কলকাতা, 2 এপ্রিল : ময়দানে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ার ঘটনায় চিন্তিত কলকাতা পুলিশ ৷ বাড়ানো হচ্ছে পুলিশি টহলদারি (Kolkata Police Patrolling in Maidan) ৷ লালবাজার সূত্রের খবর, আগে প্রাতঃভ্রমণকারীদের থেকে মোবাইল, টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনা বেড়েছিল ময়দান এলাকায় । তা রুখতে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশের নজরদারি ৷ এই টহলদারির ফলে ভোরবেলায় ছিনতাইয়ের ঘটনা কমলেও, এই এলাকার গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা বেড়েছে সম্প্রতি ৷
এই ঘটনা রুখতে তাই ময়দানে টহলদারি বাড়াচ্ছে লালবাজার ৷ লালবাজার সূত্রের খবর, আগে ময়দান এলাকায় পুলিশি নিরাপত্তার জন্য দু‘টি পিসিআর ভ্যান বরাদ্দ ছিল । এবার তা বাড়িয়ে করা হল, চারটি পিসিআর ভ্যান । লালবাজার সূত্রের খবর, অতিরিক্ত এই দু‘টি পিসিআর ভ্যানের মধ্যে একটি থাকবে ময়দান এলাকায় । অন্যটি থাকবে ভিক্টোরিয়া থেকে ময়দান, এর মধ্যে রাউন্ডের দায়িত্বে । ইতিমধ্যেই এই বিষয় সেনাবাহিনীর সঙ্গেও কথা বলেছে লালবাজার ।
আরও পড়ুন : পাতিপুকুর রেললাইনে দুর্ঘটনা, অভিযোগের আঙুল পুলিশের দিকে
তবে এই বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক মুখ খুলতে চাননি । শনিবার সকালেও ময়দান থানা এলাকায় একটি গাছের ডালে এক যুবক এর ঝুলন্ত দেহ দেখতে পান পথচারীরা । খবর দেওয়া হয় ময়দান থানায় । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । গত 17 মার্চ কাকভোরে ময়দানের এক ফুটবল ক্লাবের সামনে গাছ থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের ঝুলন্ত দেহ । মৃতের নাম ও পরিচয় জানা যায়নি । ধোঁয়াশা রয়েছে তাঁর মৃত্যুর কারণ নিয়েও । এর আগেও ময়দানে গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে ।