ETV Bharat / state

Kolkata Police New Recruitment: কাশীপুর-ভাঙড়ের 8টি থানাকে ঢেলে সাজাতে বাহিনী নিয়োগ কলকাতা পুলিশের - attached recently

কলকাতা পুলিশের অধীনে এসেছে ভাঙড়ের মোট আটটি থানা। এই থানা গুলিকে ঢেলে সাজাতে বাহিনী নিয়োগ করতে চলেছে লালবাজার ৷

Etv Bharat
কলকাতা পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 8:17 AM IST

Updated : Sep 20, 2023, 9:14 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: সদ্য ভাঙড়ের আটটি থানা কলকাতা পুলিশের অধীনে এসেছে। কিন্তু লালবাজারের অধীনস্থ বাকি থানাগুলির ক্রাইম রেকর্ড থেকে শুরু করে নেচার অফ ক্রাইম বা অপরাধের ধরনের সঙ্গে ফারাক রয়েছে ভাঙড় কাশীপুর-সহ 8টি থানার অপরাধের। ফলে এবার থানাগুলিকে ঢেলে সাজাতে বাহিনী নিয়োগ করার ভাবনা লালবাজারের।
কর্মী কম থাকায় থানা চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন কলকাতা পুলিশের অধিকাংশ ওসি। আর এরই মধ্যে নতুন করে আটটি থানার দায়িত্ব এসে পড়েছে ৷ কলকাতা পুলিশের হাতে বর্তমানে কত ফোর্স রয়েছে এবং আপৎকালীন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে গেলে কতটা ফোর্স প্রয়োজন হবে তা জানাতে একটি সমীক্ষা চালান কলকাতা পুলিশের পদমর্যাদার এক পুলিশ আধিকারিকরা। সেই পরিসখ্যানেই পুলিশ ঘাটতির বিষয়টি ধরা পড়েছে ৷ লালবাজার সুত্রের খবর, কলকাতা পুলিশের হাতে এখনও প্রায় 10 হাজার বাহিনী এলে সাময়িকভাবে বড় আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়া যাবে। এমনই আবহে এবার ভাঙড়, কাশীপুরের মোট আটটি থানার বাহিনী নিয়োগ করতে চলেছে লালবাজার ।

আরও পড়ুন: ভাঙড়ের নতুন 'রাফ রেজিস্টার' বানিয়ে করে অপরাধীদের তালিকা তৈরি লালবাজারে

ভাঙড়, কাশীপুর-সহ মোট অতিরিক্ত যে আটটি থানা ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত হয়েছে ৷ সেখানে বর্তমানে রাজ্য পুলিশের পুলিশ কর্মীরা কর্মরত অবস্থায় রয়েছেন ৷ এই প্রসঙ্গেই নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলের দায়িত্বে থাকা এক যুগ্ম নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "কলকাতা পুলিশের একাধিক ইউনিট এবং ডিপার্টমেন্ট রয়েছে ৷ তাদের সেভাবে দৈনন্দিন ডিউটি থাকে না। কার্যত এক প্রকার রিজার্ভ ফোর্সই বলা চলে। তাদেরকেও ভাঙড়, কাশীপুরের আটটি থানার দায়িত্বে রাখার চিন্তাভাবনা হচ্ছে ।"

কলকাতা, 19 সেপ্টেম্বর: সদ্য ভাঙড়ের আটটি থানা কলকাতা পুলিশের অধীনে এসেছে। কিন্তু লালবাজারের অধীনস্থ বাকি থানাগুলির ক্রাইম রেকর্ড থেকে শুরু করে নেচার অফ ক্রাইম বা অপরাধের ধরনের সঙ্গে ফারাক রয়েছে ভাঙড় কাশীপুর-সহ 8টি থানার অপরাধের। ফলে এবার থানাগুলিকে ঢেলে সাজাতে বাহিনী নিয়োগ করার ভাবনা লালবাজারের।
কর্মী কম থাকায় থানা চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন কলকাতা পুলিশের অধিকাংশ ওসি। আর এরই মধ্যে নতুন করে আটটি থানার দায়িত্ব এসে পড়েছে ৷ কলকাতা পুলিশের হাতে বর্তমানে কত ফোর্স রয়েছে এবং আপৎকালীন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে গেলে কতটা ফোর্স প্রয়োজন হবে তা জানাতে একটি সমীক্ষা চালান কলকাতা পুলিশের পদমর্যাদার এক পুলিশ আধিকারিকরা। সেই পরিসখ্যানেই পুলিশ ঘাটতির বিষয়টি ধরা পড়েছে ৷ লালবাজার সুত্রের খবর, কলকাতা পুলিশের হাতে এখনও প্রায় 10 হাজার বাহিনী এলে সাময়িকভাবে বড় আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়া যাবে। এমনই আবহে এবার ভাঙড়, কাশীপুরের মোট আটটি থানার বাহিনী নিয়োগ করতে চলেছে লালবাজার ।

আরও পড়ুন: ভাঙড়ের নতুন 'রাফ রেজিস্টার' বানিয়ে করে অপরাধীদের তালিকা তৈরি লালবাজারে

ভাঙড়, কাশীপুর-সহ মোট অতিরিক্ত যে আটটি থানা ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত হয়েছে ৷ সেখানে বর্তমানে রাজ্য পুলিশের পুলিশ কর্মীরা কর্মরত অবস্থায় রয়েছেন ৷ এই প্রসঙ্গেই নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলের দায়িত্বে থাকা এক যুগ্ম নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "কলকাতা পুলিশের একাধিক ইউনিট এবং ডিপার্টমেন্ট রয়েছে ৷ তাদের সেভাবে দৈনন্দিন ডিউটি থাকে না। কার্যত এক প্রকার রিজার্ভ ফোর্সই বলা চলে। তাদেরকেও ভাঙড়, কাশীপুরের আটটি থানার দায়িত্বে রাখার চিন্তাভাবনা হচ্ছে ।"

Last Updated : Sep 20, 2023, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.