কলকাতা, 5 মে: নেতার কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ সেই কনভয় আবার খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ এ নিয়ে তাঁকে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ৷ তিনি বিজেপি নেতার গ্রেফতারির দাবিও তুলেছেন ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরে 116 বি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ৷ চণ্ডীপুরে পেট্রল পাম্পের কাছে ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর কনভয়ের প্রথম গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ রাতভর রাস্তা অবরোধ করে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখন স্থানীয়রা ৷ তাদের অভিযোগ, শুভেন্দুর কনভয়টি খুব দ্রুত গতিতে যাচ্ছিল ৷ তাই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুবক ৷ এমনকী স্থানীয়দের দাবি, গাড়িটি ধাক্কা মেরে ঘটনাস্থলে না-দাঁড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
-
চন্ডীপুরে শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়ে হত যুবক। মানুষের বিক্ষোভ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
এর আগেও ওই জনবহুল রাস্তায় ওর দ্রুতগতির কনভয় নিয়ে জনবিক্ষোভ হয়েছে।
এর চেয়ে বড় পাপ, সেখানে দাঁড়িয়ে উদ্ধারে সাহায্য না করে পালিয়ে যাওয়া। আসানসোলেও অঘটন ঘটিয়ে পালিয়েছিল।
শুভেন্দুর গ্রেপ্তার চাই।
">চন্ডীপুরে শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়ে হত যুবক। মানুষের বিক্ষোভ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 5, 2023
এর আগেও ওই জনবহুল রাস্তায় ওর দ্রুতগতির কনভয় নিয়ে জনবিক্ষোভ হয়েছে।
এর চেয়ে বড় পাপ, সেখানে দাঁড়িয়ে উদ্ধারে সাহায্য না করে পালিয়ে যাওয়া। আসানসোলেও অঘটন ঘটিয়ে পালিয়েছিল।
শুভেন্দুর গ্রেপ্তার চাই।চন্ডীপুরে শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়ে হত যুবক। মানুষের বিক্ষোভ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 5, 2023
এর আগেও ওই জনবহুল রাস্তায় ওর দ্রুতগতির কনভয় নিয়ে জনবিক্ষোভ হয়েছে।
এর চেয়ে বড় পাপ, সেখানে দাঁড়িয়ে উদ্ধারে সাহায্য না করে পালিয়ে যাওয়া। আসানসোলেও অঘটন ঘটিয়ে পালিয়েছিল।
শুভেন্দুর গ্রেপ্তার চাই।
শুভেন্দুর এই দ্রুতগতিতে গাড়ি চালানো নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ ৷ টুইটারে তিনি লেখেন, "চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়ে হত যুবক ৷ মানুষের বিক্ষোভ ৷ এর আগেও ওই জনবহুল রাস্তায় ওর দ্রুতগতির কনভয় নিয়ে জনবিক্ষোভ হয়েছে ৷ এর চেয়ে বড় পাপ, সেখানে দাঁড়িয়ে উদ্ধারে সাহায্য না করে পালিয়ে যাওয়া ৷ আসানসোলেও অঘটন ঘটিয়ে পালিয়েছিল ৷"পাশাপাশি তৃণমূলের এই মুখপাত্র, শুভেন্দুরও গ্রেফতারিও দাবি করেছেন ।
এর আগে গত জুলাই মাসে শুভেন্দু পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে কলকাতা ফিরছিলেন ৷ সেই সময় তাঁর কনভয়ের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় ৷ যদিও সেবার কারও প্রাণহানি হয়নি ৷ তিনি টুইট করে জানান, একটি বড় গাড়ির সঙ্গে তাঁর কনভয়ের সিআরপিএফ এসকর্ট গাড়ির ধাক্কা লেগেছে ৷ তবে ভগবান জগন্নাথের কৃপায়ে কেউ আহত হননি ৷ তিনিও বেঁচে গিয়েছেন এবং কোনও ভাবে আঘাত লাগেনি ৷ এবার শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ উঠল।