কলকাতা, 2 জানুয়ারি: নতুন বছরকে স্বাগত জানাতে চলছে দেদার উল্লাস । বিভিন্ন পিকনিক স্পট, চিড়িয়াখানা, রেস্তোরাঁয় 31 ডিসেম্বর ভিড় ছিল উপচে পড়া । তেমনই বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে চুটিয়ে চলেছে মজা, খাওয়াদাওয়া ও মদ্যপান ৷ বর্ষবরণের রাত থেকে শুরু করে বছরের প্রথম দিন শহরে মদ্যপান এবং তারপর ঝামেলা করার নানা অভিযোগ পেয়েছে পুলিশ ৷ শুধু তাই নয়, পুলিশের সঙ্গে অভব্য আচরণ-সহ একাধিক অভিযোগে গোটা শহর থেকে মোট 341 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । শহরের বিভিন্ন জায়গা থেকে 14.8 লিটার মদ বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ।
এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় বাইক স্টান্ট থেকে শুরু করে বেপরোয়াভাবে বাইক চালানো ও বাইকের পিছনে বসা যাত্রীর হেলমেট ব্যবহার না-করা-সহ বিভিন্ন অভিযোগে 154 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে । পাশাপাশি যে সব বাইকচালকরা বিনা হেলমেটে পয়লা জানুয়ারি শহরের রাস্তায় দাপিয়ে বেড়িয়েছেন, তাঁদের মধ্যে মোট 307 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে লালবাজার । চার চাকা নিয়ে বেপরোয়াভাবে এদিক-ওদিক যাওয়া এবং ট্রাফিক সিগন্যাল না-মানার অভিযোগেও 161টি মামলা রুজু করা হয়েছে ।
পুলিশের সঙ্গে অভব্য আচরণ, সরকারি কর্মীকে কাজে বাধা এবং মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে 60 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বছরের প্রথম দিন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শহরের এদিক-সেদিক থেকে মোট 828টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ ।
এর আগে বর্ষবরণের রাতে শহরে অভব্য আচরণ এবং মহিলাদের সঙ্গে কটূক্তি থেকে শুরু করে পুলিশকে কাজে বাধা দান-সহ একাধিক অভিযোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে 457 জনকে গ্রেফতার করেছিল লালবাজার । বর্ষবরণের রাতের মতোই বছরের প্রথম দিনও নিরাপত্তার জন্য তৎপর ছিল কলকাতা পুলিশ।
আরও পড়ুন: