ETV Bharat / state

Kunal Backs Kaliaganj Cops: 'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুমিছিল হত', কালিয়াগঞ্জে হামলাকারীদের গ্রেফতারির দাবি কুণালের

কালিয়াগঞ্জের হামলাকারীদের গ্রেফতারির দাবি জানালেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, গতকাল কালিয়াগঞ্জে সংযত ছিল পুলিশ ৷

Kunal Backs Kaliaganj Cops ETV bharat
কুণাল ঘোষ
author img

By

Published : Apr 26, 2023, 1:27 PM IST

Updated : Apr 26, 2023, 2:53 PM IST

কলকাতা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জে পুলিশ যথেষ্ট সংযত ছিল বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, পুলিশ গতকাল গুলি চালায়নি ৷ এ প্রসঙ্গে বামফ্রন্টের আমল টেনে এনে তিনি বলেন যে, ওই আমলের পুলিশ হলে গুলিবর্ষণে মৃত্যুমিছিল হত ৷ থানায় হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন কুণাল ঘোষ ৷

বুধবার টুইট করে কালিয়াগঞ্জের ঘটনার দুটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ সেই ভিডিয়োয় দুষ্কৃতীদের পুলিশের উপর হামলা চালাতে দেখা গিয়েছে ৷ সেই পোস্টে কুণাল লেখেন, "কালিয়াগঞ্জ ৷ এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি । বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার । হামলাকারীদের গ্রেফতার চাই । যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার । ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য ।"

  • কালিয়াগঞ্জ।
    এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি।
    বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার।
    হামলাকারীদের গ্রেপ্তার চাই। যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার।
    ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য। pic.twitter.com/ogrww28IAG

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদিবাসীদের বিক্ষোভে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ । মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটবৃষ্টি করেছেন বলে অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ।

উল্লেখ্য, কিছুদিন আগে কালিয়াগঞ্জে এক কিশোরীর দেহ উদ্ধার হয় ৷ তার পরিবারের অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে ৷ দোষীদের শাস্তির দাবিতে গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা রয়েছে ওই এলাকায় ৷ এই নিয়ে মঙ্গলবার রাজবংশী, তফসিলি ও আদিবাসী যৌথ মঞ্চ কালিয়াগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল । তাদের বিক্ষোভকে কেন্দ্র করেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷

ঘটনা ঘটার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে ৷ এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে পৌঁছেছে বলে অভিযোগ করা হয়েছে ৷ অন্যদিকে পুলিশের দাবি, বিষক্রিয়ায় ওই নাবালিকার মৃত্যু হয়েছে ৷ ময়নাতদন্ত রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ ৷ যদিও তা মানতে নারাজ মৃতার পরিবার ও আন্দোলনকারীরা ৷ আজ পুলিশের দাবির পক্ষেই সায় দিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনিও টুইটে দাবি করেছেন যে, ধর্ষণের মিথ্যে কথা রটানো হচ্ছে ৷

আরও পড়ুন: আদিবাসীদের বিক্ষোভে উত্তাল কালিয়াগঞ্জ, থানায় অগ্নিসংযোগ

কলকাতা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জে পুলিশ যথেষ্ট সংযত ছিল বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, পুলিশ গতকাল গুলি চালায়নি ৷ এ প্রসঙ্গে বামফ্রন্টের আমল টেনে এনে তিনি বলেন যে, ওই আমলের পুলিশ হলে গুলিবর্ষণে মৃত্যুমিছিল হত ৷ থানায় হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন কুণাল ঘোষ ৷

বুধবার টুইট করে কালিয়াগঞ্জের ঘটনার দুটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ সেই ভিডিয়োয় দুষ্কৃতীদের পুলিশের উপর হামলা চালাতে দেখা গিয়েছে ৷ সেই পোস্টে কুণাল লেখেন, "কালিয়াগঞ্জ ৷ এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি । বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার । হামলাকারীদের গ্রেফতার চাই । যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার । ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য ।"

  • কালিয়াগঞ্জ।
    এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি।
    বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার।
    হামলাকারীদের গ্রেপ্তার চাই। যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার।
    ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য। pic.twitter.com/ogrww28IAG

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদিবাসীদের বিক্ষোভে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ । মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটবৃষ্টি করেছেন বলে অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ।

উল্লেখ্য, কিছুদিন আগে কালিয়াগঞ্জে এক কিশোরীর দেহ উদ্ধার হয় ৷ তার পরিবারের অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে ৷ দোষীদের শাস্তির দাবিতে গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা রয়েছে ওই এলাকায় ৷ এই নিয়ে মঙ্গলবার রাজবংশী, তফসিলি ও আদিবাসী যৌথ মঞ্চ কালিয়াগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল । তাদের বিক্ষোভকে কেন্দ্র করেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷

ঘটনা ঘটার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে ৷ এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে পৌঁছেছে বলে অভিযোগ করা হয়েছে ৷ অন্যদিকে পুলিশের দাবি, বিষক্রিয়ায় ওই নাবালিকার মৃত্যু হয়েছে ৷ ময়নাতদন্ত রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ ৷ যদিও তা মানতে নারাজ মৃতার পরিবার ও আন্দোলনকারীরা ৷ আজ পুলিশের দাবির পক্ষেই সায় দিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনিও টুইটে দাবি করেছেন যে, ধর্ষণের মিথ্যে কথা রটানো হচ্ছে ৷

আরও পড়ুন: আদিবাসীদের বিক্ষোভে উত্তাল কালিয়াগঞ্জ, থানায় অগ্নিসংযোগ

Last Updated : Apr 26, 2023, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.