কলকাতা, 12 ফেব্রুয়ারি : ডেঙ্গি আক্রান্তদের দেওয়া হবে মশারি ৷ এমনই সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ এবার থেকে ডেঙ্গি আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে মশারি ব্যবহারের জন্য আবেদন করা হবে বলে জানালেন ডেপুটি মেয়র (স্বাস্থ্য) অতীন ঘোষ ৷
তিনি জানান, শুধু বাড়ি বাড়ি গিয়ে আবেদনই নয়, বিনামূল্যে মশারি দেওয়া হবে পৌরনিগমের পক্ষ থেকে ৷ মশাবাহিত রোগ রুখতে মশারি ব্যবহারের জন্য প্রচার অভিযান চালিয়েছে কলকাতা পৌরনিগম ৷ তবে, এই প্রচারও যথেষ্ট নয় বলে মনে করছেন অতীনবাবু ৷ কারণ কলকাতায় মশা আগের থেকে এখন অনেক কম হওয়ায় মানুষ মশারি ব্যবহার করে না বলে মনে করছেন তিনি ৷
অতীন ঘোষ বলেন, অনেক সময় আর্থিক অভাবের জন্য অনেকে মশারি ব্যবহার করেন না ৷ তাই আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে মশারি দেবেন পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, ডেঙ্গি আক্রান্তদের আলাদা রাখতে হয় ৷ কারণ, তাঁদের থেকে পরিবারের সদস্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ৷ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে মশারির ভিতর রাখার অনুরোধ করা হবে, যাতে এলাকায় ডেঙ্গি ছড়াতে না পারে ৷
ইতিমধ্যেই মশারি কেনার কাজ শুরু করে দিয়েছেন আধিকারিকরা ৷ বর্ষার পর থেকে ডেঙ্গি প্রকোপ বৃদ্ধি পায় ৷ তখন থেকেই মশারি বিলির কাজ শুরু করবে কলকাতা পৌরনিগম ৷