ETV Bharat / state

মাদক মামলায় এবার অনুপম ও শঙ্কুদেবকে নোটিস - শঙ্কুদেব পণ্ডাকে নোটিস লালবাজারের

মামলায় একাধিকবার অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডার নাম এসেছে । যদিও পামেলা গোস্বামীর যাবতীয় অভিযোগ রাকেশ সিংয়ের বিরুদ্ধে । তবে যেহেতু অভিযুক্ত পামেলা গোস্বামীর কাছ থেকে অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডার নাম পেয়েছেন গোয়েন্দারা, ফলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা ।

পামেলা গোস্বামী
পামেলা গোস্বামী
author img

By

Published : Feb 26, 2021, 4:19 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামীর থেকে উদ্ধার হওয়া মাদক সংক্রান্ত মামলায় এবার বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডাকে নোটিস পাঠাল লালবাজার । যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা যেন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এমনটাই বলা হয়েছে নোটিস মারফত ।

আলিপুর আদালতে মামলা চলাকালীন একাধিকবার তাঁর কাছ থেকে অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডার নাম এসেছে । ফলে সেই সুবাদেই রাকেশ সিংয়ের সঙ্গে তাঁদের মাদক কাণ্ডে কি যোগ রয়েছে, তা জানার জন্যই এই দুই নেতাকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর লালবাজার সূত্রের খবর ।

শুক্রবার সকালে তাঁদের নোটিস পাঠানো হয়েছে । যদিও এই বিষয়ে অনুপম হাজরা বা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে যোগাযোগ করা যায়নি । তবে পুলিশ সূত্রে খবর, পামেলা গোস্বামী সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় বিজেপির অন্য কোন নেতা-নেত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ।

আরও পড়ুন : পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

যাবতীয় অভিযোগ রয়েছে রাকেশ সিংয়ের উপর । কিন্তু তাও যেহেতু মাদক মামলায় অভিযুক্ত পামেলা গোস্বামীর কাছ থেকে অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডার নাম পেয়েছেন গোয়েন্দারা, ফলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা । সেই কারণেই এই নোটিস দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

এই ঘটনায় যখন কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলিধর শর্মার সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি এই নোটিস দেওয়ার কথা অস্বীকার করেন ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি : বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামীর থেকে উদ্ধার হওয়া মাদক সংক্রান্ত মামলায় এবার বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডাকে নোটিস পাঠাল লালবাজার । যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা যেন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এমনটাই বলা হয়েছে নোটিস মারফত ।

আলিপুর আদালতে মামলা চলাকালীন একাধিকবার তাঁর কাছ থেকে অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডার নাম এসেছে । ফলে সেই সুবাদেই রাকেশ সিংয়ের সঙ্গে তাঁদের মাদক কাণ্ডে কি যোগ রয়েছে, তা জানার জন্যই এই দুই নেতাকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর লালবাজার সূত্রের খবর ।

শুক্রবার সকালে তাঁদের নোটিস পাঠানো হয়েছে । যদিও এই বিষয়ে অনুপম হাজরা বা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে যোগাযোগ করা যায়নি । তবে পুলিশ সূত্রে খবর, পামেলা গোস্বামী সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় বিজেপির অন্য কোন নেতা-নেত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ।

আরও পড়ুন : পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

যাবতীয় অভিযোগ রয়েছে রাকেশ সিংয়ের উপর । কিন্তু তাও যেহেতু মাদক মামলায় অভিযুক্ত পামেলা গোস্বামীর কাছ থেকে অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডার নাম পেয়েছেন গোয়েন্দারা, ফলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা । সেই কারণেই এই নোটিস দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

এই ঘটনায় যখন কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলিধর শর্মার সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি এই নোটিস দেওয়ার কথা অস্বীকার করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.