ETV Bharat / state

কলকাতার ফের উদ্ধার 4 লাখের জাল নোট, গ্রেপ্তার 1 - kolkata news daily update

মালদা থেকে কলকাতায় জাল নোট পাচারের চেষ্টা চলেছিল । কিন্তু কলকাতা পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত হল সেই নোট । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Kolkata
কলকাতা
author img

By

Published : Feb 5, 2020, 11:45 PM IST

Updated : Feb 6, 2020, 12:46 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা। তবে আবারও পুলিশের তৎপরতায় পাচারকারী সাফল্য পেল না । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেবার আগেই জাল নোটসহ ধরা পড়ল পাচারকারী । ধৃতের থেকে বাজেয়াপ্ত হয়েছে চার লাখ টাকার জাল নোট ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, আজ দুপুর 1টা নাগাদ পার্ক দক্ষিণ বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডের জাজেস ঘাটের কাছে আটক করা হয় এক ব্যক্তিকে । ওই ব্যক্তি আজ সকালে ট্রেনেই কলকাতা এসেছিল বলে পুলিশের ধারণা । তার নাম আজিজুল শেখ । বয়স 64 । মালদার কালিয়াচকের বাসিন্দা । জালনোট কলকাতায় আসার খবর ছিল গোয়েন্দাদের কাছে । গোয়েন্দারা জানতে পারেন, স্ট্র্যান্ড রোড এলাকায় হবে সেই নোটের হাতবদল হবে । তার আগেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ । চলে তল্লাশি । পুলিশ উদ্ধার করে 2000 টাকার নোটে চার লাখ টাকার জাল নোট । এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

STF সূত্রে খবর, গত 22 জানুয়ারি মালদার কালিয়াচক থেকে কলকাতায় আসে আকরামুল এবং সেনাউল শেখ । আকরামুলের বয়স 43 । সেনাউল 34 বছরের যুবক । তাদের কলকাতায় আসার খবর ছিল পুলিশের কাছে । সেই মতোই চলছিল নজরদারি । কলকাতার শহীদ মিনারের কাছে তাদের আটক করা হয় । তাদের ব্যাগ এবং প্যান্টের পকেট খতিয়ে দেখে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা । তাদের সোয়েটারের খুলতেই খোলে রহস্যের জাল । ভেতরে রয়েছে গোপন পকেট । তাতে থরে থরে সাজানো 500 টাকার জাল নোট । সেনাউলকে জিজ্ঞাসাবাদ করে এনামুলের কথা জানতে পেরেছিল পুলিশ । এনামুল হক গত 3 ডিসেম্বর কলকাতায় পাঁচ লাখ টাকার জালনোট সহ নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে ধরা পড়ে । এনামুল এবং সেনাউললকে জেরা করে আজিজুলের বিষয়ে খবর পায় পুলিশ।

fake note
উদ্ধার হওয়া জাল নোট

প্রথমে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । কোন চক্র এর পিছনে রয়েছে তার খোঁজ করছে পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছে । কলকাতায় ওই ব্যক্তি কার হাতে জাল নোট তুলে দিত তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা। তবে আবারও পুলিশের তৎপরতায় পাচারকারী সাফল্য পেল না । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেবার আগেই জাল নোটসহ ধরা পড়ল পাচারকারী । ধৃতের থেকে বাজেয়াপ্ত হয়েছে চার লাখ টাকার জাল নোট ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, আজ দুপুর 1টা নাগাদ পার্ক দক্ষিণ বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডের জাজেস ঘাটের কাছে আটক করা হয় এক ব্যক্তিকে । ওই ব্যক্তি আজ সকালে ট্রেনেই কলকাতা এসেছিল বলে পুলিশের ধারণা । তার নাম আজিজুল শেখ । বয়স 64 । মালদার কালিয়াচকের বাসিন্দা । জালনোট কলকাতায় আসার খবর ছিল গোয়েন্দাদের কাছে । গোয়েন্দারা জানতে পারেন, স্ট্র্যান্ড রোড এলাকায় হবে সেই নোটের হাতবদল হবে । তার আগেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ । চলে তল্লাশি । পুলিশ উদ্ধার করে 2000 টাকার নোটে চার লাখ টাকার জাল নোট । এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

STF সূত্রে খবর, গত 22 জানুয়ারি মালদার কালিয়াচক থেকে কলকাতায় আসে আকরামুল এবং সেনাউল শেখ । আকরামুলের বয়স 43 । সেনাউল 34 বছরের যুবক । তাদের কলকাতায় আসার খবর ছিল পুলিশের কাছে । সেই মতোই চলছিল নজরদারি । কলকাতার শহীদ মিনারের কাছে তাদের আটক করা হয় । তাদের ব্যাগ এবং প্যান্টের পকেট খতিয়ে দেখে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা । তাদের সোয়েটারের খুলতেই খোলে রহস্যের জাল । ভেতরে রয়েছে গোপন পকেট । তাতে থরে থরে সাজানো 500 টাকার জাল নোট । সেনাউলকে জিজ্ঞাসাবাদ করে এনামুলের কথা জানতে পেরেছিল পুলিশ । এনামুল হক গত 3 ডিসেম্বর কলকাতায় পাঁচ লাখ টাকার জালনোট সহ নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে ধরা পড়ে । এনামুল এবং সেনাউললকে জেরা করে আজিজুলের বিষয়ে খবর পায় পুলিশ।

fake note
উদ্ধার হওয়া জাল নোট

প্রথমে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । কোন চক্র এর পিছনে রয়েছে তার খোঁজ করছে পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছে । কলকাতায় ওই ব্যক্তি কার হাতে জাল নোট তুলে দিত তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:কলকাতা, 5 ফেব্রুয়ারি: ফের মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা। তবে আবারও পুলিশের তৎপরতায় পাচারকারী সাফল্য পেল না। নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেবার আগেই জাল নোটসহ ধরা পড়ল পাচারকারী। ধৃতের কাছে উদ্ধার হয়েছে চার লাখ টাকার জাল নোট।



Body:কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, আজ দুপুর 13:05 নাগাদ পার্ক দক্ষিণ বন্দর থানা এলাকার স্ট্র‍্যান্ড রোডের জাজেস ঘাটের কাছে আটক করা হয় সন্দেহভাজনকে। ওই ব্যক্তি আজ সকালে ট্রেনেই কলকাতা এসেছিল বলে মনে করছে পুলিশ। তার নাম আজিজুল শেখ। বয়স 64। বাড়ি মালদার কালিয়াচকে। জালনোট যে কলকাতায় ঢুকছে, খবর ছিল গোয়েন্দাদের কাছে। গোয়েন্দারা জানতে পারেন, স্ট্র‍্যান্ড রোড এলাকায় হবে সেই নোটের হাতবদল। তার আগেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে 2000 টাকার নোটে চার লাখ টাকার জাল নোট। তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।


Conclusion:STF সূত্রে খবর, গত 22 জানুয়ারি মালদার কালিয়াচক থেকে কলকাতায় আসে আকরামুল এবং সেনাউল শেখ। আকরামুলের বয়স 43। সেনাউল 34 বছরের যুবক। তারা যে কলকাতায় আসবে সেই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো নজর রাখা হচ্ছিল। কলকাতার শহীদ মিনারের কাছে তাদের আটক করা হয়। তাদের ব্যাগ এবং প্যান্টের পকেট খতিয়ে দেখে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা। তাদের সোয়েটার খুলতেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। সোয়েটারের ভেতর তৈরি করা হয়েছে গোপন পকেট। আর তাতে থরে থরে সাজানো 500 টাকার জাল নোট। সেনাউলকে জিজ্ঞাসাবাদ করে এনামুলের কথা জানতে পেরেছিল পুলিশ। এনামুল হক গত 3 ডিসেম্বর কলকাতায় পাঁচ লাখ টাকার জালনোটসহ নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে ধরা পড়ে। এনামুল এবং সেনাউললকে জেরা করে আজিজুলের বিষয়ে খবর পেয়ে পুলিশ।

সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায়। তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সাম্প্রতিক অতীতে বলছে পাশাপাশি চলছে অস্ত্র আর জালনোটের কারবার। রীতিমতো বিনিময় প্রথায় চলছে সেই কারবার। এটাই মূলত জাল নোট চক্রের মডাস অপারেন্ডি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের খোঁজ জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতায় ওই ব্যক্তি কার হাতে জাল নোট তুলে দিত তাও জানার চেষ্টা চলছে।
Last Updated : Feb 6, 2020, 12:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.