ETV Bharat / state

Kolkata Municipal Corporation: বর্ষা শেষ হলেই শুরু হবে শহরের স্টল থেকে প্লাস্টিক সরানোর কাজ

বর্ষা শেষ হলেই শহরজুড়ে ফুটপাথের অস্থায়ী দোকান ও স্টলগুলি থেকে প্লাস্টিকের ছাউনি, দেওয়াল সরাতে অভিযান শুরু করবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

Kolkata Municipal Corporation will remove plastics from footpath stalls after monsoon
Kolkata Municipal Corporation: বর্ষা শেষ হলেই শুরু হবে শহরের স্টল থেকে প্লাস্টিক সরানোর কাজ
author img

By

Published : Jun 18, 2022, 8:22 PM IST

কলকাতা, 18 জুন: কলকাতায় রাস্তার দু'পাশে এবং ফুটপাথের অস্থায়ী দোকান বা স্টলগুলিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করা হয় ৷ দোকানের ছাদ, দেওয়াল প্রভৃতি তৈরি করতে অতি দাহ্য এই পণ্যটির ব্যবহারই হয় সবথেকে বেশি ৷ ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে ৷ সেই বিপদ এড়াতেই শহরের সর্বত্র এই ধরনের অস্থায়ী দোকান বা স্টলগুলি থেকে প্লাস্টিক একেবারে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ এই বিষয়ে ইতিমধ্য়েই সংশ্লিষ্ট হকার সংগঠনগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে ৷ কিন্তু, তারপরও শহরের বেশিরভাগ জায়গাতেই পৌরনিগমের এই নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ ৷ সেই কারণেই বর্ষা শেষ হলে শহরজুড়ে এইসব অস্থায়ী দোকান ও স্টলগুলি থেকে প্লাস্টিক সরানোর অভিযানে নামবে পৌর কর্তৃপক্ষ ৷ শনিবার পৌরনিগমের মাসিক অধিবেশনে এক কাউন্সিলরের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার (Debasish Kumar) ৷

ফুটপাতের অস্থায়ী দোকানগুলিতে প্লাস্টিকের ছাউনির বাড়বাড়ন্ত নিয়ে পৌরনিগম কী ব্যবস্থা নিচ্ছে ? এদিন এই প্রশ্ন তোলেন জুঁই বিশ্বাস ৷ পাশাপাশি, তাঁর অভিযোগ, এই অস্থায়ী দোকানের ব্যবসায়ীরা নিয়মিত রাস্তার উপর ময়লা ও আবর্জনা ফেলেন ৷ এর ফলে নিকাশির সমস্যা যেমন হচ্ছে, তেমনই যাতায়াত করতেও অসুবিধা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷

আরও পড়ুন: Underground cable internet line: শহরে মাটির তলা দিয়ে যাবে কেবল-ইন্টারনেটের লাইন

এর জবাবে দেবাশিস কুমার বলেন, "ইতিমধ্যেই টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হয়েছে ৷ প্রতিমাসে সেই কমিটির বৈঠক হয় ৷ এর আগের বৈঠকেই বলে দেওয়া হয়েছে, ফুটপাথের স্টলের ছাউনি হিসাবে প্লাস্টিক ব্যবহার করা যাবে না ৷ এই নির্দেশের পর কয়েকটি জায়গায় কাজ হয়েছিল ৷ তারপর ফের প্লাস্টিকের ব্যবহার শুরু হয়েছে ৷ বর্ষা শুরু হয়ে যাওয়ায় এখনই এই বিষয়ে পদক্ষেপ করা সম্ভব নয় ৷ বর্ষা শেষ হলেই শহরজুড়ে পুরোদমে অভিযানে নামা হবে ৷"

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, "হকার্স কর্নার থেকে ময়লা বা আবর্জনা রাস্তায় ফেলা চলবে না ৷ প্রতিটি হকার্স কর্নারে প্রয়োজন মতো ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করতে হবে ৷" এই বিষয়ে কাউন্সিলরদের উদ্যোগী হওয়ারও নির্দেশ দেন মেয়র ৷ তিনি বলেন, "শহর নোংরা করা চলবে না ৷ ফুটপাতের দোকানদারদের সচেতন করতে প্রচার চালাতে হবে ৷ প্রয়োজনে বেশি করে ডাস্টবিন বসাতে হবে ৷"

কলকাতা, 18 জুন: কলকাতায় রাস্তার দু'পাশে এবং ফুটপাথের অস্থায়ী দোকান বা স্টলগুলিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করা হয় ৷ দোকানের ছাদ, দেওয়াল প্রভৃতি তৈরি করতে অতি দাহ্য এই পণ্যটির ব্যবহারই হয় সবথেকে বেশি ৷ ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে ৷ সেই বিপদ এড়াতেই শহরের সর্বত্র এই ধরনের অস্থায়ী দোকান বা স্টলগুলি থেকে প্লাস্টিক একেবারে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ এই বিষয়ে ইতিমধ্য়েই সংশ্লিষ্ট হকার সংগঠনগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে ৷ কিন্তু, তারপরও শহরের বেশিরভাগ জায়গাতেই পৌরনিগমের এই নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ ৷ সেই কারণেই বর্ষা শেষ হলে শহরজুড়ে এইসব অস্থায়ী দোকান ও স্টলগুলি থেকে প্লাস্টিক সরানোর অভিযানে নামবে পৌর কর্তৃপক্ষ ৷ শনিবার পৌরনিগমের মাসিক অধিবেশনে এক কাউন্সিলরের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার (Debasish Kumar) ৷

ফুটপাতের অস্থায়ী দোকানগুলিতে প্লাস্টিকের ছাউনির বাড়বাড়ন্ত নিয়ে পৌরনিগম কী ব্যবস্থা নিচ্ছে ? এদিন এই প্রশ্ন তোলেন জুঁই বিশ্বাস ৷ পাশাপাশি, তাঁর অভিযোগ, এই অস্থায়ী দোকানের ব্যবসায়ীরা নিয়মিত রাস্তার উপর ময়লা ও আবর্জনা ফেলেন ৷ এর ফলে নিকাশির সমস্যা যেমন হচ্ছে, তেমনই যাতায়াত করতেও অসুবিধা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷

আরও পড়ুন: Underground cable internet line: শহরে মাটির তলা দিয়ে যাবে কেবল-ইন্টারনেটের লাইন

এর জবাবে দেবাশিস কুমার বলেন, "ইতিমধ্যেই টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হয়েছে ৷ প্রতিমাসে সেই কমিটির বৈঠক হয় ৷ এর আগের বৈঠকেই বলে দেওয়া হয়েছে, ফুটপাথের স্টলের ছাউনি হিসাবে প্লাস্টিক ব্যবহার করা যাবে না ৷ এই নির্দেশের পর কয়েকটি জায়গায় কাজ হয়েছিল ৷ তারপর ফের প্লাস্টিকের ব্যবহার শুরু হয়েছে ৷ বর্ষা শুরু হয়ে যাওয়ায় এখনই এই বিষয়ে পদক্ষেপ করা সম্ভব নয় ৷ বর্ষা শেষ হলেই শহরজুড়ে পুরোদমে অভিযানে নামা হবে ৷"

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, "হকার্স কর্নার থেকে ময়লা বা আবর্জনা রাস্তায় ফেলা চলবে না ৷ প্রতিটি হকার্স কর্নারে প্রয়োজন মতো ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করতে হবে ৷" এই বিষয়ে কাউন্সিলরদের উদ্যোগী হওয়ারও নির্দেশ দেন মেয়র ৷ তিনি বলেন, "শহর নোংরা করা চলবে না ৷ ফুটপাতের দোকানদারদের সচেতন করতে প্রচার চালাতে হবে ৷ প্রয়োজনে বেশি করে ডাস্টবিন বসাতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.