কলকাতা, 3 জুন: কাজের প্রয়োজনে দিনের বেলায়সাধারণ মানুষ বাইরে বেরোতে পারবে । আনলক ওয়ানে এমন সিদ্ধান্তই নিয়েছে সরকার।কিন্তু কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দিনে বাইরে বের হলেও মাস্ক আবশ্যিক।অবশ্যই মানতে হবে সামাজিক দূরত্ব। কিন্তু রাতে কলকাতা শহরে অপ্রয়োজনে ঘুরলে পুলিশেরপ্রশ্নের মুখে পড়তে হবে । অপ্রয়োজনে রাস্তায় বের হলে কড়া ব্যবস্থা নেওয়ার পথেহাঁটতে চলেছে লালবাজার।
কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, মাস্ক না পড়ে রাস্তায় বের হলে কিংবাসামাজিক দূরত্ব না মানলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনও দোকানের সামনে যদিসামাজিক দূরত্ব না মানা হয় তাহলে দোকানদারের বিরুদ্ধেও ব্যবস্থার কথা ঘোষণা করেছেলালবাজার। মাইকিংয়ের মাধ্যমে সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে শহরে। পাশাপাশিবাজারগুলিতে এখনো চলছে কড়া নজরদারি। কারণ সংক্রমনের রাশ টানার পথ শুধুমাত্রসেটাই। এদিকে দিনের বেলায় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য কড়া পদক্ষেপ করারআগে আরও একবার শহরবাসীকে সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশের তরফে বিলি করা হয়েছে প্রচুর মাস্ক।আজও শহরের বেশ কয়েকটি জায়গায় সেই প্রক্রিয়া চালানো হয়।
লালবাজার সূত্রে জানা গেছে, দিনের বেলাতেও কলকাতায় বেশ কয়েকটিজায়গায় আজ নাকা চেকিং চালানো হয়। পাশাপাশি রাতের কলকাতায় সর্বত্রই চালানোহচ্ছে নাকা চেকিং। লালবাজার সূত্রে জানা গেছে রাত 9 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে কারফিউজারি রয়েছে তা কঠোরভাবে মানতে হবে। এইসময় রাস্তায় বের হলে কারণ দর্শাতে হবেপুলিশকে। সদুত্তর না পেলে আইনি পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়েছে লালবাজার।
রাতের কলকাতায় বিশেষ নাকা চেকিং - অপ্রয়োজনে রাতের কলকাতায় ঘুরলে কড়া শাস্তি
দিনেরবেলা ছাড় থাকলেও রাতের কলকাতায় অপ্রয়োজনে ঘুরলেই কলকাতা পুলিশের কড়া শাস্তির মুখে পড়তে হবে । দিনের বেলাতেও মাস্ক পরা বাধ্যতামূলক।
![রাতের
কলকাতায় বিশেষ নাকা চেকিং Image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:18-wb-kol-05-splnakacheakingatkolkata-7201045-03062020211004-0306f-03425-658.jpg?imwidth=3840)
কলকাতা, 3 জুন: কাজের প্রয়োজনে দিনের বেলায়সাধারণ মানুষ বাইরে বেরোতে পারবে । আনলক ওয়ানে এমন সিদ্ধান্তই নিয়েছে সরকার।কিন্তু কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দিনে বাইরে বের হলেও মাস্ক আবশ্যিক।অবশ্যই মানতে হবে সামাজিক দূরত্ব। কিন্তু রাতে কলকাতা শহরে অপ্রয়োজনে ঘুরলে পুলিশেরপ্রশ্নের মুখে পড়তে হবে । অপ্রয়োজনে রাস্তায় বের হলে কড়া ব্যবস্থা নেওয়ার পথেহাঁটতে চলেছে লালবাজার।
কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, মাস্ক না পড়ে রাস্তায় বের হলে কিংবাসামাজিক দূরত্ব না মানলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনও দোকানের সামনে যদিসামাজিক দূরত্ব না মানা হয় তাহলে দোকানদারের বিরুদ্ধেও ব্যবস্থার কথা ঘোষণা করেছেলালবাজার। মাইকিংয়ের মাধ্যমে সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে শহরে। পাশাপাশিবাজারগুলিতে এখনো চলছে কড়া নজরদারি। কারণ সংক্রমনের রাশ টানার পথ শুধুমাত্রসেটাই। এদিকে দিনের বেলায় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য কড়া পদক্ষেপ করারআগে আরও একবার শহরবাসীকে সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশের তরফে বিলি করা হয়েছে প্রচুর মাস্ক।আজও শহরের বেশ কয়েকটি জায়গায় সেই প্রক্রিয়া চালানো হয়।
লালবাজার সূত্রে জানা গেছে, দিনের বেলাতেও কলকাতায় বেশ কয়েকটিজায়গায় আজ নাকা চেকিং চালানো হয়। পাশাপাশি রাতের কলকাতায় সর্বত্রই চালানোহচ্ছে নাকা চেকিং। লালবাজার সূত্রে জানা গেছে রাত 9 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে কারফিউজারি রয়েছে তা কঠোরভাবে মানতে হবে। এইসময় রাস্তায় বের হলে কারণ দর্শাতে হবেপুলিশকে। সদুত্তর না পেলে আইনি পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়েছে লালবাজার।
রাতেরকলকাতায় বিশেষ নাকা চেকিং