কলকাতা, 22 ডিসেম্বর: এবার ফরাসি ভাষা (French) শিখবে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ আর এই কাজে তাদের সাহায্য করবে অ্য়ালিয়ান্স ফ্র্যাঁসো (Alliance Francaise) নামে একটি ফরাসি সংস্থা ৷ এই মর্মে বুধবারই দুই পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে ৷ সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত নগরপাল (2) লক্ষ্মীনারায়ণ মিনা এবং যুগ্ম নগরপাল (আধুনিকীকরণ) শঙ্খশুভ্র চক্রবর্তী ৷ অন্যদিকে, সংশ্লিষ্ট ফরাসি সংস্থার প্রতিনিধি হিসাবে হাজির সংস্থার ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কাজের সুবিধার জন্যই বিদেশি ভাষা (Foreign Languages) শিক্ষার উপর জোর দিচ্ছে কলকাতা পুলিশ ৷ তাদের বক্তব্য, কলকাতা আদতে একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র ৷ দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ এই শহরে আসেন ৷ এইসব অতিথিদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেক সময়েই সমস্যায় পড়তে হয় পুলিশকর্মীদের ৷ শুধুমাত্র ইংরেজি বলাতেই যে সমস্যা থাকে, তাই নয় ৷ কারণ, বহু বিদেশিই ইংরেজি জানেন না ৷ সেক্ষেত্রে, ফরাসি, লাতিন, জার্মান প্রভৃতি ভাষা শেখা থাকলে দরকারের সময় পুলিশকর্মীদের সুবিধা হবে ৷ এই উদ্দেশ্যেই বিদেশি ভাষা শেখার 'ক্লাস' নেবে কলকাতা পুলিশ ৷ প্রাথমিকভাবে শেখা হবে ফরাসি ভাষা ৷ পরবর্তীতে, অন্য়ান্য ভাষা শেখার পালা শুরু হবে ৷
আরও পড়ুন: কতটা সচল সার্জেন্টদের বুকে লাগানো বডি ক্যামেরা ? রিপোর্ট চাইল লালবাজার
উল্লেখ্য, এর আগে কলকাতার প্রাক্তন নগরপাল সৌমেন মিত্র কলকাতা পুলিশের প্রত্যেক কর্মচারীর জন্য 'স্পোকেন ইংলিশ কোর্স' শুরু করিয়েছিলেন ৷ তদন্তের কাজে গিয়ে, বা যেকোনও জায়গায় কর্তব্য পালন করতে গিয়ে পুলিশকর্মীদের যাতে ভাষার কারণে কোনও সমস্যা না হয়, তার জন্যই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি ৷ এবারের প্রচেষ্টা সেই উদ্যোগেরই সম্প্রসারণ বলা যেতে পারে ৷