ETV Bharat / state

KMCP School: পড়ুয়াহীন পৌরস্কুলের ঝাঁপ বন্ধ করছে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম

পড়ুয়াহীন পৌরস্কুলগুলিকে বন্ধ করতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation ) ৷ তবে বাকি যে বিদ্যালয়গুলিতে পড়ুয়া রয়েছে তাদের সংযুক্তিকরণ করা হবে বলে জানা গিয়েছে ৷ বন্ধ করে দেওয়া স্কুলের জায়গাকে অন্য কাজে ব্যবহার করবে পৌরনিগম ৷

KMCP School
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 21, 2023, 8:58 PM IST

বেশ কিছু পৌরস্কুলগুলিকে বন্ধ করতে চলেছে পৌরনিগম

কলকাতা, 21 জানুয়ারি: কোথাও ভগ্নপ্রায় ভবন, ভাঙা দরজায় তালা বন্ধ । নীচে একটি ঘরে বসে রয়েছেন শিক্ষিকা । আবার কোথাযও তিনতলা ভবনে একাধিক ঘরের সঙ্গে রয়েছে বেঞ্চ থেকে ব্ল্যাক বোর্ড ও শিক্ষক ৷ তবে হাতেগোনা ছাত্র-ছাত্রী । 18 নম্বর কানাই ধর লেনের কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) স্কুলের এমনই ছবি ধরা পড়ল । অন্যদিকে নুর মহম্মদ লেনের পৌর স্কুলে পরিকাঠামো রয়েছে ৷ তবে দেখা গেল হাতে গোনা কয়েকজন ছাত্র-ছাত্রী ক্লাস করছে । বেশ কয়েকটি পৌর প্রাথমিক স্কুলের হাল এখন এমনই । এক দিকে স্কুল বাড়ির ভাড়া গোনা, অন্য দিকে শিক্ষকদের বেতন । মোটা টাকা গুনলেও উদ্দেশ্য সফল হচ্ছে না । তাই এমন জরাজীর্ণ বেশ কয়েকটি স্কুল সংযুক্তিকরণের পথে এগোচ্ছে কলকাতা পৌরনিগম । শুক্রবার এমনটা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম ।

সূত্রের খবর, এমন পৌর-স্কুলের সংখ্যা 26টি । বেশ কয়েকটি স্কুলে পড়ুয়া সংখ্যা তলানিতে এসে ঠেকেছে । কোনও স্কুলে 22, তো কোনও স্কুলে 25 জন পড়ুয়া রয়েছে মাত্র । বেশ কয়েকটি স্কুল বাড়ির দশাও ভালো নয় । সেই বাড়ির জন্য পৌরনিগমকে মোটা টাকা গুনতে হয় । এই ধরনের স্কুলগুলিতে গড়ে দু'জন করে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । কিন্তু অন্য স্কুলগুলিতে পড়ুয়া বেশি হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক দেওয়া যাচ্ছে না । কীভাবে আগামিদিনে গোটা স্কুল ব্যাবস্থা চালানো যায়, তা নিয়ে সমীক্ষা করা হয় ৷ তারপর স্কুলগুলি মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম কর্তৃপক্ষ ।

মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) বলেন, "বহু স্কুলবাড়ি আমরা ভাড়া নিয়ে চালাই । অনেক জায়গায় সেগুলি জরাজীর্ণ হয়ে গিয়েছে । বেশি ছাত্র-ছাত্রী নেই । কিন্তু শিক্ষক রয়েছেন । নিয়ম অনুযায়ী শিক্ষক এবং পড়ুয়ার যে অনুপাত থাকা দরকার, তার তুলনায়ও সেখানে ছাত্রছাত্রী কম । এমন স্কুলগুলিকে আশপাশের অন্য স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে । তবে, সেই সমস্ত স্কুলের জায়গাগুলি আমরা অন্য কাজে ব্যবহার করব । কোথাও স্বাস্থ্যকেন্দ্র বা অন্য কোনও অফিস হিসেবেও ব্যবহার করা যেতে পারে ।"

কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা বলেন, "পৌর স্কুলের পড়ার মান উন্নত করতে এক গুচ্ছ পরিকল্পনা করা হয়েছে । তবে দেখছি কিছু স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা কম, শিক্ষক রয়েছেন । আবার কোথায় শিক্ষক দরকার । কোথায় বাড়ি জীর্ণ । ফলে এই সব খতিয়ে দেখেই আমরা বেশ কিছু স্কুল সংযুক্তকরণ করছি ।" প্রসঙ্গত, পৌরনিগমের আওতাধীন স্কুলের সংখ্যা 242 । 26টি স্কুল উঠে গেলে সংখ্যাটা এসে দাঁড়াবে 216টিতে ।

আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় 24 ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ, দেখুন এলাকার তালিকা

বেশ কিছু পৌরস্কুলগুলিকে বন্ধ করতে চলেছে পৌরনিগম

কলকাতা, 21 জানুয়ারি: কোথাও ভগ্নপ্রায় ভবন, ভাঙা দরজায় তালা বন্ধ । নীচে একটি ঘরে বসে রয়েছেন শিক্ষিকা । আবার কোথাযও তিনতলা ভবনে একাধিক ঘরের সঙ্গে রয়েছে বেঞ্চ থেকে ব্ল্যাক বোর্ড ও শিক্ষক ৷ তবে হাতেগোনা ছাত্র-ছাত্রী । 18 নম্বর কানাই ধর লেনের কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) স্কুলের এমনই ছবি ধরা পড়ল । অন্যদিকে নুর মহম্মদ লেনের পৌর স্কুলে পরিকাঠামো রয়েছে ৷ তবে দেখা গেল হাতে গোনা কয়েকজন ছাত্র-ছাত্রী ক্লাস করছে । বেশ কয়েকটি পৌর প্রাথমিক স্কুলের হাল এখন এমনই । এক দিকে স্কুল বাড়ির ভাড়া গোনা, অন্য দিকে শিক্ষকদের বেতন । মোটা টাকা গুনলেও উদ্দেশ্য সফল হচ্ছে না । তাই এমন জরাজীর্ণ বেশ কয়েকটি স্কুল সংযুক্তিকরণের পথে এগোচ্ছে কলকাতা পৌরনিগম । শুক্রবার এমনটা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম ।

সূত্রের খবর, এমন পৌর-স্কুলের সংখ্যা 26টি । বেশ কয়েকটি স্কুলে পড়ুয়া সংখ্যা তলানিতে এসে ঠেকেছে । কোনও স্কুলে 22, তো কোনও স্কুলে 25 জন পড়ুয়া রয়েছে মাত্র । বেশ কয়েকটি স্কুল বাড়ির দশাও ভালো নয় । সেই বাড়ির জন্য পৌরনিগমকে মোটা টাকা গুনতে হয় । এই ধরনের স্কুলগুলিতে গড়ে দু'জন করে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । কিন্তু অন্য স্কুলগুলিতে পড়ুয়া বেশি হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক দেওয়া যাচ্ছে না । কীভাবে আগামিদিনে গোটা স্কুল ব্যাবস্থা চালানো যায়, তা নিয়ে সমীক্ষা করা হয় ৷ তারপর স্কুলগুলি মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম কর্তৃপক্ষ ।

মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) বলেন, "বহু স্কুলবাড়ি আমরা ভাড়া নিয়ে চালাই । অনেক জায়গায় সেগুলি জরাজীর্ণ হয়ে গিয়েছে । বেশি ছাত্র-ছাত্রী নেই । কিন্তু শিক্ষক রয়েছেন । নিয়ম অনুযায়ী শিক্ষক এবং পড়ুয়ার যে অনুপাত থাকা দরকার, তার তুলনায়ও সেখানে ছাত্রছাত্রী কম । এমন স্কুলগুলিকে আশপাশের অন্য স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে । তবে, সেই সমস্ত স্কুলের জায়গাগুলি আমরা অন্য কাজে ব্যবহার করব । কোথাও স্বাস্থ্যকেন্দ্র বা অন্য কোনও অফিস হিসেবেও ব্যবহার করা যেতে পারে ।"

কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা বলেন, "পৌর স্কুলের পড়ার মান উন্নত করতে এক গুচ্ছ পরিকল্পনা করা হয়েছে । তবে দেখছি কিছু স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা কম, শিক্ষক রয়েছেন । আবার কোথায় শিক্ষক দরকার । কোথায় বাড়ি জীর্ণ । ফলে এই সব খতিয়ে দেখেই আমরা বেশ কিছু স্কুল সংযুক্তকরণ করছি ।" প্রসঙ্গত, পৌরনিগমের আওতাধীন স্কুলের সংখ্যা 242 । 26টি স্কুল উঠে গেলে সংখ্যাটা এসে দাঁড়াবে 216টিতে ।

আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় 24 ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ, দেখুন এলাকার তালিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.