ETV Bharat / state

ICC World Cup 2023: টিকিটের কালোবাজারি ! জিজ্ঞাসাবাদের জন্য ময়দান থানায় তলব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে - স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব ময়দান থানার পুলিশের

টিকিট কালোবাজারি কাণ্ডে এবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব ময়দান থানার পুলিশের ৷ এর আগে এই ঘটনায় তাঁর লিখিত বক্তব্য জানতে চাওয়া হয়েছিল ৷ এবার তলব করা হল ৷ তবে তিনি না এসে তাঁর কোনও প্রতিনিধিকেও থানায় পাঠাতে পারেন বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব ময়দান থানার পুলিশের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 2:05 PM IST

Updated : Nov 3, 2023, 3:36 PM IST

কলকাতা, 3 নভেম্বর: টিকিটের কালোবাজারি সম্পর্কে জানতে এবার সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব করল ময়দান থানার পুলিশ । ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ক্রিকেট ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারির অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনাতেই সিএবির প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তণ অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব করা হল ৷ এর আগে এই বিষয়ে স্নেহাশিসের কাছ থেকে লিখিত তথ্য চেয়েছিল লালবাজার ।

ঘটনা প্রসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি ৷ কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে ৷ পাশাপাশি সিএবির প্রেসিডেন্ট যেহেতু স্নেহাশিস, তাই সিএবিকে আমরা 164 এ ধারায় নোটিশ দেওয়া হয়েছে ৷ স্নেহাশিস বা তাঁর কোন প্রতিনিধি থানায় এসে যোগাযোগ করতে পারেন এমনটাই বলা হয়েছে ওই নোটিশে ।"

সূত্রের খবর, সিএবির আধিকারিকদের থেকে কলকাতা পুলিশের আধিকারিকরা জানতে চান যে টিকিটের কালোবাজারি সম্পর্কে তাঁদের কাছে আগাম কোনও খবর ছিল কি না ৷ যদি টিকিটের কালোবাজারি সম্পর্কে তাঁদের আগাম খবর থেকে থাকত, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন না কেন?।

তদন্তে নেমে ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে লালবাজার। ইডেনে বিশ্বকাপের টিকিট এক লহমায় কারা অনলাইন থেকে তুলে নিল এবং কীভাবে তার কালোবাজারি চলছে সেই সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
পাশাপাশি বৃহস্পতিবারের মতো শুক্রবারও সকাল থেকে ইডেন গার্ডেন্স চত্বরে টিকিট বিক্রেতাদের সঙ্গে খেলাপ্রেমী মানুষদের বাদানুবাদ শুরু হয়ে যায় বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ।

এদিন সকাল থেকেই ইডেন গার্ডেন্স চত্বরে দেখা যায় ময়দান থানা এবং পার্শ্ববর্তী থানার ওসি-সহ উচ্চপদস্থ আধিকারিকদের। সাধারণ মানুষের অভিযোগ, বেশ কিছু অসাধু ব্যক্তি অনলাইনে টিকিট বুকিং করে সেই টিকিট কালোবাজারে দেদার বিক্রি করছেন। প্রায় আড়াই হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি করা হচ্ছে 11 থেকে 15 হাজার টাকায়। কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল লালবাজারে সাংবাদিক বৈঠকে বলেছেন, ঘটনার তদন্ত চলছে ৷ পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করা হচ্ছে ৷ কী করে এত টিকিট বাইরে এল এবং কারা এই টিকিটের কালোবাজারি সঙ্গে যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: 'টিকিট বাজারে বেরিয়ে গেলে কিছু করার থাকে না', কালোবাজারি কাণ্ডে সিএবি'র হয়ে ব্যাটিং সৌরভের

কলকাতা, 3 নভেম্বর: টিকিটের কালোবাজারি সম্পর্কে জানতে এবার সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব করল ময়দান থানার পুলিশ । ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ক্রিকেট ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারির অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনাতেই সিএবির প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তণ অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে তলব করা হল ৷ এর আগে এই বিষয়ে স্নেহাশিসের কাছ থেকে লিখিত তথ্য চেয়েছিল লালবাজার ।

ঘটনা প্রসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি ৷ কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে ৷ পাশাপাশি সিএবির প্রেসিডেন্ট যেহেতু স্নেহাশিস, তাই সিএবিকে আমরা 164 এ ধারায় নোটিশ দেওয়া হয়েছে ৷ স্নেহাশিস বা তাঁর কোন প্রতিনিধি থানায় এসে যোগাযোগ করতে পারেন এমনটাই বলা হয়েছে ওই নোটিশে ।"

সূত্রের খবর, সিএবির আধিকারিকদের থেকে কলকাতা পুলিশের আধিকারিকরা জানতে চান যে টিকিটের কালোবাজারি সম্পর্কে তাঁদের কাছে আগাম কোনও খবর ছিল কি না ৷ যদি টিকিটের কালোবাজারি সম্পর্কে তাঁদের আগাম খবর থেকে থাকত, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন না কেন?।

তদন্তে নেমে ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে লালবাজার। ইডেনে বিশ্বকাপের টিকিট এক লহমায় কারা অনলাইন থেকে তুলে নিল এবং কীভাবে তার কালোবাজারি চলছে সেই সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
পাশাপাশি বৃহস্পতিবারের মতো শুক্রবারও সকাল থেকে ইডেন গার্ডেন্স চত্বরে টিকিট বিক্রেতাদের সঙ্গে খেলাপ্রেমী মানুষদের বাদানুবাদ শুরু হয়ে যায় বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ।

এদিন সকাল থেকেই ইডেন গার্ডেন্স চত্বরে দেখা যায় ময়দান থানা এবং পার্শ্ববর্তী থানার ওসি-সহ উচ্চপদস্থ আধিকারিকদের। সাধারণ মানুষের অভিযোগ, বেশ কিছু অসাধু ব্যক্তি অনলাইনে টিকিট বুকিং করে সেই টিকিট কালোবাজারে দেদার বিক্রি করছেন। প্রায় আড়াই হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি করা হচ্ছে 11 থেকে 15 হাজার টাকায়। কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল লালবাজারে সাংবাদিক বৈঠকে বলেছেন, ঘটনার তদন্ত চলছে ৷ পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করা হচ্ছে ৷ কী করে এত টিকিট বাইরে এল এবং কারা এই টিকিটের কালোবাজারি সঙ্গে যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: 'টিকিট বাজারে বেরিয়ে গেলে কিছু করার থাকে না', কালোবাজারি কাণ্ডে সিএবি'র হয়ে ব্যাটিং সৌরভের

Last Updated : Nov 3, 2023, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.