কলকাতা, 29 নভেম্বর : দূষণের সূচকের নিরিখে এবার দিল্লিকে পিছনে ফেলল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল ৷ গাড়ি থেকে নির্গত ধোঁয়ার কারণে বায়ুদূষণ ছড়াচ্ছে ৷ শহরে দূষণ রোধের জন্য বিস্তারিতভাবে কাজ করে চলেছেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ ৷ তিনি বলেন, "এই মুহূর্তে সারা দেশে সব ক'টি মেগাসিটি অর্থাৎ মহানগরের মধ্যে আজ কলকাতায় দূষণ সবথেকে বেশি ৷"
প্রতি ঘণমিটারে বাতাসে ধূলিকণা থাকা উচিত 60 মাইক্রোগ্রাম ৷ সেখানে আজ বেলা 1টা নাগাদ বিধাননগর অঞ্চলে সেই সূচক এসে দাঁড়ায় 157-তে ৷ অন্যদিকে, ফোর্ট উইলিয়ামের কাছে বেলা 11টার দিকে সূচক ছিল 224-এ ৷ দিল্লির লোধি রোডে সবথেকে বেশি বায়ুদূষণ হয় ৷ কিন্তু, আজ সকাল 11টা নাগাদ সেখানের সূচক ছিল 62-তে ৷
সৌমেন্দ্রমোহন ঘোষ বলেন, "কলকাতায় অক্টোবর মাস থেকে শুরু করে বায়ুর এই অবস্থা চলে ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই সময় তাপমাত্রা কম থাকার ফলে চারদিকের দূষিত কণা ও বায়ু কণা উপর দিকে উঠতে পারে না ৷ সেগুলি ম্যান হাইটেই থেকে যায় ৷"
কলকাতায় এভাবে দূষণ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে বলে জানান সৌমেন্দ্রমোহনবাবু ৷ বলেন, "শহরে যেভাবে ডিজ়েল গাড়ি রাস্তায় চলছে সেটা চিন্তার বিষয় ৷ রাস্তায় 99 শতাংশ ডিজ়েল গাড়ি চলে ৷ 15 বছরের বেশি পুরোনো গাড়িও চলছে ৷ চারদিকে রাস্তাঘাটে অসংখ্য খাবারের দোকানের উনুনের ধোঁয়ার ফলে বায়ুদূষণ ছড়াচ্ছে ৷ একটি সমীক্ষায় উঠে এসেছে যে বর্তমানে দূষণের থেকে ফুসফুস ক্যানসারের ক্ষেত্রে কলকাতা আবারও প্রথম স্থানে ৷"