কলকাতা, 6 সেপ্টেম্বর: ইতিহাস গড়ল কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (Syama Prasad Mookerjee Port) । প্রায় 170,000 টন ওজন কয়লা বহনকারী এক বিশালাকার জাহাজ সাগর অ্যাঙ্কারেজে নোঙর করেছে বন্দরে (Kolkata Port Scripted History)।
দৈর্ঘ্যে প্রায় 300 মিটার এবং প্রস্থে প্রায় 50 মিটার এই জাহাজটির ওজন প্রায় 70,300 মেট্রিক টনের ৷ জাহাজটির নাম এমভি মিনারেল ইয়াংফান ৷ যা সম্প্রতি নোঙর করেছে । অর্থাৎ সহজ বাংলায় দুটো গোটা ফুটবল মাঠ ধরে যাবে এই জাহাজে ।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই বন্দরের যত সামগ্রী এসেছে এহেন ওজনের পার্সেল জাহাজ এই প্রথমবার ভিড়ল কলকাতা বন্দরে । স্টিল অথরিটি অব ইন্ডিয়া (Steel Authority of India) বা সেলের জন্য কাঁচা কয়লা বহন করে এনেছে জাহাজটি । বলাই বাহুল্য জাহাজের বিস্তার দেখলে তাক লেগে যাবে । তবে তার থেকেও বেশি অবাক হওয়ার ব্যাপার হল যে জাহাজ থেকে মাল আনলোড করতে সময় লাগবে পুরো একটা গোটা সপ্তাহ । কলকাতা বন্দরের সঙ্গে হলদিয়া রেল কর্তৃপক্ষর উদ্যোগে তোলা হচ্ছে কয়লা ।
আরও পড়ুন: দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করল শ্রীলঙ্কার বন্দরে
আমেরিকার নিউ পোর্ট থেকে কয়লা বহন করে নিয়ে এসেছে এই জাহাজ । যাবে হলদিয়া পোর্ট এ (Haldia Dock Complex) । হলদিয়া পোর্টে বিশালাকার এই এমভি মিনারেল ইয়াংফান নোঙর করা সম্ভব নয় বলে নিয়ে আসা হয়েছে কলকাতা বন্দরে ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (Shyama Prasad Mukherjee Port Trust) থেকে কয়েলা নিয়ে যাওয়া হবে হলদিয়া বন্দরে । আর সেখান থেকে ট্রেনে কয়লা পৌঁছবে কারখানায় । দুটি বিশাল ভাসমান ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কয়লা বের করার কাজ শুরু করেছে পোর্ট কতৃপক্ষ । আপাাতত প্রতি মাসে দু’টি করে এই ধরনের জাহাজ বন্দরে আনা হবে । ফলে বছরে 15 লক্ষ মেট্রিক টন কার্গো এই বন্দরে আসবে বলে জানা গিয়েছে ৷