ETV Bharat / state

kolkata police starts online fine facility : ট্রাফিক সংক্রান্ত সমস্ত মামলা এবং জরিমানা এবার অনলাইনে - kolkata police wants to start online fine for reckless driving and others

গাড়ির বেপরোয়া গতি রুখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় বসছে স্পিডো মিটার । বসানো হবে সিসি ক্যামেরাও । ট্রাফিক সংক্রান্ত মামলা এবং জরিমানা সব কিছুই এবার হবে অনলাইনে (kolkata police starts online fine facility)।

kolkata police
ট্রাফিক সংক্রান্ত মামলা -জরিমানা অনলাইনে
author img

By

Published : Feb 12, 2022, 1:39 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: বরাবরই অভিযোগ ছিল বেপরোয়া গতির । এবার গতির বলি কমাতে স্পিডো মিটার ও সিসি ক্যামেরা বসছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় । বেপরোয়া গাড়ির গতিতে রাশ টানতে এই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার (kolkata police commissioner) বিনীত গোয়েল। পাশাপাশি মামলা এবং জরিমানা সবই হবে অনলাইনে (kolkata police starts online fine facility) ৷

রাতের শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে । এই দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ কলকাতা পুলিশের। শুধু বেপরোয়া গাড়ির গতি নয়, রাতের শহরে অপরাধমূলক ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্তের তথ্যপ্রমাণ জোগাড় করতে হিমশিম খেতে হয় পুলিশকে । এই প্রসঙ্গে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ট্রাফিক সংক্রান্ত মামলা অনলাইনে হলে মামলার স্বচ্ছতা বজায় থাকবে (kolkata Police) । অনলাইনে মামলা হলে গাড়ির সমস্ত তথ্য অনায়াসে পাওয়া যাবে ।

আরও পড়ুন: ACJM Show Cause : ছাপানো কাগজে বেআইনি জামিন, আলিপুর আদালতের বিচারককে শোকজ করল হাইকোর্ট

গত 14 জানুয়ারি রাতের শহরে বেপরোয়া গতির বলি হয়েছিলেন জোড়াবাগান ট্রাফিক গার্ডের কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ নাসির । জোড়াসাঁকো ক্রসিংয়ের কাছে যখন তিনি ডিউটি করছিলেন । সেই সময় একটি ট্রাক এসে তাঁকে পিষে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই গত 7 ফেব্রুয়ারি আবারও বেপরোয়া গতির বলি হন তিলজলা ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিনজ । বাসন্তী হাইওয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে পিষে দেয় ওই সার্জেন্টকে । একের পর এক দুর্ঘটনার জেরে এবার নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । দুর্ঘটনা রুখতে নজরদারি চলবে । সেইসঙ্গে জরিমানা প্রক্রিয়াকরণ হবে অনলাইনে ।

কলকাতা, 12 ফেব্রুয়ারি: বরাবরই অভিযোগ ছিল বেপরোয়া গতির । এবার গতির বলি কমাতে স্পিডো মিটার ও সিসি ক্যামেরা বসছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় । বেপরোয়া গাড়ির গতিতে রাশ টানতে এই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার (kolkata police commissioner) বিনীত গোয়েল। পাশাপাশি মামলা এবং জরিমানা সবই হবে অনলাইনে (kolkata police starts online fine facility) ৷

রাতের শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে । এই দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ কলকাতা পুলিশের। শুধু বেপরোয়া গাড়ির গতি নয়, রাতের শহরে অপরাধমূলক ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্তের তথ্যপ্রমাণ জোগাড় করতে হিমশিম খেতে হয় পুলিশকে । এই প্রসঙ্গে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ট্রাফিক সংক্রান্ত মামলা অনলাইনে হলে মামলার স্বচ্ছতা বজায় থাকবে (kolkata Police) । অনলাইনে মামলা হলে গাড়ির সমস্ত তথ্য অনায়াসে পাওয়া যাবে ।

আরও পড়ুন: ACJM Show Cause : ছাপানো কাগজে বেআইনি জামিন, আলিপুর আদালতের বিচারককে শোকজ করল হাইকোর্ট

গত 14 জানুয়ারি রাতের শহরে বেপরোয়া গতির বলি হয়েছিলেন জোড়াবাগান ট্রাফিক গার্ডের কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ নাসির । জোড়াসাঁকো ক্রসিংয়ের কাছে যখন তিনি ডিউটি করছিলেন । সেই সময় একটি ট্রাক এসে তাঁকে পিষে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই গত 7 ফেব্রুয়ারি আবারও বেপরোয়া গতির বলি হন তিলজলা ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিনজ । বাসন্তী হাইওয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে পিষে দেয় ওই সার্জেন্টকে । একের পর এক দুর্ঘটনার জেরে এবার নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । দুর্ঘটনা রুখতে নজরদারি চলবে । সেইসঙ্গে জরিমানা প্রক্রিয়াকরণ হবে অনলাইনে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.