ETV Bharat / state

Drug Smuggling : কলকাতা বন্দর ও মালদা থেকে উদ্ধার 55 কোটির মাদক - Gajal

বিপুল অঙ্কের মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ একদিকে কলকাতা বন্দর, সেখান থেকে মালদার গাজল ৷ পাওয়া গিয়েছে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ৷

উদ্ধার হওয়া মাদক
উদ্ধার হওয়া মাদক
author img

By

Published : Aug 15, 2021, 3:11 PM IST

কলকাতা, 15 অগস্ট : প্রায় 55 কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা। প্রথমে কলকাতার বন্দর এলাকায় তল্লাশি চালানো হয় । সেখান থেকে উদ্ধার হয় প্রায় 5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট । পরে ধৃতদের জেরা করে মালদায় তল্লাশি করে উদ্ধার হয় প্রায় 50 কোটির হেরোইন ।

প্রায় 54 কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । পশ্চিম বন্দর থানা এলাকায় তল্লাশি চালিয়ে মোট দু'জনকে গ্রেফতার করে গোয়েন্দারা । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 1.291 কেজির ইয়াবা ট্যাবলেট । যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা । গ্রেফতার করা হয় মহম্মদ ইসমাইল শেখ ও অভিষেক সালাম নামের দুই ব্যক্তিকে ।

আরও পড়ুন : Bomb Suspicion : নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে লাল কাপড়ে মোড়া বস্তু ঘিরে বোমাতঙ্ক

জানা গিয়েছে, তারা মণিপুর হয়ে এই বিপুল পরিমাণ মাদক কলকাতার বন্দর এলাকায় এনেছিল । এই ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফের) ভি সলেমন নেশাকুমার বলেন, "ধৃতদের জেরা করে জানতে পারা যায়, মালদার গাজলে তাদের আরও শাগরেদ রয়েছে ৷ সেইমতো মালদার গাজলের উদ্দশ্যে রওনা দেয় পুলিশ । পরে সেখান থেকে ললিত সেনাপতি ও সুমিত আলি পাত্র নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 10.068 কেজির হেরোইন ।" তিনি জানিয়েছেন এর বাজার মূল্য আনুমানিক 50 কোটি টাকা । ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার সন্ধান চলছে ।

কলকাতা, 15 অগস্ট : প্রায় 55 কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা। প্রথমে কলকাতার বন্দর এলাকায় তল্লাশি চালানো হয় । সেখান থেকে উদ্ধার হয় প্রায় 5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট । পরে ধৃতদের জেরা করে মালদায় তল্লাশি করে উদ্ধার হয় প্রায় 50 কোটির হেরোইন ।

প্রায় 54 কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । পশ্চিম বন্দর থানা এলাকায় তল্লাশি চালিয়ে মোট দু'জনকে গ্রেফতার করে গোয়েন্দারা । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 1.291 কেজির ইয়াবা ট্যাবলেট । যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা । গ্রেফতার করা হয় মহম্মদ ইসমাইল শেখ ও অভিষেক সালাম নামের দুই ব্যক্তিকে ।

আরও পড়ুন : Bomb Suspicion : নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে লাল কাপড়ে মোড়া বস্তু ঘিরে বোমাতঙ্ক

জানা গিয়েছে, তারা মণিপুর হয়ে এই বিপুল পরিমাণ মাদক কলকাতার বন্দর এলাকায় এনেছিল । এই ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফের) ভি সলেমন নেশাকুমার বলেন, "ধৃতদের জেরা করে জানতে পারা যায়, মালদার গাজলে তাদের আরও শাগরেদ রয়েছে ৷ সেইমতো মালদার গাজলের উদ্দশ্যে রওনা দেয় পুলিশ । পরে সেখান থেকে ললিত সেনাপতি ও সুমিত আলি পাত্র নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 10.068 কেজির হেরোইন ।" তিনি জানিয়েছেন এর বাজার মূল্য আনুমানিক 50 কোটি টাকা । ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার সন্ধান চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.