ETV Bharat / state

Kunal Ghosh: শুভেন্দু ও আমাকে মুখোমুখি বসিয়ে জেরা করুক সিবিআই, দাবি কুণালের

কাঁথি পৌরসভা সংক্রান্ত সুদীপ্ত সেনের অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বসতে চান কুণাল ঘোষ ৷ এমনই দাবি তিনি করেছেন সিবিআইয়ের কাছে ৷ এই নিয়ে পিটিশন জমা দেবেন বলেও জানিয়েছেন ৷

Kunal Ghosh
Kunal Ghosh
author img

By

Published : Jun 1, 2023, 4:48 PM IST

Updated : Jun 1, 2023, 7:06 PM IST

কলকাতা, 1 জুন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পৌরসভা সংক্রান্ত তোলাবাজি মামলাতে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠি সিবিআইকে তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত । সিএমএম এজলাসে সারদাকর্তার চিঠির উপর তদন্তের দাবিতে পিটিশন করেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী । আদালত শুনানির পর বিষয়টি সিবিআইকে পাঠানোর সিদ্ধান্ত জানায় বুধবার । সেই ঘটনায় সিবিআই তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাই তাঁর দাবি, শুভেন্দু অধিকারী ও তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই ।

বৃহস্পতিবার এই নিয়ে তৃণমূলে ভবনে সংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি বলেন, "শুভেন্দু-আমাকে সিবিআই মুখোমুখি বসে জেরা করুক সিবিআই । আমি পিটিশন দেব সিবিআইকে । লোডশেডিং-এর এমএলএ, সারদার-নারদার সিবিআই এফআইআর নেমড চোর শুভেন্দুর শেষ দেখে ছাড়ব ।"

এছাড়াও এ দিন একাধিক ইস্যুতে শুভেন্দু ও বিজেপির বিরুদ্ধে সরব হন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "কথা ঘোরানোর চেষ্টা করছে শুভেন্দু । বলছে চিঠি কে লিখেছে, তা বের করে ছাড়ব । আমি স্বাগত জানাচ্ছি । সিবিআই শুভেন্দু এবং আমাকে মুখোমুখি বসিয়ে যারা করুক ৷’’

কাঁথি পৌরসভায় সারদার ব্যাংক ড্রাফট জমা পড়ার সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন কুণাল ঘোষ ৷ তাঁর অভিযোগ, সুদীপ্ত সেন চিঠিতে স্পষ্ট করেছেন, এমন একটা প্রজেক্টর জন্য ব্ল্যাকমেইল করে ভয় দেখিয়ে ব্যাংক ড্রাফট নেওয়া হয়েছিল, যার কোনও এক্তিয়ার নেই কাঁথি পৌরসভার । কুণালের আরও দাবি, ‘‘শুভেন্দুর এখন চোখ মুখ দেখে মনে হচ্ছে বুঝতে পেরেছে জাল গুটিয়ে এসেছে । আজ না হোক কাল শুভেন্দু অধিকারীকে বাকিদের মতো জেলে যেতে হবে ।"

আরও পড়ুন: কাঁথি পৌরসভা নিয়ে সুদীপ্ত সেনের চিঠির তদন্ত করতে নির্দেশ সিবিআইকে

অন্যদিকে বাইরন বিশ্বাসের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে কুণাল ঘোষ এ দিন বলেন, "অপদার্থ কংগ্রেস বাইরন বিশ্বাসকে ধরে রাখতে পারল না । বাইরনের যোগদানে ভেঙে পড়েছে কংগ্রেস ৷ চোখের জল মুছছে সিপিএম । আর শ্রাদ্ধবাসর করছে বিজেপি । শুভেন্দুকে বলব দলত্যাগ বিরোধী আইন নিয়ে এত কথা বলছেন, বাপ-ভাইকে সাংবাদিক সম্মেলন নিয়ে বসিয়ে যোগদান মেলার বিষয়টা উল্লেখ করুন সিপিএম-কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাহাকার না করে ।"

কলকাতা, 1 জুন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পৌরসভা সংক্রান্ত তোলাবাজি মামলাতে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠি সিবিআইকে তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত । সিএমএম এজলাসে সারদাকর্তার চিঠির উপর তদন্তের দাবিতে পিটিশন করেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী । আদালত শুনানির পর বিষয়টি সিবিআইকে পাঠানোর সিদ্ধান্ত জানায় বুধবার । সেই ঘটনায় সিবিআই তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাই তাঁর দাবি, শুভেন্দু অধিকারী ও তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই ।

বৃহস্পতিবার এই নিয়ে তৃণমূলে ভবনে সংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি বলেন, "শুভেন্দু-আমাকে সিবিআই মুখোমুখি বসে জেরা করুক সিবিআই । আমি পিটিশন দেব সিবিআইকে । লোডশেডিং-এর এমএলএ, সারদার-নারদার সিবিআই এফআইআর নেমড চোর শুভেন্দুর শেষ দেখে ছাড়ব ।"

এছাড়াও এ দিন একাধিক ইস্যুতে শুভেন্দু ও বিজেপির বিরুদ্ধে সরব হন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "কথা ঘোরানোর চেষ্টা করছে শুভেন্দু । বলছে চিঠি কে লিখেছে, তা বের করে ছাড়ব । আমি স্বাগত জানাচ্ছি । সিবিআই শুভেন্দু এবং আমাকে মুখোমুখি বসিয়ে যারা করুক ৷’’

কাঁথি পৌরসভায় সারদার ব্যাংক ড্রাফট জমা পড়ার সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন কুণাল ঘোষ ৷ তাঁর অভিযোগ, সুদীপ্ত সেন চিঠিতে স্পষ্ট করেছেন, এমন একটা প্রজেক্টর জন্য ব্ল্যাকমেইল করে ভয় দেখিয়ে ব্যাংক ড্রাফট নেওয়া হয়েছিল, যার কোনও এক্তিয়ার নেই কাঁথি পৌরসভার । কুণালের আরও দাবি, ‘‘শুভেন্দুর এখন চোখ মুখ দেখে মনে হচ্ছে বুঝতে পেরেছে জাল গুটিয়ে এসেছে । আজ না হোক কাল শুভেন্দু অধিকারীকে বাকিদের মতো জেলে যেতে হবে ।"

আরও পড়ুন: কাঁথি পৌরসভা নিয়ে সুদীপ্ত সেনের চিঠির তদন্ত করতে নির্দেশ সিবিআইকে

অন্যদিকে বাইরন বিশ্বাসের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে কুণাল ঘোষ এ দিন বলেন, "অপদার্থ কংগ্রেস বাইরন বিশ্বাসকে ধরে রাখতে পারল না । বাইরনের যোগদানে ভেঙে পড়েছে কংগ্রেস ৷ চোখের জল মুছছে সিপিএম । আর শ্রাদ্ধবাসর করছে বিজেপি । শুভেন্দুকে বলব দলত্যাগ বিরোধী আইন নিয়ে এত কথা বলছেন, বাপ-ভাইকে সাংবাদিক সম্মেলন নিয়ে বসিয়ে যোগদান মেলার বিষয়টা উল্লেখ করুন সিপিএম-কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাহাকার না করে ।"

Last Updated : Jun 1, 2023, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.