কলকাতা, 28 মে : ভয়াবহতা এতটাই ছিল যে, ভেঙে পড়া গাছগুলি সরানো পুলিশের একার পক্ষে সম্ভব হয়নি । তাই পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে ট্র্যাফিক পুলিশকেও পথে নামানো হয় । কিন্তু তাতেও সামাল দেওয়া যায়নি অবস্থা । আর তারপরেই রাজ্য সরকারের তরফে ইস্টার্ন কমান্ডের কাছে সাহায্য চাওয়া হয়। পুলিশের পাশাপাশি সেনা, NDRF, SDRF -এর নিরলস পরিশ্রমে কলকাতায় এখন অনেকটাই স্বাভাবিক । এই নিরলস পরিশ্রমের জন্য গতকাল সেনা ও NDRF-কে ধন্যবাদ জানায় লালবাজার ।
আমফানে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে শহর কলকাতা । বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল শহরের বহু অংশ । ধ্বংসের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে দ্রুত সবকিছু স্বাভাবিক করা সম্ভব হয়নি । মানুষের ক্ষোভ বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর সাহায্য চায় সরকার । সাহায্য নেওয়া হয় NDRF, SDRF- এর । পাশাপাশি রেল ও বন্দর কর্তৃপক্ষের কাছেও সাহায্য চাওয়া হয় । সব মিলিয়ে আমফানের 8 দিন পরেও শহর ফিরে পায়নি স্বাভাবিক ছন্দ । কলকাতার অনেক এলাকায় এখনও পর্যন্ত বিদ্যুৎ আসেনি । গতকাল মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, CESC র প্রায় 30 হাজার গ্রাহক এখনও পর্যন্ত বিদ্যুৎহীন । তবে, পুরোপুরি না হলেও আগের থেকে পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে ।
কলকাতার সামান্য হলেও যেটুকু জায়গায় স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে তাতে সেনাবাহিনী এবং NDRF-এর ভূমিকা অনস্বীকার্য । সেনাবাহিনীর পাঁচটি কলাম( এক কলামে থাকেন 35 জওয়ান) যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে । তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় সেনা ও NDRF-কে । সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক ।