কলকাতা, 17 জানুয়ারি : উত্তুরে হাওয়া গায়ে মেখে মিঠে রোদে বেরিয়ে পড়ছেন অনেকেই । শুধু কলকাতাবাসী নয়, রাজ্য কিংবা ভিন রাজ্য থেকেও বহু পর্যটক এই মুহূর্তে তিলোত্তমায় । চিড়িয়াখানা, ইকোপার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, জাদুঘর কিংবা বিড়লা প্ল্যানেটোরিয়ামে উপচে পড়া ভিড় । সেই ভিড়ে রীতিমতো ঠেলাঠেলি চলছে চিড়িয়াখানার ভেতরে কিংবা বাইরে । অন্য সর্বত্রও একই ছবি । পরিবারের সঙ্গে আনন্দে মশগুল মানুষ ভুলে যাচ্ছে পকেটের সুরক্ষা । আর তার সুযোগ নিচ্ছে পকেটমাররা । রীতিমতো ভদ্রবেশে কেটে নিচ্ছে পকেট। এমনই এক পকেটমার যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম রোশনি পান্ডে ও অভিষেক দত্ত ।
পুলিশ সূত্রে খবর, রোশনির আসল নাম মৌসুমি খাতুন । মালদায় বাড়ি । অমতে বিয়ে করায় বাড়ির লোকজন মেনে নেয়নি । পরে সবকিছু ছেড়ে পাড়ি দেয় মুম্বইয়ে । সেখানে বার ডান্সারের কাজ শুরু করে । কিন্তু সেখানে বিশেষ কিছু না হওয়ায় ফিরে আসে নিজের রাজ্যে । ঠাঁই নেয় কলকাতায় । এখানেই আলাপ হয় অভিষেক দত্তর সঙ্গে । প্রথমে প্রেম,তারপর সেখান থেকে বিয়ে করে দু'জন । মৌসুমীর নতুন নাম হয় রোশনি পান্ডে । যাদবপুরের গাঙ্গুলি বাগানে থাকে । জীবিকা বলতে ওই "পকেটমারি" । নিজের মুখে সেকথা স্বীকার করেছে পকেটমার দম্পতি ।
পুলিশ জানায়, সাধারণ পকেটমারদের যে ছবি দেখতে মানুষ অভ্যস্ত তার ধারে কাছেও যায় না এরা । জামাকাপড় বা হাঁটা-চলা দেখে বোঝার উপায় নেই দম্পতি পকেটমার । আর তারই সুযোগে কলকাতার টুরিস্ট ডেস্টিনেশনগুলোয় সহজেই অন্যান্যদের সঙ্গে মিশে যাচ্ছিল । তারপর ঝোঁপ বুঝে কোপ । চলত দেদার হাতসাফাই । তাদের দীর্ঘদিনের এই পেশায় বাধা হয়ে দাঁড়ায় কলকাতা পুলিশ । ভিড়ের সুযোগ নিয়ে শীতের মরশুমে যে হাতসাফাই চলবে তা আগেই অনুমান করেছিল তারা । তাই সাদা পোশাকে সবদিকে নজর রাখছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । আর তাতেই হাতে আসে এই পকেটমার দম্পতি ।
রোশনি ও অভিষেকের কাছ থেকে প্রথমে ছ'টি লেডিস পার্স ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ । ইতিমধ্যে ফোনের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । এরপর রোশনিকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় আরও 24 টি মানিব্যাগ । এর আগে পুজোর সময় মেট্রোয় ধরা পড়েছিল রোশনি । জিজ্ঞাসাবাদে রোশনি জানায়, 24 ডিসেম্বর শুধু অ্যালেন পার্ক থেকেই সে চুরি করে 6000 টাকা এবং 600 ইউ এস ডলার। বিষয়টা নিয়ে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছিল । এছাড়া, তাদের গাঙ্গুলি বাগানের বাড়ি থেকে উদ্ধার হয় 4 হাজার টাকা এবং 400 ডলার ।