ETV Bharat / state

BJP Agitation : একটু পরই বিজেপির পৌরনিগম ঘেরাও অভিযান, কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের

পৌরনিগমের চারপাশে ব্যারিকেড দেওয়া ছাড়াও রাখা হয়েছে জলকামান ৷ নামানো হয়েছে স্পেশাল ফোর্স ৷

kolkata
kolkata
author img

By

Published : Jul 5, 2021, 12:49 PM IST

Updated : Jul 5, 2021, 1:39 PM IST

কলকাতা, 5 জুলাই : শহরে ভুয়াে ভ্যাকসিনেশন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতা পৌরনিগম ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি । আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অভিযান ৷ এই অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে ৷ তাই কলকাতা পৌরনিগমের চারপাশ ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ ৷ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বিজেপির কলকাতা পৌরনিগম অভিযানের অনুমতি দেয়নি পুলিশ ৷

জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের চারপাশে ব্যারিকেড করা হয়েছে ৷ পৌরনিগমের বাইরে এবং ভেতরে প্রচুর পরিমাণে পুলিশকর্মী মজুত রয়েছে । পৌরনিগমের বাইরে রয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল । গোটা আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ৷ রাস্তায় রয়েছেন একজন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ এছাড়া রয়েছেন চারজন যুগ্ম নগরপাল পদমর্যাদা পুলিশ আধিকারিক ।

বিজেপির পৌরনিগম ঘেরাও অভিযানে কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের

আরও পড়ুন : Dilip Ghosh : আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, বাকিটা পুলিশের হাতে : দিলীপ

পৌরনিগমের চারপাশে ব্যারিকেড দেওয়া ছাড়াও রাখা হয়েছে জলকামান ৷ নামানো হয়েছে স্পেশাল ফোর্স ৷ পরিস্থিতি কোনওভাবেই হাতের বাইরে না চলে যায় তার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ । এসএন ব্যানার্জি রোডে থাকবে জল কামান, হেভি রেডিওফ্লাইং স্কোয়াড, র‍্যাফ, রেডিওফ্লাইং স্কোয়াড ও মোবাইল ভ্যান । শহরে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার জন্য তৈরি থাকছে কলকাতা পুলিশ ।

কলকাতা, 5 জুলাই : শহরে ভুয়াে ভ্যাকসিনেশন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতা পৌরনিগম ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি । আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অভিযান ৷ এই অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে ৷ তাই কলকাতা পৌরনিগমের চারপাশ ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ ৷ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বিজেপির কলকাতা পৌরনিগম অভিযানের অনুমতি দেয়নি পুলিশ ৷

জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের চারপাশে ব্যারিকেড করা হয়েছে ৷ পৌরনিগমের বাইরে এবং ভেতরে প্রচুর পরিমাণে পুলিশকর্মী মজুত রয়েছে । পৌরনিগমের বাইরে রয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল । গোটা আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ৷ রাস্তায় রয়েছেন একজন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ এছাড়া রয়েছেন চারজন যুগ্ম নগরপাল পদমর্যাদা পুলিশ আধিকারিক ।

বিজেপির পৌরনিগম ঘেরাও অভিযানে কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের

আরও পড়ুন : Dilip Ghosh : আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, বাকিটা পুলিশের হাতে : দিলীপ

পৌরনিগমের চারপাশে ব্যারিকেড দেওয়া ছাড়াও রাখা হয়েছে জলকামান ৷ নামানো হয়েছে স্পেশাল ফোর্স ৷ পরিস্থিতি কোনওভাবেই হাতের বাইরে না চলে যায় তার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ । এসএন ব্যানার্জি রোডে থাকবে জল কামান, হেভি রেডিওফ্লাইং স্কোয়াড, র‍্যাফ, রেডিওফ্লাইং স্কোয়াড ও মোবাইল ভ্যান । শহরে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার জন্য তৈরি থাকছে কলকাতা পুলিশ ।

Last Updated : Jul 5, 2021, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.