কলকাতা, 15 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । রাস্তার অযথা বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে । সচেতন থাকতে বলা হচ্ছে । বারবার হাত ধোওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছে । এখন থেকে রাস্তায় বের হলে মাস্ক পরতেই হবে । গত রবিবার এই নির্দেশিকা জারি হয়েছে নবান্নের তরফে । মাস্ক না থাকলেও গামছা, রুমাল জাতীয় জিনিসও ব্যবহার করা যাবে । অর্থাৎ ঢাকা রাখতে হবে নাক, মুখ । কিন্তু সেই নির্দেশিকা অনেকেই মানছেন না । নির্দেশিকা না মানায় গতকাল বিকেল পর্যন্ত 130 জনকে "শাস্তি" দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । তাঁদের গন্তব্যে যেতে দেওয়া হয়নি।
কোরোনা সংক্রমণ রুখতে একাধিক রাজ্যে প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । তার মধ্যে রয়েছে তেলাঙ্গানা, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো রাজ্য । সেইসব রাজ্যের নির্দেশিকা একেবারে পরিষ্কার । নিয়ম না মানলে মোটা অঙ্কের টাকা জরিমানার কথা বলা হয়েছে । সঙ্গে জেল হওয়ারও সম্ভাবনা । পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য স্পষ্ট করে নির্দেশিকায় শাস্তির কথা কিছু জানাননি মুখ্যসচিব । তবে নবান্নের তরফে বলা হয়েছে, নির্দেশিকা অমান্য করে মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । কলকাতা পুলিশ প্রথমেই গ্রেপ্তারির পথে না হেঁটে অন্যরকম ব্যবস্থা নিয়েছে ।
গতকাল বিকেল পর্যন্ত 130 জনকে গন্তব্যে যেতে দেওয়া হয়নি । তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে । লালবাজার সূত্রের খবর, আগামী দিনে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে । লালবাজারের তরফে অনুরোধ করা হয়েছে, প্রয়োজনে রাস্তায় বের হলে মাস্ক পরতে হবে ।