ETV Bharat / state

ফের কলকাতায় জাল নোট চক্রের খোঁজ, ধৃত 2

কলকাতায় জাল নোট চক্রের পর্দা ফাঁস । ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে ।

ধৃত ব্যক্তি
author img

By

Published : Jun 18, 2019, 9:41 AM IST

Updated : Jun 18, 2019, 1:25 PM IST

কলকাতা, 18 জুন : ফের কলকাতায় জাল নোট চক্রের পর্দা ফাঁস । ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে । উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট ।

STF সূত্রে খবর, আতিকুল শেখ ওরফে বান্দা এবং অসিম আক্রম ওরফে ওয়াসিম দিন কয়েক আগে কলকাতায় আসে । বান্দার বাড়ি মালদার বৈষ্ণবনগরের জয়েনপুরে । অন্যদিকে, চক বাহাদুরপুরের বাসিন্দা অসিম আক্রম । জাল নোট চক্রের ক্যারিয়ার হিসেবে কাজ করছিল এরা । অভিযোগ, অতীতেও তারা নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দিয়েছে জাল নোট । সূত্র মারফত খবর ছিল পুলিশের কাছে । নজর রাখা হচ্ছিল তাদের উপর । সেই মতো স্ট্র্যান্ড রোডে ইস্টার্ন রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ককের পাশ থেকে আটক করা হয় তাদের। উদ্ধার হয় জাল নোট।

গত 8 জুন পুলিশের হাতে ধরা পড়ে সালোয়ার হোসেন নামে জাল নোট চক্রের এক পাণ্ডা । তার কাছেও উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকার জাল নোট । তাকে জেরা করেই ওয়াসিম এবং বান্দার খোঁজ পায় পুলিশ ।

কলকাতা, 18 জুন : ফের কলকাতায় জাল নোট চক্রের পর্দা ফাঁস । ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে । উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট ।

STF সূত্রে খবর, আতিকুল শেখ ওরফে বান্দা এবং অসিম আক্রম ওরফে ওয়াসিম দিন কয়েক আগে কলকাতায় আসে । বান্দার বাড়ি মালদার বৈষ্ণবনগরের জয়েনপুরে । অন্যদিকে, চক বাহাদুরপুরের বাসিন্দা অসিম আক্রম । জাল নোট চক্রের ক্যারিয়ার হিসেবে কাজ করছিল এরা । অভিযোগ, অতীতেও তারা নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দিয়েছে জাল নোট । সূত্র মারফত খবর ছিল পুলিশের কাছে । নজর রাখা হচ্ছিল তাদের উপর । সেই মতো স্ট্র্যান্ড রোডে ইস্টার্ন রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ককের পাশ থেকে আটক করা হয় তাদের। উদ্ধার হয় জাল নোট।

গত 8 জুন পুলিশের হাতে ধরা পড়ে সালোয়ার হোসেন নামে জাল নোট চক্রের এক পাণ্ডা । তার কাছেও উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকার জাল নোট । তাকে জেরা করেই ওয়াসিম এবং বান্দার খোঁজ পায় পুলিশ ।

Intro:কলকাতা, ১৭ জুন: আবারও খাস কলকাতায় জাল নোট চক্রের পর্দা ফাঁস। চিত্রনাট্য একই। মালদা থেকে জাল নোট পাচারের 2 ক্যারিয়ার হাজির হয়েছিল শহরে। কথা ছিল, 5 লাখ টাকার জাল নোট তুলে দিতে হবে নির্দিষ্ট ব্যক্তির হাতে। কিন্তু ওই দুই ক্যারিয়ার জানতো না তাদের উপর নজর ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের। পুলিশ সূত্রে খবর, গত রাতে স্ট্র্যান্ড রোডে ইস্টার্ন রেলওয়ে কো-অপারেটিভ ব্যাংকের পাশ থেকে আটক করা হয় তাদের। উদ্ধার হয় জাল নোট।
Body:STF সূত্রে জানা গেছে, মালদার বৈষ্ণবনগরের জয়েনপুরের বাসিন্দা 21 বছরের আতিকুল শেখ ওরফে বান্দা এবং চক বাহাদুরপুরের অসিম আক্রম ওরফে ওয়াসিম গত বিকেলে কলকাতায় আসে। তাদের জাল নোট চক্রের সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগ তৈরি হয়েছে। এই চক্রে ক্যারিয়ার হিসেবে কাজ করছিল তারা। অতীতেও তারা নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দিয়েছে জাল নোট। নির্দিষ্ট সূত্র মারফত খবর ছিল পুলিশের কাছে। সেই সূত্রেই নজর রাখা হচ্ছিল তাদের ওপর।Conclusion:বিশেষ সূত্রে খবর, গত 8 জুন পুলিশের হাতে ধরা পড়ে সালোয়ার হোসেন নামে জাল নোট চক্রের এক পান্ডা। তার কাছেও উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকার জাল নোট। তাকে জেরা করেই ওয়াসিম এবং বান্দার খোঁজ পায় পুলিশ। সেই সূত্রেই গত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
Last Updated : Jun 18, 2019, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.