ETV Bharat / state

Dengue in Kolkata: মশা মারতে কামান নয়, ড্রোন উড়িয়ে ছড়ানো হল লার্ভানাশক - কলকাতার ডেঙ্গি পরিস্থিতি

মশার লার্ভা ধ্বংস করতে ড্রোন দিয়ে স্প্রে করা হল লার্ভানাশক ৷ কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ ঢাকুরিয়া ফুড কর্পোরেশনের অফ ইন্ডিয়ার গুদাম ও আশেপাশের এলাকায় ড্রোন দিয়ে স্প্রে করা হল লার্ভা নাশক তেল ৷

Etv Bharat
ড্রোন উড়িয়ে ছড়ানো হল লার্ভানাশক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:26 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: ডেঙ্গি ক্রমশ ভয় ধরাচ্ছে । লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । তাই পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধেছে পৌরনিগমের ভেক্টর কন্ট্রোল কর্মীরা । ডেঙ্গি প্রকোপ কমাতে মঙ্গলবার ঢাকুরিয়া ফুড কর্পোরেশনের অফ ইন্ডিয়ার গুদাম ও আশেপাশের এলাকায় ড্রোন দিয়ে স্প্রে করা হল লার্ভা নাশক তেল ৷ স্থানীয় বিক্রমগড় ঝিলেও স্প্রে করা হয়েছে এই তেল ৷ সোমবার কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি, বাঘা-যতীন স্টেট জেনারেল হাসপাতাল এলাকায় লার্ভানাশক স্প্রে করা হয় ৷

এদিন ঢাকুরিয়া ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদাম ও পার্শ্ববর্তী এলাকায় আবর্জনা স্তূপ, জমা জলে উপর লার্ভা নাশক তেল স্প্রে করা হয় ড্রোন দিয়ে । ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষকে জানানো হয় এলাকা পরিষ্কারের জন্য । পরবর্তী বিক্রমগড় ঝিলেও যান কলকাতা কর্পোরেশনের ভেক্টর কন্ট্রোল আধিকারিকরা ৷ সেখানে কচুরিপানা থেকে শুরু আশ-পাশ লাগোয়া এলাকায় স্প্রে করা হয় ড্রোনের মাধ্যমে । এই অভিযানের নেতৃত্বে ছিলেন ভেক্টর কন্ট্রোল আধিকারিক, স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও স্থানীয় ভেক্টর কন্ট্রোল কর্মীরা ।

এই প্রসঙ্গেই এক স্বাস্থ্য আধিকারিকরা জানান, বেশ কিছু জায়গা যেখানে ভেক্টর কন্ট্রোল কর্মীরা নিজেরা গিয়ে নজরদারি চালানো অসম্ভব। সেই এলাকায় ড্রোনের মাধ্যমে খোঁজ করা হচ্ছে মশার লার্ভার । তার উপরে স্প্রে করা হচ্ছে । সাধারণের কাছে অনুরোধ তারা বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার করে রাখুন । গতকাল বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতাল, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি স্প্রে করা হয়েছে । আগামিকাল 97 নম্বর ওয়ার্ডের সিপিডব্লিউ-ডি আবাসন, নিয়ালিপুর রেল ইয়ার্ড, রেল কলোনি ও চেতলা কিছু জায়গাতে এই লার্ভা নাশক তেল স্প্রে করা হবে । পুজোর মুখে ডেঙ্গি অসুর নিধনে ধারাবাহিক ভাবে চলবে এই অভিযান চালাবে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালে ভরতি মশার লার্ভা! ডেঙ্গি অভিযানে মেজাজ হারালেন ডেপুটি মেয়র

দুই সপ্তাহ আগেও কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 2700জন ৷ বর্তমানে এই সংখ্য়া বৃদ্ধি পেয়ে হয়েছে 4000 ছুঁয়েছে ৷ আর পুজোর মুখে ডেঙ্গির সঙ্কটময় পরিস্থিতি নিয়ে চিন্তায় ঘুম উড়েছে কলকাতাবাসীর । চিন্তা বেড়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের । পরিস্থিত হাতের বাইরে চলে যাওয়ার আগে মাঠে নেমেছে কলকাতা পৌরনিগম ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: ডেঙ্গি ক্রমশ ভয় ধরাচ্ছে । লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । তাই পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধেছে পৌরনিগমের ভেক্টর কন্ট্রোল কর্মীরা । ডেঙ্গি প্রকোপ কমাতে মঙ্গলবার ঢাকুরিয়া ফুড কর্পোরেশনের অফ ইন্ডিয়ার গুদাম ও আশেপাশের এলাকায় ড্রোন দিয়ে স্প্রে করা হল লার্ভা নাশক তেল ৷ স্থানীয় বিক্রমগড় ঝিলেও স্প্রে করা হয়েছে এই তেল ৷ সোমবার কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি, বাঘা-যতীন স্টেট জেনারেল হাসপাতাল এলাকায় লার্ভানাশক স্প্রে করা হয় ৷

এদিন ঢাকুরিয়া ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদাম ও পার্শ্ববর্তী এলাকায় আবর্জনা স্তূপ, জমা জলে উপর লার্ভা নাশক তেল স্প্রে করা হয় ড্রোন দিয়ে । ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষকে জানানো হয় এলাকা পরিষ্কারের জন্য । পরবর্তী বিক্রমগড় ঝিলেও যান কলকাতা কর্পোরেশনের ভেক্টর কন্ট্রোল আধিকারিকরা ৷ সেখানে কচুরিপানা থেকে শুরু আশ-পাশ লাগোয়া এলাকায় স্প্রে করা হয় ড্রোনের মাধ্যমে । এই অভিযানের নেতৃত্বে ছিলেন ভেক্টর কন্ট্রোল আধিকারিক, স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও স্থানীয় ভেক্টর কন্ট্রোল কর্মীরা ।

এই প্রসঙ্গেই এক স্বাস্থ্য আধিকারিকরা জানান, বেশ কিছু জায়গা যেখানে ভেক্টর কন্ট্রোল কর্মীরা নিজেরা গিয়ে নজরদারি চালানো অসম্ভব। সেই এলাকায় ড্রোনের মাধ্যমে খোঁজ করা হচ্ছে মশার লার্ভার । তার উপরে স্প্রে করা হচ্ছে । সাধারণের কাছে অনুরোধ তারা বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার করে রাখুন । গতকাল বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতাল, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি স্প্রে করা হয়েছে । আগামিকাল 97 নম্বর ওয়ার্ডের সিপিডব্লিউ-ডি আবাসন, নিয়ালিপুর রেল ইয়ার্ড, রেল কলোনি ও চেতলা কিছু জায়গাতে এই লার্ভা নাশক তেল স্প্রে করা হবে । পুজোর মুখে ডেঙ্গি অসুর নিধনে ধারাবাহিক ভাবে চলবে এই অভিযান চালাবে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালে ভরতি মশার লার্ভা! ডেঙ্গি অভিযানে মেজাজ হারালেন ডেপুটি মেয়র

দুই সপ্তাহ আগেও কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 2700জন ৷ বর্তমানে এই সংখ্য়া বৃদ্ধি পেয়ে হয়েছে 4000 ছুঁয়েছে ৷ আর পুজোর মুখে ডেঙ্গির সঙ্কটময় পরিস্থিতি নিয়ে চিন্তায় ঘুম উড়েছে কলকাতাবাসীর । চিন্তা বেড়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের । পরিস্থিত হাতের বাইরে চলে যাওয়ার আগে মাঠে নেমেছে কলকাতা পৌরনিগম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.