কলকাতা, 4 মে: ভোটের ফল বেরোনোর পরই দলের মহিলা তারকা প্রার্থীদের নিয়ে টুইটে সোজাসুজি তোপ দেগেছেন বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । শ্রাবন্তী-পায়েল-সরকার-পার্নোদের নটী বলে আখ্যান দেন তিনি ৷ প্রশ্ন তোলেন তাঁদের রাজনৈতিক বুদ্ধি নিয়েও । এই বিষয়ে বিজেপির আর এক কর্মী ও টলি তারকা রিমঝিম মিত্র তথাগত রায়কে কটাক্ষ করেন । তিনি জানান, তথাগত রায়ের প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত ৷ তবে এতদিন কোথায় ছিলেন তথাগত রায় ৷ ভোটের রেজাল্ট বেরোনোর পর হঠাৎ এই কথাগুলোই কেনই বা মনে হচ্ছে তাঁর । রিমঝিম বলেন, "তুমি তো দলের ভিতরে ছিলে ৷ হঠাৎ আজকে তাদের রাজনৈতিক বোধ নিয়ে কথা বলা কথা প্রয়োজন কেন পড়ল ? এই কথাগুলো আগেই বলতে পারতেন ৷ তখন বলেননি কেন ?"
নির্বাচন শেষ ৷ মানুষের রায় তৃণমূলের দিকে । প্রচারে জাঁকজমক থাকলেও ব্যালটবক্সে মুখ থুবড়ে পড়েছে বিজেপি । 2016 সালে তিনটে বিধায়ক নিয়ে বিধানসভায় গিয়েছিল বিজেপি ৷ সেই জায়গা থেকে তবে এবার ফল অনেকটাই ভালো ৷ এবার 77টি আসন দখল করে বাংলার বিধানসভায় বিরোধীদলের তকমা পেল বিজেপি ।
যদিও মোদি-অমিত শাহের মুহুর্মুহু দিল্লি-কলকাতা সফর ম্যাজিক দেখাতে পারল না । এবারের নির্বাচনে যেমন দলবদল করা প্রার্থীদের টিকিট দিয়েছে বিজেপি ৷ তেমনি একগুচ্ছ টলিউড তারকাকেও ভোটে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, পার্নো মিত্র ও রুদ্রনীল ঘোষ । হিরণ ছাড়া বাকি সবাই হেরেছেন ৷
টলিউডের হয়েও বিজেপির প্রার্থী না হওয়ার চাপা ক্ষোভ ছিল রিমঝিমের মধ্যে ৷ এমনটাও শোনা গিয়েছিল ভোটের আগে । এবার নির্বাচনে টিকিট পাওয়ার কথা ছিল রিমঝিমের ৷ কিন্তু শেষ মুহূর্তে প্রার্থী করা হয় এই তিন টলি তারকাকে । তা নিয়ে ক্ষোভ থাকলেও আজ তাঁদের নিয়ে প্রশ্ন উঠলেই যে রিমঝিম সেই সুরে সুর মেলাচ্ছেন তা নয় ৷ রিমঝিমের মতে, 'নটী' শব্দটি কোনওভাবেই খারাপ নয় ৷ তবে বর্তমান সময়ে তা গালাগালির সমান ৷ রিমঝিম আরও বলেন, "তথাগতবাবু কোন ধারণা থেকে বলেছেন, এটা বুঝতে আর বাকি নেই ।"
একইরকম মত পোষণ করছেন বিজেপির আরেক কর্মী অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, তথাগত রায়ের প্রশ্নটা একেবারে যথাযথ ৷ তবে যে সুরে কথাগুলো বলেছেন সেটা যুক্তিসঙ্গত নয় । তিনি জানান, শিল্পীদের নিয়ে নানা সময় নানান তির্যক মন্তব্য বিজেপির অন্দরে থেকে শোনা গেছে ৷ প্রকাশ্যেই তার বিরোধিতা তিনি করেছেন ৷ ফলে দলের মধ্যে খানিকটা কোণঠাসা বোধ করছেন অনিন্দ্য । তাঁর মতে, তথাগতবাবুর টুইটে ভায়োলেন্সের গন্ধ রয়েছে । তবে এটা বলার পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন যে, বাংলার অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাষণে প্রচ্ছন্ন ভায়োলেন্স রয়েছে । অনিন্দ্য বলেন, "তথাগতবাবু যে প্রশ্নটি তুলেছেন তাতে তাঁকে আমি সমর্থন করছি ৷ তবে তাঁর শব্দ চয়ন অশালীন ৷"
এনিয়ে শ্রীলেখা মিত্র বলেন, "বিজেপি একটি স্বৈরাচারী দল ৷ এদের থেকে এটাই আশা করা যায় ৷"
আরও পড়ুন: 'নগরীর নটীরা' হেরে ভূত, দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ তথাগতর