ETV Bharat / state

Durga Puja 2022: মণ্ডপে ভাষ্যপাঠ গৌতম হালদারের, নয়া চমক কুমোরটুলি সার্বজনীনের - নয়া চমক কুমোরটুলি সার্বজনীনের

প্রতি বছরই বিভিন্ন চমক থাকে কুমোরটুলি সার্বজনীনের পুজোয় (Kumartuli Sarbojanin Durgotsab) । এবারেও তার দেখা মিলবে ৷ তাদের এবছরের (Durga Puja 2022) থিম 'শিরোনাম' । ট্যাগ লাইন দেখেও বাড়বে সন্দেহ, তা হল -'নামে কী বা আসে যায়' ।

Durga Puja 2022
Kumartuli Sarbojanin Durgotsab Puja
author img

By

Published : Sep 11, 2022, 11:02 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: প্রতি বছর পুজোয় নতুন ভাবনা নিয়ে আসে কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব (Kumartuli Sarbojanin Durgotsab)। এবছরেও তার অন্যথা হল না । এবার তাদের পুজোর 92 বছরে শিল্পীদের কথাই বলবে শিল্পী পাড়া । যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।

প্রতি বছরই বিভিন্ন চমক থাকে কুমোরটুলি সার্বজনীনের পুজোয় । এবারেও তা দেখা যাবে । তাঁদের এবছরের (Durga Puja 2022) থিম 'শিরোনাম' । ট্যাগ লাইন দেখেও বাড়বে সন্দেহ, তা হল -'নামে কী বা আসে যায়' ।

মূলত সব পুজোর নেপথ্যেই থাকে কুমোরটুলি । সেখানেই বিভিন্ন আদলে তৈরি হয় এক একটি দুর্গা প্রতিমা । তাই যে পুজোই হোক, শিরোনামে থাকবে কুমোরটুলি । আর সেই ভাবনাই এবার কুমোরটুলি সার্বজনীন তুলে ধরছেন মণ্ডপসজ্জার মাধ্যমে ।

ক্লাবের কর্মকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন, "আমাদের থিম এবারে শিরোনাম । কারণ যতই নামী পুজো হোক না কেন কুমোরটুলির নাম আসবেই । দুর্গাপুজোর সঙ্গে কুমোরটুলি ওতপ্রোতভাবে জড়িত । তাই যাই হয়ে যাক শিরোনামে দেখা যাবে কুমোরটুলির কথা ।"

Kumartuli Sarbojanin Durgotsab
ট্যাগ লাইন দেখেও বাড়বে সন্দেহ

অন্যদিকে তাঁদের পুজো মণ্ডপে পা দিলেই শোনা যাবে ভাষ্যপাঠ । সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে বাংলাদেশের শিল্পী, সকলের গলাতেই আবৃত্তি আরও এক বিশেষ আকর্ষণ । আর এবারে সেখানেও রয়েছে চমক । প্রথমবার কোনও পুজোয় সরাসরিভাবে যুক্ত হতে দেখা যাবে বিশিষ্ট নাট্যকার গৌতম হালদারকে । কুমোরটুলির শিল্পীদের নিয়ে তৈরি এক কবিতার ভাষ্যপাঠ করবেন তিনি । এর পাশাপাশি শোনা যাবে জয়তী চক্রবর্তীর গলায় গান ।

নাট্যকার গৌতম হালদার বলেন, "আমায় প্রথম যখন এই কবিতাটি পাঠিয়েছিল তখনই কবিতাটা পড়ে আমার মন বেদনায় ভরে গিয়েছিল । কারণ পুজো মানেই আমাদের মধ্যে এক আনন্দ ৷ কিন্তু দশমীর বেদনার সুর চোখে জল এনে দেয় । আর আমি এই পুজোর যোগ দিতে পেরে ধন্য । আমাদের সকলের ছোটবেলার সঙ্গে কুমোরটুলির এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে ৷ যদি কোথাও গিয়ে শুনি এই প্রতিমাটা কুমোরটুলি থেকে এসেছে, তাহলে আনন্দে মনটা ভরে যেত । কিন্তু এই প্রতিমা যারা তৈরি করে তাদেরকে আমরা সবাই চিনি না । যে শিল্পীরা তাদের শিল্প সত্তা দিয়ে আমাদের মধ্যে আনন্দ যোগায় তাদেরকে নিয়েই এই কবিতা 'শিরোনাম' । তাই আমি চাইবো 'নাম থেকে নাম শিরোনামে হোক একাকী কুমোরটুলি' ।"

মণ্ডপে প্রথমবার ভাষ্যপাঠ গৌতম হালদারের, নয়া চমক কুমোরটুলি সার্বজনীনের

আরও পড়ুন: দর্শক টানতে ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম 'বুর্জ আল আরব'

ক্লাবকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন," প্রত্যেক বছরই আমরা এরকম ধরনের বিভিন্ন চমক রাখি । গৌতম হালদার ও জয়তী চক্রবর্তী এই প্রথম ওতপ্রোতোভাবে কোন পুজোর সঙ্গে জড়িত হচ্ছেন । আমরা আশা করব দর্শনার্থীরা মণ্ডপে এসে নিরাশ হবেন না ।"

কলকাতা, 11 সেপ্টেম্বর: প্রতি বছর পুজোয় নতুন ভাবনা নিয়ে আসে কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব (Kumartuli Sarbojanin Durgotsab)। এবছরেও তার অন্যথা হল না । এবার তাদের পুজোর 92 বছরে শিল্পীদের কথাই বলবে শিল্পী পাড়া । যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।

প্রতি বছরই বিভিন্ন চমক থাকে কুমোরটুলি সার্বজনীনের পুজোয় । এবারেও তা দেখা যাবে । তাঁদের এবছরের (Durga Puja 2022) থিম 'শিরোনাম' । ট্যাগ লাইন দেখেও বাড়বে সন্দেহ, তা হল -'নামে কী বা আসে যায়' ।

মূলত সব পুজোর নেপথ্যেই থাকে কুমোরটুলি । সেখানেই বিভিন্ন আদলে তৈরি হয় এক একটি দুর্গা প্রতিমা । তাই যে পুজোই হোক, শিরোনামে থাকবে কুমোরটুলি । আর সেই ভাবনাই এবার কুমোরটুলি সার্বজনীন তুলে ধরছেন মণ্ডপসজ্জার মাধ্যমে ।

ক্লাবের কর্মকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন, "আমাদের থিম এবারে শিরোনাম । কারণ যতই নামী পুজো হোক না কেন কুমোরটুলির নাম আসবেই । দুর্গাপুজোর সঙ্গে কুমোরটুলি ওতপ্রোতভাবে জড়িত । তাই যাই হয়ে যাক শিরোনামে দেখা যাবে কুমোরটুলির কথা ।"

Kumartuli Sarbojanin Durgotsab
ট্যাগ লাইন দেখেও বাড়বে সন্দেহ

অন্যদিকে তাঁদের পুজো মণ্ডপে পা দিলেই শোনা যাবে ভাষ্যপাঠ । সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে বাংলাদেশের শিল্পী, সকলের গলাতেই আবৃত্তি আরও এক বিশেষ আকর্ষণ । আর এবারে সেখানেও রয়েছে চমক । প্রথমবার কোনও পুজোয় সরাসরিভাবে যুক্ত হতে দেখা যাবে বিশিষ্ট নাট্যকার গৌতম হালদারকে । কুমোরটুলির শিল্পীদের নিয়ে তৈরি এক কবিতার ভাষ্যপাঠ করবেন তিনি । এর পাশাপাশি শোনা যাবে জয়তী চক্রবর্তীর গলায় গান ।

নাট্যকার গৌতম হালদার বলেন, "আমায় প্রথম যখন এই কবিতাটি পাঠিয়েছিল তখনই কবিতাটা পড়ে আমার মন বেদনায় ভরে গিয়েছিল । কারণ পুজো মানেই আমাদের মধ্যে এক আনন্দ ৷ কিন্তু দশমীর বেদনার সুর চোখে জল এনে দেয় । আর আমি এই পুজোর যোগ দিতে পেরে ধন্য । আমাদের সকলের ছোটবেলার সঙ্গে কুমোরটুলির এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে ৷ যদি কোথাও গিয়ে শুনি এই প্রতিমাটা কুমোরটুলি থেকে এসেছে, তাহলে আনন্দে মনটা ভরে যেত । কিন্তু এই প্রতিমা যারা তৈরি করে তাদেরকে আমরা সবাই চিনি না । যে শিল্পীরা তাদের শিল্প সত্তা দিয়ে আমাদের মধ্যে আনন্দ যোগায় তাদেরকে নিয়েই এই কবিতা 'শিরোনাম' । তাই আমি চাইবো 'নাম থেকে নাম শিরোনামে হোক একাকী কুমোরটুলি' ।"

মণ্ডপে প্রথমবার ভাষ্যপাঠ গৌতম হালদারের, নয়া চমক কুমোরটুলি সার্বজনীনের

আরও পড়ুন: দর্শক টানতে ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম 'বুর্জ আল আরব'

ক্লাবকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন," প্রত্যেক বছরই আমরা এরকম ধরনের বিভিন্ন চমক রাখি । গৌতম হালদার ও জয়তী চক্রবর্তী এই প্রথম ওতপ্রোতোভাবে কোন পুজোর সঙ্গে জড়িত হচ্ছেন । আমরা আশা করব দর্শনার্থীরা মণ্ডপে এসে নিরাশ হবেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.