ETV Bharat / state

বিদেশ থেকে ফিরলেই যেতে হবে কোয়ারেন্টাইনে, নির্দেশ পুলিশ কমিশনারের - coronavirus precautions

পুলিশ কমিশনার অনুজ শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশ থেকে ফিরে এসে বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারান্টাইনে থাকতে হবে । তা না হলে আইন প্রয়োগ করবে পুলিশ ।

image
অনুজ শর্মা
author img

By

Published : Mar 21, 2020, 2:36 AM IST

কলকাতা, 21 মার্চ: দু'জনেই উচ্চশিক্ষিত । শহরে কোরোনা আক্রান্ত দুই যুবকই উচ্চবিত্ত পরিবারের সন্তান । তবে উচ্চশিক্ষিত বা সমাজের উঁচুতলার মানুষ হলেই যে সমাজের প্রতি দায়িত্ববোধ জন্মায় না তা বোঝা গিয়েছে ৷ কোরোনা নিয়ে নাগরিকদের মধ্যে যে সচেতনতা এখনও পর্যন্ত আসেনি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দ্বিতীয় ঘটনাও । অভিযোগ, কোরোনায় আক্রান্ত ওই যুবক সাতদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন । সংস্পর্শে এসেছেন বহু মানুষের । ফলে কলকাতার আতঙ্ক বেড়ে গিয়েছে বহুগুণ । এই ঘটনার পরই কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ । পুলিশ কমিশনার অনুজ শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশ থেকে ফিরে এসে বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে । তা না হলে আইন প্রয়োগ করবে পুলিশ ।

17 মার্চ কলকাতায় প্রথম কোরোনা আক্রান্ত এক যুবকের সন্ধান মেলে । তাকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় । ওই যুবকের মা নবান্নে কর্মরত । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠরত ওই যুবক গত রবিবার লন্ডন থেকে ফেরেন । দমদম বিমানবন্দরে তাঁর থার্মাল স্ক্রিনিং হয়নি । কলকাতায় নামার পর থেকেই ওই যুবক স্ক্রিনিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন । অভিযোগ, মায়ের প্রভাব খাটিয়ে তিনি থার্মাল স্ক্রিনিং এড়িয়ে যেতে সমর্থ হন । বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে বেলেঘাটা ID হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেও কর্ণপাত করেননি ৷ রবিবার ভোরে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা পঞ্চসায়রে নিজের আবাসনে যান ওই যুবক । তারপর দুদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন । শপিংমলের পাশাপাশি রেস্টুরেন্টেও যান । দেখা করেন বেশ কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে । আর এতেই তৈরি হয়েছে আশঙ্কা । বিমানে ওই যুবকের সংস্পর্শে আসা যাত্রীরা, বাড়ির ড্রাইভার সহ প্রত্যেকের দেহে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় । আজ বালিগঞ্জের যে যুবকের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মিলেছে তিনিও একই কাজ করেছেন । লন্ডন থেকে দেশে ফেরার পর কলকাতার বিভিন্ন এলাকায় সাতদিন ধরে ঘুরে বেড়িয়েছেন । যা জানার পর রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সমাজের উচ্চশিক্ষিত মানুষদের এহেন দায়িত্বজ্ঞানহীনতার পরই রাজ্যের তরফের জারি হয় নির্দেশিকা । বলা হয়েছে, বিদেশ থেকে ফিরলে বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ।

এই নির্দেশিকা আসার পর নড়েচড়ে বসে লালবাজার । লালবাজারের এক শীর্ষ কর্তা জানান, পুলিশ কমিশনার অনুজ শর্মার নির্দেশে বিদেশ থেকে ফেরা প্রত্যেকটি মানুষের বিষয়ে তথ্য থাকতে হবে থানার কাছে । তাঁরা যেন বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারেন্টাইনে থাকে তা দেখতে হবে । এর অন্যথা হলে আইন প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার । স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকা কেউ অমান্য করলে তাঁকে জোর করে রাজ‍্যের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে । সমস্ত থানা এবং ডিভিশনাল ডেপুটি কমিশনারদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷ এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় করতে হবে । অর্থাৎ, তাঁদের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে ওয়েস্টবেঙ্গল এপিডেমিক ডিসিজ COVID-19 রেগুলেশন 2020 ।

কলকাতা, 21 মার্চ: দু'জনেই উচ্চশিক্ষিত । শহরে কোরোনা আক্রান্ত দুই যুবকই উচ্চবিত্ত পরিবারের সন্তান । তবে উচ্চশিক্ষিত বা সমাজের উঁচুতলার মানুষ হলেই যে সমাজের প্রতি দায়িত্ববোধ জন্মায় না তা বোঝা গিয়েছে ৷ কোরোনা নিয়ে নাগরিকদের মধ্যে যে সচেতনতা এখনও পর্যন্ত আসেনি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দ্বিতীয় ঘটনাও । অভিযোগ, কোরোনায় আক্রান্ত ওই যুবক সাতদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন । সংস্পর্শে এসেছেন বহু মানুষের । ফলে কলকাতার আতঙ্ক বেড়ে গিয়েছে বহুগুণ । এই ঘটনার পরই কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ । পুলিশ কমিশনার অনুজ শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশ থেকে ফিরে এসে বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে । তা না হলে আইন প্রয়োগ করবে পুলিশ ।

17 মার্চ কলকাতায় প্রথম কোরোনা আক্রান্ত এক যুবকের সন্ধান মেলে । তাকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় । ওই যুবকের মা নবান্নে কর্মরত । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠরত ওই যুবক গত রবিবার লন্ডন থেকে ফেরেন । দমদম বিমানবন্দরে তাঁর থার্মাল স্ক্রিনিং হয়নি । কলকাতায় নামার পর থেকেই ওই যুবক স্ক্রিনিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন । অভিযোগ, মায়ের প্রভাব খাটিয়ে তিনি থার্মাল স্ক্রিনিং এড়িয়ে যেতে সমর্থ হন । বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে বেলেঘাটা ID হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেও কর্ণপাত করেননি ৷ রবিবার ভোরে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা পঞ্চসায়রে নিজের আবাসনে যান ওই যুবক । তারপর দুদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন । শপিংমলের পাশাপাশি রেস্টুরেন্টেও যান । দেখা করেন বেশ কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে । আর এতেই তৈরি হয়েছে আশঙ্কা । বিমানে ওই যুবকের সংস্পর্শে আসা যাত্রীরা, বাড়ির ড্রাইভার সহ প্রত্যেকের দেহে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় । আজ বালিগঞ্জের যে যুবকের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মিলেছে তিনিও একই কাজ করেছেন । লন্ডন থেকে দেশে ফেরার পর কলকাতার বিভিন্ন এলাকায় সাতদিন ধরে ঘুরে বেড়িয়েছেন । যা জানার পর রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সমাজের উচ্চশিক্ষিত মানুষদের এহেন দায়িত্বজ্ঞানহীনতার পরই রাজ্যের তরফের জারি হয় নির্দেশিকা । বলা হয়েছে, বিদেশ থেকে ফিরলে বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ।

এই নির্দেশিকা আসার পর নড়েচড়ে বসে লালবাজার । লালবাজারের এক শীর্ষ কর্তা জানান, পুলিশ কমিশনার অনুজ শর্মার নির্দেশে বিদেশ থেকে ফেরা প্রত্যেকটি মানুষের বিষয়ে তথ্য থাকতে হবে থানার কাছে । তাঁরা যেন বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারেন্টাইনে থাকে তা দেখতে হবে । এর অন্যথা হলে আইন প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার । স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকা কেউ অমান্য করলে তাঁকে জোর করে রাজ‍্যের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে । সমস্ত থানা এবং ডিভিশনাল ডেপুটি কমিশনারদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷ এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় করতে হবে । অর্থাৎ, তাঁদের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে ওয়েস্টবেঙ্গল এপিডেমিক ডিসিজ COVID-19 রেগুলেশন 2020 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.