ETV Bharat / state

Security in Park Street: বড়দিনে হতে পারে 10 লক্ষ মানুষের জমায়েত, বাড়তি সতর্কতা পার্ক স্ট্রিটে - বড়দিন 2022

বড়দিনে (Christmas 2022) পার্ক স্ট্রিটে (Security in Park Street) 10 লক্ষ মানুষের জমায়েত হতে পারে ৷ এমনই পূর্বাভাস পেয়ে বাড়তি সতর্কতা নিল কলকাতা পুলিশ (Kolkata Police)৷

Christmas 2022
বড়দিনে সাজো সাজো রব অ্যালেন পার্কে
author img

By

Published : Dec 23, 2022, 5:23 PM IST

Updated : Dec 23, 2022, 6:47 PM IST

বড়দিনে বাড়তি সতর্কতা পার্ক স্ট্রিটে

কলকাতা, 23 ডিসেম্বর: বড়দিন (Christmas 2022) উপলক্ষে গতকাল পার্ক স্ট্রিটে (Security in Park Street) প্রায় চার লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন । লালবাজার (Kolkata Police) সূত্রে খবর, সেই ভিড় এ বার দ্বিগুণেরও বেশি হতে চলেছে । পার্ক স্ট্রিটে বড়দিনকে কেন্দ্র করে প্রায় 10 লক্ষ মানুষ ভিড় জমাতে চলেছে বলে আগাম খবর রয়েছে লালবাজারের কাছে । আর এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে এ বার পার্ক স্ট্রিট চত্বরে বাড়তি নজরদারির ব্যবস্থা করল কলকাতা পুলিশ ৷ প্রায় পাঁচ থেকে সাত হাজার পুলিশকর্মী শুধুমাত্র পার্ক স্ট্রিটের জন্য বরাদ্দ থাকতে পারেন বলে লাল বাজার সূত্রের খবর । যদিও কলকাতা পুলিশের অপর একটি সূত্রের দাবি, বড়দিনে সন্ধ্যার পর থেকে বোঝা সম্ভব হবে ঠিক কত পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হবে ।

বড়দিনকে ঘিরে পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়ে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ । সেখানে তৈরি রয়েছে 11টি ওয়াচ টাওয়ার । পাশাপাশি পার্ক স্ট্রিটের আনাচে-কানাচে থাকছে কুইক রেসপন্স টিম এবং মহিলা সুরক্ষায় থাকছে কলকাতা পুলিশের বিশেষ প্রমিলা বাহিনী উইনার টিম । এছাড়াও বড়দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চত্বরজুড়ে রাখা হবে কলকাতা পুলিশের স্নিফার ডগকে । পার্ক স্ট্রিট ক্রসিং এবং মল্লিক বাজার ক্রসিং - এই দুই জায়গাতেই মোতায়েন থাকবে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড বা এইচআরএফএস-এর একাধিক গাড়ি । কোনও রকমের অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ এই বাহিনীর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সিদ্ধহস্ত ।

আরও পড়ুন: ক্রিসমাসের দিন যাত্রীদের সুরক্ষায় বাড়ানো হচ্ছে মেট্রোয় নিরাপত্তা

এছাড়াও একাধিক উঁচু আবাসনে রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা । শুধু পার্ক স্ট্রিট চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন 11 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক এবং একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদায় পুলিশ আধিকারিক । বিকেল চারটে থেকেই পার্ক স্ট্রিট চত্বরে দেখা যাবে পুলিশকে ।

Christmas 2022
বড়দিন উপলক্ষে সতর্কতা পুলিশের

বড়দিনকে কেন্দ্র করে যদি পার্ক স্ট্রিটে এই প্রকারের রেকর্ড সংখ্যক মানুষ ভিড় জমাতে শুরু করেন, তাহলে তার প্রভাব শহরের যান চলাচল ব্যবস্থার উপরেও অনেকটাই পড়বে । তার জন্য তৈরি রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগও । বড়দিনে শহরের রাস্তায় কলকাতা পুলিশের ডিসি ট্রাফিকের নেতৃত্বে একাধিক ট্রাফিক পুলিশ আধিকারিকরা রাস্তায় থাকবেন । ট্রাফিকের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগর পাল (ট্রাফিক) সন্তোষ পান্ডে । ট্রাফিক বিভাগ সূত্রের খবর, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে । কত সংখ্যক মানুষের ভিড় হচ্ছে, তার উপরে রাস্তা খোলা এবং বন্ধ ও ঘুরপথে যান চলাচল ব্যবস্থার চালানোর আপৎকালীন সিদ্ধান্ত নেবে লালবাজার ।

বড়দিনে বাড়তি সতর্কতা পার্ক স্ট্রিটে

কলকাতা, 23 ডিসেম্বর: বড়দিন (Christmas 2022) উপলক্ষে গতকাল পার্ক স্ট্রিটে (Security in Park Street) প্রায় চার লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন । লালবাজার (Kolkata Police) সূত্রে খবর, সেই ভিড় এ বার দ্বিগুণেরও বেশি হতে চলেছে । পার্ক স্ট্রিটে বড়দিনকে কেন্দ্র করে প্রায় 10 লক্ষ মানুষ ভিড় জমাতে চলেছে বলে আগাম খবর রয়েছে লালবাজারের কাছে । আর এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে এ বার পার্ক স্ট্রিট চত্বরে বাড়তি নজরদারির ব্যবস্থা করল কলকাতা পুলিশ ৷ প্রায় পাঁচ থেকে সাত হাজার পুলিশকর্মী শুধুমাত্র পার্ক স্ট্রিটের জন্য বরাদ্দ থাকতে পারেন বলে লাল বাজার সূত্রের খবর । যদিও কলকাতা পুলিশের অপর একটি সূত্রের দাবি, বড়দিনে সন্ধ্যার পর থেকে বোঝা সম্ভব হবে ঠিক কত পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হবে ।

বড়দিনকে ঘিরে পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়ে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ । সেখানে তৈরি রয়েছে 11টি ওয়াচ টাওয়ার । পাশাপাশি পার্ক স্ট্রিটের আনাচে-কানাচে থাকছে কুইক রেসপন্স টিম এবং মহিলা সুরক্ষায় থাকছে কলকাতা পুলিশের বিশেষ প্রমিলা বাহিনী উইনার টিম । এছাড়াও বড়দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চত্বরজুড়ে রাখা হবে কলকাতা পুলিশের স্নিফার ডগকে । পার্ক স্ট্রিট ক্রসিং এবং মল্লিক বাজার ক্রসিং - এই দুই জায়গাতেই মোতায়েন থাকবে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড বা এইচআরএফএস-এর একাধিক গাড়ি । কোনও রকমের অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ এই বাহিনীর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সিদ্ধহস্ত ।

আরও পড়ুন: ক্রিসমাসের দিন যাত্রীদের সুরক্ষায় বাড়ানো হচ্ছে মেট্রোয় নিরাপত্তা

এছাড়াও একাধিক উঁচু আবাসনে রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা । শুধু পার্ক স্ট্রিট চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন 11 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক এবং একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদায় পুলিশ আধিকারিক । বিকেল চারটে থেকেই পার্ক স্ট্রিট চত্বরে দেখা যাবে পুলিশকে ।

Christmas 2022
বড়দিন উপলক্ষে সতর্কতা পুলিশের

বড়দিনকে কেন্দ্র করে যদি পার্ক স্ট্রিটে এই প্রকারের রেকর্ড সংখ্যক মানুষ ভিড় জমাতে শুরু করেন, তাহলে তার প্রভাব শহরের যান চলাচল ব্যবস্থার উপরেও অনেকটাই পড়বে । তার জন্য তৈরি রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগও । বড়দিনে শহরের রাস্তায় কলকাতা পুলিশের ডিসি ট্রাফিকের নেতৃত্বে একাধিক ট্রাফিক পুলিশ আধিকারিকরা রাস্তায় থাকবেন । ট্রাফিকের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগর পাল (ট্রাফিক) সন্তোষ পান্ডে । ট্রাফিক বিভাগ সূত্রের খবর, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে । কত সংখ্যক মানুষের ভিড় হচ্ছে, তার উপরে রাস্তা খোলা এবং বন্ধ ও ঘুরপথে যান চলাচল ব্যবস্থার চালানোর আপৎকালীন সিদ্ধান্ত নেবে লালবাজার ।

Last Updated : Dec 23, 2022, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.