ETV Bharat / state

Kunal Ghosh: 'অপপ্রচারের উদ্দেশ্যে চার্জশিটে মিথ্যে লিখতে এজেন্সিকে চাপ দিচ্ছে বিজেপি' ! বিস্ফোরক কুণাল - তৃণমূল

এজেন্সিকে বাধ্য করা হচ্ছে চার্জশিটে মিথ্যে লিখতে ৷ আর সেগুলিকে ব্যবহার করে অপপ্রচার ও নোংরা রাজনীতি করছে বিজেপি ৷ এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ ৷

Kunal Ghosh Blames BJP Pressuring Agencies to Write False Allegations in Chargesheet
Kunal Ghosh Blames BJP Pressuring Agencies to Write False Allegations in Chargesheet
author img

By

Published : Nov 16, 2022, 11:15 AM IST

কলকাতা, 16 নভেম্বর: কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে নিয়ে বিস্ফোরক দাবি করেলন কুণাল ঘোষ ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্রের অভিযোগ, বিভিন্ন মামলার তদন্তে এজেন্সিগুলিকে দিয়ে চার্জশিটে মিথ্যে লিখতে চাপ দিচ্ছে বিজেপি (Kunal Ghosh Blames BJP Pressuring Agencies) ৷ আর সেই মিথ্যেকে ব্যবহার করে শাসকদলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ৷ এ নিয়ে বুধবার সকালে একটি টুইট করেন তৃণমূল নেতা ৷ সেখানেই তিনি এই বিস্ফোরক অভিযোগ এনেছেন ৷

ওই টুইটে কুণালের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উল্লেখ করা অভিযোগগুলি আদালতে মিথ্যে প্রমাণিত হচ্ছে ৷ তবে, সেটা হওয়ার আগে সাফল্যের সঙ্গে অপপ্রচার করে তৃণমূলের ভাবমূর্তি খারাপ করছে বিজেপি ৷ সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে নিম্নমানের রাজনীতির অভিযোগ এনেছেন কুণাল ঘোষ ৷

এদিন টুইটে কুণাল ঘোষ লিখেছেন, ‘‘বিজেপি এজেন্সিগুলিকে চার্জশিটে কিছু লেখার জন্য চাপ দিচ্ছে (False Allegations in Chargesheet) ৷ যাতে সেগুলিকে ব্যবহার করে মিথ্যে প্রচার এবং নোংরা রাজনীতি করতে পারে ৷ কিন্তু, পরবর্তী সময়ে আদালতের শুনানিতে সেগুলি ভিত্তিহীন প্রমাণিত হচ্ছে ৷ চার্জশিট অভিযোগের প্রমাণ নয় ৷ সেটা কেবলমাত্র এজেন্সির তরফে জমা করা হয় ৷ বিজেপি সেটার অপব্যবহারের চেষ্টা করছে ৷’’

আরও পড়ুন: মানসিক ভারসাম্য হারিয়েছেন শুভেন্দু, কটাক্ষ অভিষেকের

প্রসঙ্গত, সাম্প্রতিককালে শিক্ষাক্ষেত্রে নিয়োগ, কয়লা ও গরুপাচার এবং একাধিক চিটফান্ড মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই ৷ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক ৷ আর সেই আবহে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে প্রধান বিরোধী দল বিজেপি ৷ এনিয়ে তৃণমূলের তরফে ইডি-সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে ৷

কলকাতা, 16 নভেম্বর: কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে নিয়ে বিস্ফোরক দাবি করেলন কুণাল ঘোষ ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্রের অভিযোগ, বিভিন্ন মামলার তদন্তে এজেন্সিগুলিকে দিয়ে চার্জশিটে মিথ্যে লিখতে চাপ দিচ্ছে বিজেপি (Kunal Ghosh Blames BJP Pressuring Agencies) ৷ আর সেই মিথ্যেকে ব্যবহার করে শাসকদলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ৷ এ নিয়ে বুধবার সকালে একটি টুইট করেন তৃণমূল নেতা ৷ সেখানেই তিনি এই বিস্ফোরক অভিযোগ এনেছেন ৷

ওই টুইটে কুণালের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উল্লেখ করা অভিযোগগুলি আদালতে মিথ্যে প্রমাণিত হচ্ছে ৷ তবে, সেটা হওয়ার আগে সাফল্যের সঙ্গে অপপ্রচার করে তৃণমূলের ভাবমূর্তি খারাপ করছে বিজেপি ৷ সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে নিম্নমানের রাজনীতির অভিযোগ এনেছেন কুণাল ঘোষ ৷

এদিন টুইটে কুণাল ঘোষ লিখেছেন, ‘‘বিজেপি এজেন্সিগুলিকে চার্জশিটে কিছু লেখার জন্য চাপ দিচ্ছে (False Allegations in Chargesheet) ৷ যাতে সেগুলিকে ব্যবহার করে মিথ্যে প্রচার এবং নোংরা রাজনীতি করতে পারে ৷ কিন্তু, পরবর্তী সময়ে আদালতের শুনানিতে সেগুলি ভিত্তিহীন প্রমাণিত হচ্ছে ৷ চার্জশিট অভিযোগের প্রমাণ নয় ৷ সেটা কেবলমাত্র এজেন্সির তরফে জমা করা হয় ৷ বিজেপি সেটার অপব্যবহারের চেষ্টা করছে ৷’’

আরও পড়ুন: মানসিক ভারসাম্য হারিয়েছেন শুভেন্দু, কটাক্ষ অভিষেকের

প্রসঙ্গত, সাম্প্রতিককালে শিক্ষাক্ষেত্রে নিয়োগ, কয়লা ও গরুপাচার এবং একাধিক চিটফান্ড মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই ৷ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক ৷ আর সেই আবহে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে প্রধান বিরোধী দল বিজেপি ৷ এনিয়ে তৃণমূলের তরফে ইডি-সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.