ETV Bharat / state

Kolkata Police: অত্যাধুনিক ক্যামেরা দিয়ে এবার গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ - কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ

কলকাতার রাস্তায় অপ্রয়োজনীয় ভাবে গাড়ির হর্নের উপর নিয়ন্ত্রণ করতে চায় লালবাজার ৷ তাই কলকাতার পথে এবার বসবে অ্যাকুয়াস্টিক ক্যামেরা (Acoustic Camera) । যা দিয়ে গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷

Kolkata police to install acoustic cameras to detect noise pollution caused by car horns
Kolkata Police: অত্যাধুনিক ক্যামেরা দিয়ে এবার গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ
author img

By

Published : Oct 31, 2022, 7:49 PM IST

কলকাতা, 28 অক্টোবর: কলকাতার রাস্তায় অপ্রয়োজনীয় ভাবে গাড়ির হর্নের উপর নিয়ন্ত্রণ করতে কলকাতা পুলিশের ট্রাফিক (Kolkata Traffic Police) বিভাগকে সাহায্য করবে অ্যাকুয়াস্টিক ক্যামেরা । কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রের খবর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, এসএসকেএম এবং কলেজ স্ট্রিট এলাকায় পরীক্ষামূলকভাবে খুব শিগগিরই এই ক্যামেরাগুলি ইনস্টলেশনের ব্যবস্থা করা হবে ।

দক্ষিণ কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল এবং কলেজ স্ট্রিটের একাংশ নো হর্ন বা সাইলেন্স জোনের আওতায় পড়ে । লালবাজার সূত্রের খবর, এবার এই সকল রেস্ট্রিকটেড জায়গায় অপ্রয়োজনীয় ভাবে তারস্বরে গাড়ির হর্ন বাজালে একাধিক গাড়ির মধ্যে থাকা অভিযুক্ত গাড়িকে চিহ্নিত করতে পুলিশকে সাহায্য করবে এই বিশেষ প্রযুক্তিযুক্ত অ্যাকুয়াস্টিক ক্যামেরাগুলি (Acoustic Camera) ।

অত্যাধুনিক ক্যামেরা দিয়ে এবার গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ

কিন্তু কীভাবে কাজ করবে এই অত্যন্ত সুদক্ষ ক্যামেরাগুলি ?

জানা গিয়েছে, ওজন অত্যন্ত হালকা এই ক্যামেরার । একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি যখন একসঙ্গে হর্ন বাজাবে, সেখান থেকে যেই গাড়ির হর্ন 75 ডেসিবেলের উপর বাজবে, সেই গাড়িটিকে অতি সহজেই চিহ্নিত করবে এই ক্যামেরাগুলি । এতে পুলিশের সঙ্গে গাড়িচালকদের বাক-বিতণ্ডা কম হবে এবং অতি সহজেই গাড়িগুলিকে চিহ্নিত করে অনলাইনের মাধ্যমে জরিমানা করা সম্ভব হবে ।

লালবাজার সূত্রের খবর, এই একেকটি ক্যামেরার দাম 14 লক্ষ টাকা করে । ইতিমধ্যেই এই ক্যামেরাগুলি কেনার কাজ শুরু করে দিয়েছে লালবাজার (Lalbazar) । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সুনীল কুমার বলেন, ‘‘আমাদের লক্ষ্য হল হাসপাতাল, স্কুল জোন এবং সবথেকে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে শব্দ দূষণের মাত্রা কমানো ।’’

আরও পড়ুন: দেশের মধ্যে প্রথম কলকাতায় পিচের রাস্তায় ট্রাফিক সিগন্যাল, উপর দিয়ে ছুটছে গাড়ি

কলকাতা, 28 অক্টোবর: কলকাতার রাস্তায় অপ্রয়োজনীয় ভাবে গাড়ির হর্নের উপর নিয়ন্ত্রণ করতে কলকাতা পুলিশের ট্রাফিক (Kolkata Traffic Police) বিভাগকে সাহায্য করবে অ্যাকুয়াস্টিক ক্যামেরা । কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রের খবর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, এসএসকেএম এবং কলেজ স্ট্রিট এলাকায় পরীক্ষামূলকভাবে খুব শিগগিরই এই ক্যামেরাগুলি ইনস্টলেশনের ব্যবস্থা করা হবে ।

দক্ষিণ কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল এবং কলেজ স্ট্রিটের একাংশ নো হর্ন বা সাইলেন্স জোনের আওতায় পড়ে । লালবাজার সূত্রের খবর, এবার এই সকল রেস্ট্রিকটেড জায়গায় অপ্রয়োজনীয় ভাবে তারস্বরে গাড়ির হর্ন বাজালে একাধিক গাড়ির মধ্যে থাকা অভিযুক্ত গাড়িকে চিহ্নিত করতে পুলিশকে সাহায্য করবে এই বিশেষ প্রযুক্তিযুক্ত অ্যাকুয়াস্টিক ক্যামেরাগুলি (Acoustic Camera) ।

অত্যাধুনিক ক্যামেরা দিয়ে এবার গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ

কিন্তু কীভাবে কাজ করবে এই অত্যন্ত সুদক্ষ ক্যামেরাগুলি ?

জানা গিয়েছে, ওজন অত্যন্ত হালকা এই ক্যামেরার । একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি যখন একসঙ্গে হর্ন বাজাবে, সেখান থেকে যেই গাড়ির হর্ন 75 ডেসিবেলের উপর বাজবে, সেই গাড়িটিকে অতি সহজেই চিহ্নিত করবে এই ক্যামেরাগুলি । এতে পুলিশের সঙ্গে গাড়িচালকদের বাক-বিতণ্ডা কম হবে এবং অতি সহজেই গাড়িগুলিকে চিহ্নিত করে অনলাইনের মাধ্যমে জরিমানা করা সম্ভব হবে ।

লালবাজার সূত্রের খবর, এই একেকটি ক্যামেরার দাম 14 লক্ষ টাকা করে । ইতিমধ্যেই এই ক্যামেরাগুলি কেনার কাজ শুরু করে দিয়েছে লালবাজার (Lalbazar) । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সুনীল কুমার বলেন, ‘‘আমাদের লক্ষ্য হল হাসপাতাল, স্কুল জোন এবং সবথেকে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে শব্দ দূষণের মাত্রা কমানো ।’’

আরও পড়ুন: দেশের মধ্যে প্রথম কলকাতায় পিচের রাস্তায় ট্রাফিক সিগন্যাল, উপর দিয়ে ছুটছে গাড়ি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.