ETV Bharat / state

পুজোর আগেই 2টি নতুন ব্রিজ কলকাতায়

টলি ক্লাবের সামনে থেকে একটি এবং টালিগঞ্জের করুণাময়ীর সামনে থেকে আর একটি ব্রিজ তৈরি করছে KMDA । পুজোর আগেই খুলে দেওয়া হবে এই দু'টি ব্রিজ ।

author img

By

Published : Sep 6, 2019, 11:13 PM IST

মেয়র

কলকাতা, 6 আগাস্ট : পুজোর আগেই দু'টি নতুন ব্রিজ পাচ্ছে শহরবাসী ৷ টলি ক্লাবের সামনে থেকে একটি এবং টালিগঞ্জের করুণাময়ীর সামনে থেকে আর একটি ব্রিজ তৈরি করছে KMDA । পুজোর আগেই খুলে দেওয়া হবে এই দু'টি ব্রিজ । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের এক বছরের মধ্যেই ব্রিজ তৈরি করার কথা ছিল । কিন্তু, রেলের অনুমতির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে । তাই নিত্যদিনের যানজট এড়াতে দু'টি নতুন ব্রিজ চালু করা হচ্ছে ৷ এই দু'টি ব্রিজ চালু হলে বেহালার বাসিন্দাদের সমস্যা অনেকটাই মিটবে ।

মেয়র বলেন, " আরও দু-তিন মাস সময় পেলে কাজটা সম্পূর্ণ করা যেত । টলি ক্লাবের সামনের রাস্তা সরু থাকায় এই মুহূর্তে ওয়ান ওয়েতে গাড়ি যাতায়াত করবে । এছাড়াও টলি ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে পৌর ও নগরোন্নয়ন দপ্তরের । টলি ক্লাবের দেওয়াল ভেঙে রাস্তা চওড়া করা হবে৷ এর ফলে টু ওয়ে চালু করা যাবে ৷ ৷ এর জন্য কিছু পুনর্বাসন দিতে হবে । এই কাজের জন্য বেশ কিছু দিন সময় লাগবে ৷ "

এদিকে চেতলা লকেট ব্রিজের পাশে আরও একটি বেইলি ব্রিজ তৈরি করবে কলকাতা পৌরনিগম । আগামী সোমবার লকেট ব্রিজ পর্যবেক্ষণ করবে কলকাতা পোর্ট ট্রাস্ট । আজ কলকাতা পৌরনিগমে KMC এবং KMDA-র ইঞ্জিনিয়রদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এদিকে আজ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ মেয়র জানিয়েছেন, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা চালু করা হচ্ছে ৷ বার থেকে সিনিয়র সিটিজেনরা বাড়ির নকশা অনুমোদন করার সময় 10 শতাংশ ছাড় পাবেন ৷

কলকাতা, 6 আগাস্ট : পুজোর আগেই দু'টি নতুন ব্রিজ পাচ্ছে শহরবাসী ৷ টলি ক্লাবের সামনে থেকে একটি এবং টালিগঞ্জের করুণাময়ীর সামনে থেকে আর একটি ব্রিজ তৈরি করছে KMDA । পুজোর আগেই খুলে দেওয়া হবে এই দু'টি ব্রিজ । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের এক বছরের মধ্যেই ব্রিজ তৈরি করার কথা ছিল । কিন্তু, রেলের অনুমতির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে । তাই নিত্যদিনের যানজট এড়াতে দু'টি নতুন ব্রিজ চালু করা হচ্ছে ৷ এই দু'টি ব্রিজ চালু হলে বেহালার বাসিন্দাদের সমস্যা অনেকটাই মিটবে ।

মেয়র বলেন, " আরও দু-তিন মাস সময় পেলে কাজটা সম্পূর্ণ করা যেত । টলি ক্লাবের সামনের রাস্তা সরু থাকায় এই মুহূর্তে ওয়ান ওয়েতে গাড়ি যাতায়াত করবে । এছাড়াও টলি ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে পৌর ও নগরোন্নয়ন দপ্তরের । টলি ক্লাবের দেওয়াল ভেঙে রাস্তা চওড়া করা হবে৷ এর ফলে টু ওয়ে চালু করা যাবে ৷ ৷ এর জন্য কিছু পুনর্বাসন দিতে হবে । এই কাজের জন্য বেশ কিছু দিন সময় লাগবে ৷ "

এদিকে চেতলা লকেট ব্রিজের পাশে আরও একটি বেইলি ব্রিজ তৈরি করবে কলকাতা পৌরনিগম । আগামী সোমবার লকেট ব্রিজ পর্যবেক্ষণ করবে কলকাতা পোর্ট ট্রাস্ট । আজ কলকাতা পৌরনিগমে KMC এবং KMDA-র ইঞ্জিনিয়রদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এদিকে আজ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ মেয়র জানিয়েছেন, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা চালু করা হচ্ছে ৷ বার থেকে সিনিয়র সিটিজেনরা বাড়ির নকশা অনুমোদন করার সময় 10 শতাংশ ছাড় পাবেন ৷

Intro:পুজোর সময় যান জট কাটাতে শহরে দুটো নতুন ব্রিজ চালু হতে চলেছে। পুজোর আগেই মাঝেরহাট ব্রিজের কাজ শুরু হবার কথা ছিল। রেলের অনুমতি না মেলায় কাজটা শুরু হতে দেরি হয়েছে। তাই রোজ সময় যানজট এড়াতে দুটি নতুন ব্রিজ চালুর কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ‌। মেয়র জানিয়েছেন মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের এক বছরের মধ্যেই ব্রিজ তৈরি করার কথা ছিল। রেলের অনুমতির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। টলি ক্লাবের সামনে থেকে একটি ব্রিজ এবং টালিগঞ্জ করুণাময়ী এর সামনে থেকে আরেকটি ব্রিজ তৈরি করছে কেএমডিএ।পুজোর আগেই খুলে দেওয়া হবে এই ব্রিজ। সমস্যা সমাধান হবে বেহালার মানুষের।

মেরর জানিয়েছে আরেকটু সময় পেলে সুবিধা হতো। দু-তিন মাস সময় পেলে কাজটা সম্পূর্ণ করা যেতো। টলিউড সামনের রাস্তা শরু থাকায় এই মুহূর্তে ওয়ান ওয়ে তে গাড়ি যাতায়াত করবে। টলি ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে। টলি ক্লাবের দেওয়ার ভেঙে চওড়া করলে রাস্তার দুই দিকে দিয়ে যানবাহন চলা চল করতে পারবে।এর জন্য কিছু পূনর্বাসন করতে হবে। সেই সঙ্গেই ৪৪ টি গাছকে পুর্নস্থাপন করতে হবে। এই কাজের জন্য কিছু দিন সয়ম লাগবে জানিয়েছেন মেয়র।Body:পাশাপাশি চেতলা লকেট ব্রিজের পাশে একটি বেইলি ব্রিজ তৈরি করবে কলকাতা পৌরনিগম। আগামী সোমবার সেটির পর্যবেক্ষণ করবে কলকাতা পর্ট ট্রাস্ট। আজ কলকাতা পুরনিগমে কেএমসি এবং কেএমডিএ ইঞ্জিনিয়ারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ কলকাতা পুরনিগমে একথা জানান মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র। এবার থেকে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা চালু করছে কলকাতা পুরনিগম।এবার থেকে সিনিয়র সিটিজেনরা বিল্ডিং প্ল্যান স্যাংশনে 10% ছাড় দেবে কলকাতা পুরনিগম। এছাড়াও আগামী ১ নভেম্বর থেকে কলকাতা শহরে নিষিদ্ধ করা হবে সমস্ত রকম আগুন জালানো। পুজোর আগে দেওয়া হবে ইলেকট্রিক চুল্লি বৈদ্যুতিক ইস্ত্রি। এর জন্য চার্জিং এর ব্যবস্থা করে দেবে সিইএসসি। বিশেষ করে যারা ইস্ত্রি করেন এবং খাবারের দোকান চালান তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পৌরনিগম।Conclusion:এবার থেকে কলকাতা পৌর নিগমের অন্তর্গত যেকোনো বিল্ডিং এর নকশায় পার্কিং এলাকায় 5 শতাংশ জায়গা ইলেকট্রিক চার্জিং এর জায়গা রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। তা না হলে সেই বিল্ডিং এর অনুমোদন দেবে না কলকাতা পুরনিগম থেকে। আজ একথা জালাল কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এছাড়াও বড় বিল্ডিং এর ক্ষেত্রে 10% পার্কিং জায়গা বাধ্যতামূলক করতে হবে বৈদ্যুতিক গাড়ি রাখা ও চার্জিং পয়েন্ট এর জন্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.