কলকাতা, 20 এপ্রিল : রাজপথে নেমে লড়াইটা চলছে । একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে ৷ মানুষ আর কেরোনা ভাইরাসের মাঝে লড়ছেন পুলিশকর্মীরা । সার্জেন্টরাও আছেন সামনের সারিতেই । এবার আর শুধুমাত্র উপস্থিতি দিয়ে নয় ৷ সম্মিলিত উদ্যোগে অর্থ তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রীর বিশেষ রিলিফ ফান্ডে । নগরপালের হাতে তুলে দেওয়া হল 50 হাজার টাকার চেক ৷
কলকাতা পুলিশের সার্জেন্ট ইনস্টিটিউট । মূলত সার্জেন্টদের নিয়ে তৈরি ক্লাব । যে ক্লাব খেলার মাঠে বরাবর রেখে এসেছে নিজেদের স্বাক্ষর । মূলত কলকাতা পুলিশদের নিয়ে গড়া টিম দাপিয়ে বেড়ায় ফুটবল এবং ক্রিকেটের মাঠ । কলকাতা পুলিশের ক্রিকেট দল এই মুহূর্তে ময়দানের ফার্স্ট ডিভিশন লিগে খেলে । আর ফুটবল দল রয়েছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে । সেই সার্জেন্ট ক্লাব এবার তাঁদের চাঁদার একটা অংশ তুলে দিল মুখ্যমন্ত্রীর কোরোনা রিলিফ ফান্ডে । আজ সার্জেন্ট ক্লাবের পক্ষ থেকে কলকাতার নগরপালের হাতে তুলে দেওয়া হয় 50 হাজার টাকার চেক ।
পথে-ঘাটে অবাধ্য মানুষকে সংক্রমণ থেকে বাঁচাতে উদ্যোগী সাদা উর্দিধারীরা । মনে আশঙ্কা থেকেই যাচ্ছে । তাই বাড়ি ফিরলেও পরিবারের কাছে ঘেঁষছেন না পুলিশকর্মীরা ৷ পেশার ঝুঁকিকে সঙ্গে নিয়েই তাঁরা শহরবাসীর নিরাপত্তা দিতে বদ্ধপরিকর দিনরাত । সেই পুলিশকর্মীদের কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সাহায্য এক অন্য দৃষ্টান্ত বলেই মনে করছেন অনেকে ।