ETV Bharat / state

রাতভর ভিজল কলকাতা, নাগাড়ে বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে

আগামী 24 ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কলকাতা আবহাওয়া দফতর ।

Weather Forecast
ছবি
author img

By

Published : Jun 17, 2021, 9:34 AM IST

Updated : Jun 17, 2021, 10:24 AM IST

কলকাতা, 17 জুন : গতরাত থেকে লাগাতার বৃষ্টি চলছে শহর কলকাতায় । দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া ও বাঁকুড়াতে ।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত থাকার ফলে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা । এর ফলে চলতি সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে বৃষ্টি চলবে ।

Weather Forecast
আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে

আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।

পশ্চিম পঞ্জাব থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এই নিম্নচাপ অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত আছে । এর ফলে রাজ্যে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।

Weather Forecast
কাল রাতে কোথায় কতটা বৃষ্টি হয়েছে ?

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে । 18 তারিখ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপ অক্ষরেখা শক্তি কিছুটা বাড়াবে, ফলে 18 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

Weather Forecast
18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে

আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ।

Weather Forecast
আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে

কলকাতা, 17 জুন : গতরাত থেকে লাগাতার বৃষ্টি চলছে শহর কলকাতায় । দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া ও বাঁকুড়াতে ।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত থাকার ফলে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা । এর ফলে চলতি সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে বৃষ্টি চলবে ।

Weather Forecast
আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে

আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।

পশ্চিম পঞ্জাব থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এই নিম্নচাপ অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত আছে । এর ফলে রাজ্যে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।

Weather Forecast
কাল রাতে কোথায় কতটা বৃষ্টি হয়েছে ?

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে । 18 তারিখ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপ অক্ষরেখা শক্তি কিছুটা বাড়াবে, ফলে 18 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

Weather Forecast
18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে

আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ।

Weather Forecast
আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে
Last Updated : Jun 17, 2021, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.