ETV Bharat / state

Kolkata Police Meme: শুভমনের মতো প্রতারিত হবেন না, গিলের আউটকে হাতিয়ার করে শহরবাসীকে বার্তা লালবাজারের

শুভমন গিল আউট হয়েছেন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে ৷ তা মানতে রাজি নন ভারতীয় ক্রিকেট প্রেমীরা ৷ যদিও শত আন্দোলনেও তা বদলানো সম্ভব নয় ৷ তবে টাকা খোয়া গেলে তা ফিরিয়ে দিতে পারে কলকাতা পুলিশ

ETV Bharat
কলকাতা পুলিশ
author img

By

Published : Jun 11, 2023, 1:54 PM IST

Updated : Jun 11, 2023, 2:23 PM IST

কলকাতা, 11 জুন: ব্যাংক জালিয়াতি নিয়ে সতর্ক করতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের ৷ সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে লেখা হয়েছে "তৃতীয় চোখের ভুল শোধরানো দায়, তবে টাকা খোয়া গেলে ফেরত আনা যায় ৷" হ্যাঁ, তৃতীয় চোখ মানে তৃতীয় আম্পায়ারকেই বুঝিয়েছে পুলিশ প্রশাসন ৷ এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা চলছে ৷ শনিবার চতুর্থ দিনের খেলা ছিল ৷ ভারতীয় ওপেনার শুভমন গিল ক্যাচ আউট হন ৷

সেই আউট নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ মাঠের দুই আম্পায়ারের কাছ থেকে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে ৷ তৃতীয় আম্পায়ার প্রযুক্তির সাহায্যে শুবমানকে আউট দেন ৷ তাতেও বিতর্ক থামেনি ৷ বরং শুভমনের আউট নিয়ে তরজা চলতেই থাকে ৷ বলাই যেতে পারে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব কার্যত দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। এমনই উত্তেজক পরিস্থিতিতে পঞ্চম দিনের খেলা শুরুর আগে এই আউট নিয়ে নজরকাড়া পোস্ট করল লালবাজার।

ভারতীয় ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট বিশষজ্ঞরা মনে করেন, শুভমন আউট ছিলেন না ৷ এটা নিয়েই পোস্ট করল কলকাতা পুলিশ ৷ গিলের আউট হওয়ার বিতর্কের ঝড় ওঠে নেটপাড়ায় ৷ ভারতীয় তরুণ ক্রিকেটারের এভাবে আউট হওয়া মেনে নিতে পারেননি নেটিজেনরা ৷ তবে তৃতীয় আম্পায়ার অর্থাৎ তৃতীয় চোখের সিদ্ধান্ত বদল করা যায় না ৷ তাই যতই তোলপাড় হোক, 'তৃতীয় চোখের ভুল শোধরানো দায়' লিখে কার্যত কলকাতা পুলিশও সে কথাই বলেছে ৷

পাশাপাশি বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্রিকেটের তৃতীয় আম্পায়ার আর কলকাতা পুলিশের মধ্যে একটা বলার মতো ফারাক আছে ৷ তৃতীয় আম্পায়ারের রায় বদলানো না-গেলেও পুলিশ কিন্তু হারিয়ে যাওয়া টাকা ফেরত এনে দিতে পারে ৷ এভাবেই মজার ছলে ব্যাংক জালিয়াতি নিয়ে সতর্ক করেছে পুলিশ প্রশাসন ৷ ইদানীং ব্যাংক জালিয়াতিতে বহু মানুষের টাকা খোয়ানোর ঘটনা সামনে আসে ৷

ফোন করে কোনও লিংক দিয়ে বা ওটিপি পাঠিয়ে অথবা ভুয়ো ফোনে ব্যাংকের তথ্য জানতে চাওয়া হয় ৷ আর এই ফাঁদে পা দিলেই মুহূর্তে উধাও কখনও হাজার, কখনও লক্ষ লক্ষ টাকা ৷ এই ব্যাংক জালিয়াতিতে খোয়ানো টাকা ফিরিয়ে দিতে পারে পুলিশ ৷ পোস্টারে একটি হেল্পলাইন নম্বরও দিয়েছে কলকাতা পুলিশ। সেটি হল 8585063104 ৷

আরও পড়ুন: গেঞ্জির টাকা ফেরত পেতে ওটিপি নম্বর জানিয়ে খোয়ালেন লক্ষাধিক টাকা

কলকাতা, 11 জুন: ব্যাংক জালিয়াতি নিয়ে সতর্ক করতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের ৷ সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে লেখা হয়েছে "তৃতীয় চোখের ভুল শোধরানো দায়, তবে টাকা খোয়া গেলে ফেরত আনা যায় ৷" হ্যাঁ, তৃতীয় চোখ মানে তৃতীয় আম্পায়ারকেই বুঝিয়েছে পুলিশ প্রশাসন ৷ এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা চলছে ৷ শনিবার চতুর্থ দিনের খেলা ছিল ৷ ভারতীয় ওপেনার শুভমন গিল ক্যাচ আউট হন ৷

সেই আউট নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ মাঠের দুই আম্পায়ারের কাছ থেকে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে ৷ তৃতীয় আম্পায়ার প্রযুক্তির সাহায্যে শুবমানকে আউট দেন ৷ তাতেও বিতর্ক থামেনি ৷ বরং শুভমনের আউট নিয়ে তরজা চলতেই থাকে ৷ বলাই যেতে পারে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব কার্যত দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। এমনই উত্তেজক পরিস্থিতিতে পঞ্চম দিনের খেলা শুরুর আগে এই আউট নিয়ে নজরকাড়া পোস্ট করল লালবাজার।

ভারতীয় ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট বিশষজ্ঞরা মনে করেন, শুভমন আউট ছিলেন না ৷ এটা নিয়েই পোস্ট করল কলকাতা পুলিশ ৷ গিলের আউট হওয়ার বিতর্কের ঝড় ওঠে নেটপাড়ায় ৷ ভারতীয় তরুণ ক্রিকেটারের এভাবে আউট হওয়া মেনে নিতে পারেননি নেটিজেনরা ৷ তবে তৃতীয় আম্পায়ার অর্থাৎ তৃতীয় চোখের সিদ্ধান্ত বদল করা যায় না ৷ তাই যতই তোলপাড় হোক, 'তৃতীয় চোখের ভুল শোধরানো দায়' লিখে কার্যত কলকাতা পুলিশও সে কথাই বলেছে ৷

পাশাপাশি বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্রিকেটের তৃতীয় আম্পায়ার আর কলকাতা পুলিশের মধ্যে একটা বলার মতো ফারাক আছে ৷ তৃতীয় আম্পায়ারের রায় বদলানো না-গেলেও পুলিশ কিন্তু হারিয়ে যাওয়া টাকা ফেরত এনে দিতে পারে ৷ এভাবেই মজার ছলে ব্যাংক জালিয়াতি নিয়ে সতর্ক করেছে পুলিশ প্রশাসন ৷ ইদানীং ব্যাংক জালিয়াতিতে বহু মানুষের টাকা খোয়ানোর ঘটনা সামনে আসে ৷

ফোন করে কোনও লিংক দিয়ে বা ওটিপি পাঠিয়ে অথবা ভুয়ো ফোনে ব্যাংকের তথ্য জানতে চাওয়া হয় ৷ আর এই ফাঁদে পা দিলেই মুহূর্তে উধাও কখনও হাজার, কখনও লক্ষ লক্ষ টাকা ৷ এই ব্যাংক জালিয়াতিতে খোয়ানো টাকা ফিরিয়ে দিতে পারে পুলিশ ৷ পোস্টারে একটি হেল্পলাইন নম্বরও দিয়েছে কলকাতা পুলিশ। সেটি হল 8585063104 ৷

আরও পড়ুন: গেঞ্জির টাকা ফেরত পেতে ওটিপি নম্বর জানিয়ে খোয়ালেন লক্ষাধিক টাকা

Last Updated : Jun 11, 2023, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.