কলকাতা, 27 মার্চ : এবার কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চালু হতে চলেছে কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19) নির্ণয়ের পরীক্ষা । সোমবার থেকে এই পরিষেবা চালু হবে । রাজ্যের আরও চারটি হাসপাতালেও এই পরিষেবা চালু হতে চলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
18 মার্চ স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, আরও পাঁচটি হাসপাতালে COVID-19 নির্ণয়ের পরীক্ষা চালু হতে চলেছে । এই পাঁচটি হাসপাতাল হল-কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই পাঁচটির মধ্যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শীঘ্রই এই পরিষেবা চালু হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। কবে থেকে এই পরিষেবা চালু হতে চলেছে, আজ এই বিষয়ে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা প্রতীপ কুণ্ডুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সোমবার থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে।" নমুনা পরীক্ষার জন্য কিট ইতিমধ্যেই চলে এসেছে বলেও তিনি জানান।
প্রথমে COVID-19 সন্দেহে নমুনা পাঠানো হচ্ছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV)-তে। এরপর কলকাতার বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েজ় (NICED)-এ নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। কিন্তু যেভাবে দিন দিন সংক্রমণ বেড়ে চলেছে, তার সামাল দিতেই এই পরিষেবার সিদ্ধান্ত ।
বর্তমানে NICED-এর পাশাপাশি কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R) তথা SSKM হাসপাতালে COVID-19-এর সংক্রমণ নির্ণয়ের জন্য পরিষেবা চালু করা হয়েছে।