনকে প্রাথমিকে বেআইনি চাকরি, অভিযোগ জমা হাইকোর্টে

কলকাতা, 23 জুলাই: দায় ঝাড়ল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । যা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে (AITC Spokesperson Kunal Ghosh denies any relation between TMC and Partha close Arpita Mukherjee) ৷ অথচ পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল ধনরাশির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই, জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ।

শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে ইডি 20 কোটি টাকা উদ্ধারের পর এদিন একটি টুইট করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি লেখেন, "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের । কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে । যথাসময়ে বক্তব্য জানাবে ।"

অথচ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী অর্পিতা-পার্থ একসঙ্গে ঘাসফুলের প্রচারে বেরিয়েছেন, সে ছবিও পোস্ট করেছে নেটিজেনরা ৷ পার্থ চট্টোপাধ্যায় এখন শিল্পমন্ত্রী ৷ সে নিয়েও মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে নেটনাগরিকরা ৷ 21 জুলাইয়ের শহিদ দিবসে ধর্মতলায় রেকর্ড ভিড়ের দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তারপরই এমন কাণ্ডে স্বভাবতই অস্বস্তিতে দল ৷

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে শুক্রবার সকাল থেকেই রাজ্যের 14টি জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালাযন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) গোয়েন্দারা (ED Search Operation regarding SSC Recruitment Scam investigation) । এর মধ্যে ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার সার্ভে পার্কের বাড়ি-সহ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এবং মেখলিগঞ্জে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ।

  • ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, বিপুল টাকা গোনার জন্য অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এদ্ন ব্যাঙ্ক থেকে তিনটি মেশিন নিয়ে আসা হয় । এমনকী ডাকা হয় ব্যাঙ্ক আধিকারিকদেরও ৷ গতকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 23 ঘণ্টার উপর তৃণমূল মন্ত্রীর বাড়িতেই রয়েছেন ইডির আধিকারিকেরা ৷

আরও পড়ুন: পার্থ ঘনিষ্ঠ 10 জনকে প্রাথমিকে বেআইনি চাকরি, অভিযোগ জমা হাইকোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.