ETV Bharat / state

Yogi Adityanath Advt : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার - অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ানে বাংলার উন্নয়নের ছবি ৷ সেই বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে শোরগোল শুরু হয়েছে ৷ বিজেপি ও যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath Advt) তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও অন্যরা ৷

Kolkata's Maa flyover in Yogi Adityanath ad which is showcasing development features of up, Abhishek Banerjee, Mahua Moitra react
যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার
author img

By

Published : Sep 12, 2021, 1:21 PM IST

Updated : Sep 12, 2021, 4:57 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : নামী ইংরেজি দৈনিকে পাতাজোড়া বিজ্ঞাপন উত্তরপ্রদেশ সরকারের ৷ বিরাট ছবিতে আশ্বাসের হাত নাড়ছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Advt) ৷ তাঁর হাত ধরে উন্নয়নের জোয়ারে উত্তরপ্রদেশ আমূল বদলে গিয়েছে বলে দাবি করে বিজ্ঞাপনে সরকারের স্তুতি ৷ কিন্তু সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে যে ছবিটি প্রকাশিত হয়েছে গোল বাধল তা নিয়েই ৷

কারণ যোগীর উন্নয়নের প্রমাণ দিতে ব্যবহার করা ছবিটি আসলে বাংলার ৷ স্পষ্ট দেখা যাচ্ছে মা ফ্লাইওভার, ইএম বাইপাস ও তার সংলগ্ন নামী হোটেলগুলি ৷ এমনকী কলকাতার অন্যতম হলুদ ট্যাক্সিও দেখা গিয়েছে ফ্লাইওভারের উপর ৷ এই ঘটনায় বিজেপিকে বিঁধতে এক মুহূর্ত দেরি করেনি রাজ্যের শাসকদল ৷

Kolkata's Maa flyover in Yogi Adityanath ad which is showcasing development features of up, Abhishek Banerjee, Mahua Moitra react
যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার

একে চুরি বলেই কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই বিজ্ঞাপনের ছবি টুইট করে কটাক্ষের সুরে লিখেছেন, "যোগী আদিত্যনাথের কাছে উত্তরপ্রদেশের রূপান্তরের অর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার পরিকাঠামোর ছবি চুরি করা এবং সেগুলিকে নিজের বলে চালানো ! বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি যে রাজ্যে, সেখানেই ডাবল ইঞ্জিন মডেল কুৎসিতভাবে ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে এবং এটা সবার কাছে স্পষ্ট হয়ে গেল !"

  • Transforming UP for @myogiadityanath means stealing images from infrastructure seen in Bengal under @MamataOfficial's leadership and using them as his own!

    Looks like the 'DOUBLE ENGINE MODEL' has MISERABLY FAILED in BJP’s strongest state and now stands EXPOSED for all! https://t.co/h9OlnhmGPw

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Gujarat CM : গুজরাতের মসদনে এবার কে ?

যোগীর বিজ্ঞাপন নিয়ে সরব হয়েছেন তৃণমূলের অন্য নেতারাও ৷ মহুয়া মৈত্র টুইটে তীব্র কটাক্ষ করে লিখেছেন, "উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে রয়েছেন ঠগি যোগী, যেখানে কলকাতার মা ফ্লাইওভার, আমাদের জেডব্লিউ ম্যারিয়ট ও আমাদের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিও দেখা যাচ্ছে ৷ নিজের আত্মার পরিবর্তন করুন, নয়তো অন্তত আপনার বিজ্ঞাপনী সংস্থাকে পরিবর্তন করুন গুড্ডুজি ৷" এই মন্তব্য করার জন্য নয়ডায় তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে বলে বিদ্রুপ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷

  • Thuggy Yogi in his UP ads with Kolkata’s MAA flyover, our JW Marriott & our iconic yellow taxis!

    Change your soul or at least your ad agency Gudduji!

    P.S. Looking forward to FIRs against me in Noida now :-) pic.twitter.com/I7TRUMvCjO

    — Mahua Moitra (@MahuaMoitra) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিজ্ঞাপন কেলেঙ্কারি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতা মুকুল রায় ৷ তিনি টুইটে লিখেছেন, "মিস্টার নরেন্দ্র মোদিজি এতটাই অসহায় হয়ে পড়েছেন যে, মুখ্যমন্ত্রীদের না-বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন ও পরিকাঠামোর ছবিকে ব্যবহার করে তা নিজেদের বলে চালানোর পথ বেছে নিয়েছেন ৷"

আরও পড়ুন: Bhabanipur By Election : ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন পেশ

এই ঘটনায় সরব হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ও ৷

পার্ক সার্কাস ও এজেসি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে সংযুক্ত করেছে মা ফ্লাইওভার ৷ এর নাম মা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেতুর নির্মাণ বাম জমানায় শুরু হলেও তা তৈরি করা সম্পূর্ণ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে । 2015 সালে এই উড়ালপুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্বয়ং ।

  • A wrong image was inadvertently included in the cover collage of the advertorial on Uttar Pradesh produced by the marketing department of the newspaper. The error is deeply regretted and the image has been removed in all digital editions of the paper.

    — The Indian Express (@IndianExpress) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজ্ঞাপনের এই ছবি নিয়ে তোলপাড় শুরু হওয়ার পরই সংশ্লিষ্ট সংবাদপত্র টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছে ৷

টুইটে তারা লিখেছে, "এই ভুলের জন্য গভীরভাবে দুঃখিত এবং এই ছবি সংবাদপত্রের সমস্ত ডিজিটাল সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন : Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

কলকাতা, 12 সেপ্টেম্বর : নামী ইংরেজি দৈনিকে পাতাজোড়া বিজ্ঞাপন উত্তরপ্রদেশ সরকারের ৷ বিরাট ছবিতে আশ্বাসের হাত নাড়ছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Advt) ৷ তাঁর হাত ধরে উন্নয়নের জোয়ারে উত্তরপ্রদেশ আমূল বদলে গিয়েছে বলে দাবি করে বিজ্ঞাপনে সরকারের স্তুতি ৷ কিন্তু সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে যে ছবিটি প্রকাশিত হয়েছে গোল বাধল তা নিয়েই ৷

কারণ যোগীর উন্নয়নের প্রমাণ দিতে ব্যবহার করা ছবিটি আসলে বাংলার ৷ স্পষ্ট দেখা যাচ্ছে মা ফ্লাইওভার, ইএম বাইপাস ও তার সংলগ্ন নামী হোটেলগুলি ৷ এমনকী কলকাতার অন্যতম হলুদ ট্যাক্সিও দেখা গিয়েছে ফ্লাইওভারের উপর ৷ এই ঘটনায় বিজেপিকে বিঁধতে এক মুহূর্ত দেরি করেনি রাজ্যের শাসকদল ৷

Kolkata's Maa flyover in Yogi Adityanath ad which is showcasing development features of up, Abhishek Banerjee, Mahua Moitra react
যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার

একে চুরি বলেই কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই বিজ্ঞাপনের ছবি টুইট করে কটাক্ষের সুরে লিখেছেন, "যোগী আদিত্যনাথের কাছে উত্তরপ্রদেশের রূপান্তরের অর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার পরিকাঠামোর ছবি চুরি করা এবং সেগুলিকে নিজের বলে চালানো ! বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি যে রাজ্যে, সেখানেই ডাবল ইঞ্জিন মডেল কুৎসিতভাবে ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে এবং এটা সবার কাছে স্পষ্ট হয়ে গেল !"

  • Transforming UP for @myogiadityanath means stealing images from infrastructure seen in Bengal under @MamataOfficial's leadership and using them as his own!

    Looks like the 'DOUBLE ENGINE MODEL' has MISERABLY FAILED in BJP’s strongest state and now stands EXPOSED for all! https://t.co/h9OlnhmGPw

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Gujarat CM : গুজরাতের মসদনে এবার কে ?

যোগীর বিজ্ঞাপন নিয়ে সরব হয়েছেন তৃণমূলের অন্য নেতারাও ৷ মহুয়া মৈত্র টুইটে তীব্র কটাক্ষ করে লিখেছেন, "উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে রয়েছেন ঠগি যোগী, যেখানে কলকাতার মা ফ্লাইওভার, আমাদের জেডব্লিউ ম্যারিয়ট ও আমাদের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিও দেখা যাচ্ছে ৷ নিজের আত্মার পরিবর্তন করুন, নয়তো অন্তত আপনার বিজ্ঞাপনী সংস্থাকে পরিবর্তন করুন গুড্ডুজি ৷" এই মন্তব্য করার জন্য নয়ডায় তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে বলে বিদ্রুপ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷

  • Thuggy Yogi in his UP ads with Kolkata’s MAA flyover, our JW Marriott & our iconic yellow taxis!

    Change your soul or at least your ad agency Gudduji!

    P.S. Looking forward to FIRs against me in Noida now :-) pic.twitter.com/I7TRUMvCjO

    — Mahua Moitra (@MahuaMoitra) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিজ্ঞাপন কেলেঙ্কারি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতা মুকুল রায় ৷ তিনি টুইটে লিখেছেন, "মিস্টার নরেন্দ্র মোদিজি এতটাই অসহায় হয়ে পড়েছেন যে, মুখ্যমন্ত্রীদের না-বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন ও পরিকাঠামোর ছবিকে ব্যবহার করে তা নিজেদের বলে চালানোর পথ বেছে নিয়েছেন ৷"

আরও পড়ুন: Bhabanipur By Election : ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন পেশ

এই ঘটনায় সরব হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ও ৷

পার্ক সার্কাস ও এজেসি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে সংযুক্ত করেছে মা ফ্লাইওভার ৷ এর নাম মা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেতুর নির্মাণ বাম জমানায় শুরু হলেও তা তৈরি করা সম্পূর্ণ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে । 2015 সালে এই উড়ালপুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্বয়ং ।

  • A wrong image was inadvertently included in the cover collage of the advertorial on Uttar Pradesh produced by the marketing department of the newspaper. The error is deeply regretted and the image has been removed in all digital editions of the paper.

    — The Indian Express (@IndianExpress) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজ্ঞাপনের এই ছবি নিয়ে তোলপাড় শুরু হওয়ার পরই সংশ্লিষ্ট সংবাদপত্র টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছে ৷

টুইটে তারা লিখেছে, "এই ভুলের জন্য গভীরভাবে দুঃখিত এবং এই ছবি সংবাদপত্রের সমস্ত ডিজিটাল সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন : Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

Last Updated : Sep 12, 2021, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.