কলকাতা, 9 সেপ্টেম্বর: কলকাতা এনভায়রেনমেন্টাল ইমপ্রুভেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট বা কেইআইআইপি-র কাজে কেন দীর্ঘসূত্রিতা ? এই নিয়ে আধিকারিকদের ধমক দিলেন মেয়র ফিরহাদ হাকিম । এই প্রকল্পের সব কাজের নিয়ন্ত্রণ এবার থেকে থাকবে কলকাতা পৌরনিগমের হাতে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে ৷
শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে এই প্রকল্পের কাজ নিয়ে অভিযোগ আসতেই বিব্রত হয়ে মেয়র বলেন, ‘‘কেইআইআইপি কলকাতাকে নরকে পরিণত করেছে ।’’ ওই প্রকল্পের ডিজির উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দেন তিনি । শনিবার প্রকল্পের দফতরে সেই বৈঠক হয় মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে । উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের সংযুক্ত এলাকার কাউন্সিলর থেকে কর্পোরেশনের আধিকারিকরা । ছিলেন পৌর কমিশনারও । এই প্রকল্পে কর্মরত সমস্ত ঠিকাদাররাও ছিলেন ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বৈঠকে ঠিক হয়েছে যে এবার থেকে বিশ্বব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রজেক্টের কাজ কেইআইআইপি-র অধীনে হলেও এর নিয়ন্ত্রণ থাকবে পৌরনিগমের হাতে । এবার থেকে যেকোনও প্রজেক্ট শেষ হলে ‘টেকেন ওভার উইথ স্যাটিসফেকশন’ এই মর্মে সার্টিফিকেট কলকাতা পৌরনিগমের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা দিলে, তবেই ফাইনাল বিল পেমেন্ট করতে পারবে কেইআইআইপি ।
এ দিন মেয়র ফিরহাদ হাকিম বৈঠক শেষে জানান, প্রজেক্টের কাজে ক্ষতিগ্রস্ত রাস্তা সারাইয়ের কাজ আপাতত করবে কলকাতা পৌরনিগম । এই মুহূর্তে যে প্রজেক্টগুলো রয়েছে, তাতে 31টি রাস্তার অবস্থা বেহাল । একইভাবে ছোট ছোট (ড্রেনগুলো) নিকাশি নালা কার্যত বন্ধ হয়ে গিয়েছে, এই প্রকল্পের কাজের জেরে । সেগুলো সংস্কারের কাজ করবে কলকাতা পৌরনিগম । এরকম 17টি নিকাশি নালা রয়েছে । এই রাস্তা ও নিকাশি নালার সংস্কারের টাকা পৌরনিগম নেবে কেইআইআইপি-র থেকে ।
আরও পড়ুন: ফিরহাদের পদত্যাগের দাবিতে কলকাতা কর্পোরেশনে পড়ল ফ্লেক্স-পোস্টার
যে সমস্ত প্রজেক্টের কাজ চলছে কেইআইআইপির, তার মধ্যে যতগুলো সম্ভব কাজ পুজোর আগে শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম । যে কাজগুলো পুজোর আগে সম্ভব নয় শেষ করা, সেখানে পুজোর মধ্যে ব্যবসায়ীদের বা সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, তা দেখতে নির্দেশ দিয়েছেন তিনি ।