ETV Bharat / state

জমা জরিমানা আদায় করতে ডিসেম্বরেই লোক আদালত কলকাতা ট্রাফিক পুলিশের - Kolkata Traffic Police organized Lok Adalat

kolkata Traffic Police: জমে থাকা জরিমানা আদায় করতে বসছে ডিসেম্বর মাসেই বসতে চলেছে লোক আদালত ৷ তথ্য অনুযায়ী প্রায় দেড় কোটি টাকারও বেশি আয় হতে পারে জরিমানা বাবদ ৷ এই টাকা আদায় হলেই রাজ্য সরকারের কোষাগার অনেকটাই পূরণ হবে ৷

kolkata Traffic Police
ডিসেম্বরে লোক আদালত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 12:56 PM IST

কলকাতা, 22 নভেম্বর: ট্রাফিক আইন না মানা ও বিভিন্ন কারণে শহরের রাস্তায় চলা বাসগুলিকে জরিমানা করা হয় ৷ বিভিন্ন সময়ে বাস মালিকদেরও নোটিশ দেওয়া হয় ৷ তা তাঁরা এড়িয়ে যান ৷ ফলে জরিমানা আদায় হয় না ৷ সেই বাকি জরিমানার অঙ্ক প্রায় দেড় কোটি টাকারও বেশি ।এই টাকা আদায় করা গেলে রাজ্য সরকারের কোষাগার পরিপূর্ণ হবে । সেই জরিমানার টাকা আদায়ের জন্য এবার ডিসেম্বরে লোক আদালতের আয়োজন করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরের রাস্তায় চলাচল করা বাসগুলি নিয়ম না মানলে জরিমানা হয়ে থাকে । যার অধিকাংশ ট্রাফিক আইন-বিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে ৷ এ প্রঙ্গেই নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, " কলকাতার রাস্তায় চলাচল করা বিভিন্ন বেসরকারি বাসগুলিকে বিভিন্ন সময় জরিমানা হয়ে থাকে । অভিযোগ, সবসময় সেই জরিমানার টাকা মেটানো হয় না । এমনকি বাস মালিকদের কাছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হয় ৷ সেই নোটিসেও মালিকরা গুরুত্ব দেন না । অথচ শহরের রাস্তায় বহাল তবিয়তে চলছে বাস ৷ সেই জরিমানার টাকা আদায় করতেই এবার ডিসেম্বরে লোক আদালতের আয়োজন করা হয়েছে ৷"

ইতিমধ্যেই জরিমানা ধার্য হওয়া বাস মালিক এবং চালকদের হাতে জরিমানা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেবে কলকাতা পুলিশ । ট্রাফিক আইন না মানার পাশপাশি শহরের বুকে ঘটে চলা একাধিক বড় বড় পথ দুর্ঘটনার ঘটনায় জড়িত ঘাতক বাসের তথ্য খুঁজে বার করার কথাও জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ বেশ কয়েকটি ঘাতক বাসের বিরুদ্ধে মামলাও আছে । মামলা চলার পরও জরিমানার টাকা পরিশোধ না করেই দিনের পর দিন শহর কলকাতার রাস্তায় বহাল তবিয়তে বাসগুলি চলছে । সেই সমস্ত বাস মালিকদেরও ডাকা হবে এই লোক আদালতে ৷ জরিমানা টাকা আদায় করা হবে ৷ জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে ৷

কলকাতা, 22 নভেম্বর: ট্রাফিক আইন না মানা ও বিভিন্ন কারণে শহরের রাস্তায় চলা বাসগুলিকে জরিমানা করা হয় ৷ বিভিন্ন সময়ে বাস মালিকদেরও নোটিশ দেওয়া হয় ৷ তা তাঁরা এড়িয়ে যান ৷ ফলে জরিমানা আদায় হয় না ৷ সেই বাকি জরিমানার অঙ্ক প্রায় দেড় কোটি টাকারও বেশি ।এই টাকা আদায় করা গেলে রাজ্য সরকারের কোষাগার পরিপূর্ণ হবে । সেই জরিমানার টাকা আদায়ের জন্য এবার ডিসেম্বরে লোক আদালতের আয়োজন করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরের রাস্তায় চলাচল করা বাসগুলি নিয়ম না মানলে জরিমানা হয়ে থাকে । যার অধিকাংশ ট্রাফিক আইন-বিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে ৷ এ প্রঙ্গেই নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, " কলকাতার রাস্তায় চলাচল করা বিভিন্ন বেসরকারি বাসগুলিকে বিভিন্ন সময় জরিমানা হয়ে থাকে । অভিযোগ, সবসময় সেই জরিমানার টাকা মেটানো হয় না । এমনকি বাস মালিকদের কাছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হয় ৷ সেই নোটিসেও মালিকরা গুরুত্ব দেন না । অথচ শহরের রাস্তায় বহাল তবিয়তে চলছে বাস ৷ সেই জরিমানার টাকা আদায় করতেই এবার ডিসেম্বরে লোক আদালতের আয়োজন করা হয়েছে ৷"

ইতিমধ্যেই জরিমানা ধার্য হওয়া বাস মালিক এবং চালকদের হাতে জরিমানা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেবে কলকাতা পুলিশ । ট্রাফিক আইন না মানার পাশপাশি শহরের বুকে ঘটে চলা একাধিক বড় বড় পথ দুর্ঘটনার ঘটনায় জড়িত ঘাতক বাসের তথ্য খুঁজে বার করার কথাও জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ বেশ কয়েকটি ঘাতক বাসের বিরুদ্ধে মামলাও আছে । মামলা চলার পরও জরিমানার টাকা পরিশোধ না করেই দিনের পর দিন শহর কলকাতার রাস্তায় বহাল তবিয়তে বাসগুলি চলছে । সেই সমস্ত বাস মালিকদেরও ডাকা হবে এই লোক আদালতে ৷ জরিমানা টাকা আদায় করা হবে ৷ জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে ৷

আরও পড়ুন:

  1. কলকাতা পুলিশের কুকুরদের অবসরকালীন জীবনের হাল হকিকত, বিশেষ প্রতিবেদন
  2. পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে আত্মহত্যার চেষ্টা কর্মীর, আটকাল কলকাতা পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.