ETV Bharat / state

KMC Election 2021: কলকাতায় পৌর নির্বাচনে নিরাপত্তা নিয়ে লালবাজারের ব্লু প্রিন্ট জমা কমিশনে - KMC Election 2021

কলকাতা পৌরভোটের (Kolkata Municipal Corporation Election) নিরাপত্তা নিয়ে কমিশনে পুলিশের রিপোর্ট জমা পড়েছে ৷ জানা গিয়েছে, কলকাতা পুলিশের জমা দেওয়া এই রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ দিয়েই শহরে ভোট করাতে চায় কমিশন ৷

KMC Election
কলকাতায় পৌর নির্বাচনে নিরাপত্তা নিয়ে লালবাজারের ব্লু প্রিন্ট জমা কমিশনে
author img

By

Published : Dec 4, 2021, 5:37 PM IST

Updated : Dec 4, 2021, 9:26 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : কলকাতা পৌরভোটে (Kolkata Municipal Corporation Election) পুলিশ মোতায়নের প্রাথমিক নীল নকশা জমা পড়ল রাজ্য নির্বাচন কমিশনে। জানা গিয়েছে, কলকাতা পুলিশের জমা দেওয়া এই রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ দিয়েই শহরে ভোট করাতে চায় কমিশন ৷

জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে রাজ্য নির্বাচন কমিশনে জমা পড়া এই রিপোর্টে বলা হয়েছে, কলকাতা পৌরনিগমের নির্বাচনে মোট 32 হাজার পুলিশ মোতায়েন থাকবে । কলকাতা পুলিশ থাকবে 27000 ও রাজ্য পুলিশ থাকবে 5000।

আরও পড়ুন : KMC Election 2021 : উন্নয়নই হোক কলকাতা পৌর নির্বাচনের প্রধান ইস্যু, বার্তা অভিষেকের

কমিশনে জমা পড়া এই ব্লু-প্রিন্টে স্পষ্ট, এই ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চাইছে না কলকাতা পুলিশ ৷ সেক্ষেত্রে প্রতি বুথে নিরাপত্তায় 1 জন সাব ইন্সপেক্টর, 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ এবং 2 জন লাঠিধারী কনস্টেবল মোতায়েন থাকবে । কলকাতা পুলিশের এই পরিকল্পনায় যদি সম্মতি দেয় কমিশন, তাহলে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট হতে চলেছে কলকাতার পৌর নির্বাচনে ৷

জানা গিয়েছে, পুলিশের জমা দেওয়া এই ব্লু-প্রিন্টের ভিত্তিতে রবিবার দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের সঙ্গে এক দফা বৈঠক করবে কমিশন। আগামী সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনর সৌরভ দাস। সেই বৈঠকে থাকবেন রাজ্য ও কলকাতা পুলিশের কর্তারা, দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন ৷ বুথের নিরাপত্তা, বাহিনী মোতায়েন থেকে শুরু করে ভোটের যাবতীয় প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 4 ডিসেম্বর : কলকাতা পৌরভোটে (Kolkata Municipal Corporation Election) পুলিশ মোতায়নের প্রাথমিক নীল নকশা জমা পড়ল রাজ্য নির্বাচন কমিশনে। জানা গিয়েছে, কলকাতা পুলিশের জমা দেওয়া এই রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ দিয়েই শহরে ভোট করাতে চায় কমিশন ৷

জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে রাজ্য নির্বাচন কমিশনে জমা পড়া এই রিপোর্টে বলা হয়েছে, কলকাতা পৌরনিগমের নির্বাচনে মোট 32 হাজার পুলিশ মোতায়েন থাকবে । কলকাতা পুলিশ থাকবে 27000 ও রাজ্য পুলিশ থাকবে 5000।

আরও পড়ুন : KMC Election 2021 : উন্নয়নই হোক কলকাতা পৌর নির্বাচনের প্রধান ইস্যু, বার্তা অভিষেকের

কমিশনে জমা পড়া এই ব্লু-প্রিন্টে স্পষ্ট, এই ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চাইছে না কলকাতা পুলিশ ৷ সেক্ষেত্রে প্রতি বুথে নিরাপত্তায় 1 জন সাব ইন্সপেক্টর, 1 জন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ এবং 2 জন লাঠিধারী কনস্টেবল মোতায়েন থাকবে । কলকাতা পুলিশের এই পরিকল্পনায় যদি সম্মতি দেয় কমিশন, তাহলে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট হতে চলেছে কলকাতার পৌর নির্বাচনে ৷

জানা গিয়েছে, পুলিশের জমা দেওয়া এই ব্লু-প্রিন্টের ভিত্তিতে রবিবার দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের সঙ্গে এক দফা বৈঠক করবে কমিশন। আগামী সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনর সৌরভ দাস। সেই বৈঠকে থাকবেন রাজ্য ও কলকাতা পুলিশের কর্তারা, দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন ৷ বুথের নিরাপত্তা, বাহিনী মোতায়েন থেকে শুরু করে ভোটের যাবতীয় প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Dec 4, 2021, 9:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.