ETV Bharat / state

কৃষি আইন বাতিলের দাবিতে এবার রাজ্যজুড়ে আন্দোলনে বামপন্থী কৃষক সংগঠনগুলি - মাস জুড়ে কৃষকসভার বিক্ষোভ

16 ডিসেম্বর রানি রাসমণি রোডে কৃষক সমাবেশ এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবে সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি । হাওড়া এবং শিয়ালদা থেকে দুটো বড় মিছিল রানি রাসমণি রোডে এসে জমায়েত হবে ।

কৃষকসভা
কৃষকসভা
author img

By

Published : Dec 3, 2020, 11:16 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর : কৃষি আইন নিয়ে হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের পাশে দাঁড়াল সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি । কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন করবে এরাজ্যের বামপন্থী কৃষক সংগঠনগুলি । 16 ডিসেম্বর রানি রাসমণি রোডে কৃষক সমাবেশ এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবে সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি । হাওড়া এবং শিয়ালদা থেকে দু'টো বড় মিছিল রানি রাসমণি রোডে এসে জমায়েত করবে । এমনকী রাজ্যের বিভিন্ন জেলায় ধানের বস্তা ফেলে অবরোধ করা হবে ।

সারা ভারত কৃষক সভার তরফে জানানো হয়েছে, দিল্লিকে ঘিরে ফেলার জন্য দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এরাজ্যের কৃষকরাও জমায়েত করবেন । ফসলের দাম, কৃষকের সারের দাম এবং উপযুক্ত মূল্যে ফসলের বীজ পাওয়ার দাবিতে এরাজ্যের রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়ে স্মারকলিপি দেবে সর্বভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি ।

দীর্ঘদিন পর এই শহরের রাজপথেও বিক্ষুব্ধ কৃষকদের মিছিল হবে চলতি মাসে । এর আগেও মেয়ো রোডে প্রদেশ কংগ্রেস এবং রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ দেখানো হয় । পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল । চলতি মাসে একাধিক দিন কৃষকদের মিছিলে অবরুদ্ধ হবে শহরের রাজপথ । লাঙল, বলদ, ট্রাক্টর, অন্য কৃষি সরঞ্জাম দিয়ে রাজপথ অবরোধ করা হবে বলে জানানো হয়েছে কৃষক সভার তরফে ।

কলকাতা, 3 ডিসেম্বর : কৃষি আইন নিয়ে হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের পাশে দাঁড়াল সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি । কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন করবে এরাজ্যের বামপন্থী কৃষক সংগঠনগুলি । 16 ডিসেম্বর রানি রাসমণি রোডে কৃষক সমাবেশ এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবে সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি । হাওড়া এবং শিয়ালদা থেকে দু'টো বড় মিছিল রানি রাসমণি রোডে এসে জমায়েত করবে । এমনকী রাজ্যের বিভিন্ন জেলায় ধানের বস্তা ফেলে অবরোধ করা হবে ।

সারা ভারত কৃষক সভার তরফে জানানো হয়েছে, দিল্লিকে ঘিরে ফেলার জন্য দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এরাজ্যের কৃষকরাও জমায়েত করবেন । ফসলের দাম, কৃষকের সারের দাম এবং উপযুক্ত মূল্যে ফসলের বীজ পাওয়ার দাবিতে এরাজ্যের রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়ে স্মারকলিপি দেবে সর্বভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি ।

দীর্ঘদিন পর এই শহরের রাজপথেও বিক্ষুব্ধ কৃষকদের মিছিল হবে চলতি মাসে । এর আগেও মেয়ো রোডে প্রদেশ কংগ্রেস এবং রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ দেখানো হয় । পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল । চলতি মাসে একাধিক দিন কৃষকদের মিছিলে অবরুদ্ধ হবে শহরের রাজপথ । লাঙল, বলদ, ট্রাক্টর, অন্য কৃষি সরঞ্জাম দিয়ে রাজপথ অবরোধ করা হবে বলে জানানো হয়েছে কৃষক সভার তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.