ETV Bharat / state

দক্ষিণ কলকাতার আটটি ওয়ার্ডের বাসিন্দাদের জল-যন্ত্রণার সুরাহায় নিকাশি নালা সংস্কার শুরু

Kolkata Municipal Corporation: কলকাতার আটটি ওয়ার্ড জুড়ে থাকা সাড়ে সাত কিলোমিটারের বেশি দীর্ঘ নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হয়েছে ৷ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জমা জলের সমস্যায় পড়তে হয় মানুষকে ৷ সেই ভোগান্তি থেকে ওই আটটি ওয়ার্ডের বাসিন্দাদের মুক্তি দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে ৷

Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 8:17 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: লর্ডস মোড় থেকে যাদবপুর থানা, অভিষিক্তা কানেক্টর - প্রায় সাড়ে 7 কিলোমিটারের বেশি দীর্ঘ নিকাশি নালা বছরের পর বছর সংস্কারের অভাবে প্রায় বন্ধ হয়ে গিয়েছে । ফলে বর্ষাকালে এর প্রভাবে আটটি ওয়ার্ডে লক্ষাধিক বাসিন্দাকে জমা জলের যন্ত্রণার মুখে পড়তে হয় । এবার রাজ্যের আর্থিক সহায়তায় সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাসিন্দারা । সরকারের দেওয়া প্রায় 11 কোটি টাকা খরচে ওই নিকাশি নালায় পলি নিষ্কাশনের কাজ শুরু করল কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, 89, 92, 93, 94, 95, 96, 104 ও 105 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় নিকাশির জল যে সমস্ত মূল নালা দিয়ে যায়, সেই নিকাশি নালা দীর্ঘকাল যাবত পরিষ্কার ও সংস্কার করা হয়নি । এর মধ্যে বেশ কয়েক কিলোমিটার বক্স ড্রেন আছে । চওড়ায় বড় হলেও গভীরতা কোথাও 6 ফুট কোথাও 8-9 ফুট । তবে তার 70-75 শতাংশ পলি জমে রয়েছে ।

কলকাতা পৌরনিগম সূত্রে আরও জানা গিয়েছে, বছরের অন্যান্য সময় নিকাশি জল যাওয়া নিয়ে তেমন সমস্যা না হলেও বর্ষাকালে জল যেতে পরে না । দীর্ঘ সময় এই আটটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষকে জমা জলের যন্ত্রণায় ভুগতে হয় । তাই বাইপাসের অভিষিক্তা কানেক্টর থেকে সাঁপুই পাড়া হয়ে যাদবপুর থানা, সেখান থেকে আবার প্রিন্স আনোয়ার শাহ রোড পর্যন্ত দীর্ঘ সাড়ে 7 কিলোমিটারের বেশি নিকাশি নালা সম্পূর্ণভাবে পরিষ্কার ও সংস্কারের পরিকল্পনা করা হয় ।

পৌরনিগম সূত্রে খবর, সেই অনুসারে কাজ করতে গিয়ে দেখা যায় বেশ কিছু জায়গায় হকার সমস্যা রয়েছে । আবার বেশ কিছুটা রাস্তার মাঝে ৷ তাই সেখানে ট্রাফিক পুলিশের সবুজ সংকেতের দরকার ছিল । সবটা মিলতেই ধাপে ধাপে শুরু হয়েছে কাজ । কাজ শেষ হলে আগামী বর্ষায় টালিগঞ্জ, কসবা, যাদবপুর, গরফা বিস্তীর্ণ এলাকার লক্ষাধিক মানুষ উপকৃত হবেন । পৌরনিগমের এক আধিকারিক জানান, উপর উপর পলি তোলা হলেও দীর্ঘ সময় ধরে আমূল সংস্কার হয়নি । এই কাজ তিন ধাপে করা হচ্ছে ।

লর্ডস মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত বক্স ড্রেন আছে । তারপর একই আয়তনের দু’টো পাইপ লাইন গাঙ্গুলি পুকুর পর্যন্ত । তারপর থেকে তিনটি নিকাশি পাইপ খাল পর্যন্ত গিয়েছে । প্রথম ধাপে বক্স ড্রেন, দ্বিতীয় ধাপে দুটি নিকাশি পাইপ, তৃতীয় ধাপে তিনটি নিকাশি পাইপ পলি নিষ্কাশনের ও সংস্কারের কাজ হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সংযুক্ত এলাকার 3টি ওয়ার্ডে বাড়ি বাড়ি নিকাশি লাইনের সংযোগ, বরাদ্দ 100 কোটিরও বেশি
  2. 15 দিন অন্তর খারাপ রাস্তার তালিকা দিন, পুলিশকে আবেদন কলকাতা পৌরনিগমের
  3. 43 বছর পর বিধাননগরের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন

কলকাতা, 15 জানুয়ারি: লর্ডস মোড় থেকে যাদবপুর থানা, অভিষিক্তা কানেক্টর - প্রায় সাড়ে 7 কিলোমিটারের বেশি দীর্ঘ নিকাশি নালা বছরের পর বছর সংস্কারের অভাবে প্রায় বন্ধ হয়ে গিয়েছে । ফলে বর্ষাকালে এর প্রভাবে আটটি ওয়ার্ডে লক্ষাধিক বাসিন্দাকে জমা জলের যন্ত্রণার মুখে পড়তে হয় । এবার রাজ্যের আর্থিক সহায়তায় সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাসিন্দারা । সরকারের দেওয়া প্রায় 11 কোটি টাকা খরচে ওই নিকাশি নালায় পলি নিষ্কাশনের কাজ শুরু করল কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, 89, 92, 93, 94, 95, 96, 104 ও 105 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় নিকাশির জল যে সমস্ত মূল নালা দিয়ে যায়, সেই নিকাশি নালা দীর্ঘকাল যাবত পরিষ্কার ও সংস্কার করা হয়নি । এর মধ্যে বেশ কয়েক কিলোমিটার বক্স ড্রেন আছে । চওড়ায় বড় হলেও গভীরতা কোথাও 6 ফুট কোথাও 8-9 ফুট । তবে তার 70-75 শতাংশ পলি জমে রয়েছে ।

কলকাতা পৌরনিগম সূত্রে আরও জানা গিয়েছে, বছরের অন্যান্য সময় নিকাশি জল যাওয়া নিয়ে তেমন সমস্যা না হলেও বর্ষাকালে জল যেতে পরে না । দীর্ঘ সময় এই আটটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষকে জমা জলের যন্ত্রণায় ভুগতে হয় । তাই বাইপাসের অভিষিক্তা কানেক্টর থেকে সাঁপুই পাড়া হয়ে যাদবপুর থানা, সেখান থেকে আবার প্রিন্স আনোয়ার শাহ রোড পর্যন্ত দীর্ঘ সাড়ে 7 কিলোমিটারের বেশি নিকাশি নালা সম্পূর্ণভাবে পরিষ্কার ও সংস্কারের পরিকল্পনা করা হয় ।

পৌরনিগম সূত্রে খবর, সেই অনুসারে কাজ করতে গিয়ে দেখা যায় বেশ কিছু জায়গায় হকার সমস্যা রয়েছে । আবার বেশ কিছুটা রাস্তার মাঝে ৷ তাই সেখানে ট্রাফিক পুলিশের সবুজ সংকেতের দরকার ছিল । সবটা মিলতেই ধাপে ধাপে শুরু হয়েছে কাজ । কাজ শেষ হলে আগামী বর্ষায় টালিগঞ্জ, কসবা, যাদবপুর, গরফা বিস্তীর্ণ এলাকার লক্ষাধিক মানুষ উপকৃত হবেন । পৌরনিগমের এক আধিকারিক জানান, উপর উপর পলি তোলা হলেও দীর্ঘ সময় ধরে আমূল সংস্কার হয়নি । এই কাজ তিন ধাপে করা হচ্ছে ।

লর্ডস মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত বক্স ড্রেন আছে । তারপর একই আয়তনের দু’টো পাইপ লাইন গাঙ্গুলি পুকুর পর্যন্ত । তারপর থেকে তিনটি নিকাশি পাইপ খাল পর্যন্ত গিয়েছে । প্রথম ধাপে বক্স ড্রেন, দ্বিতীয় ধাপে দুটি নিকাশি পাইপ, তৃতীয় ধাপে তিনটি নিকাশি পাইপ পলি নিষ্কাশনের ও সংস্কারের কাজ হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সংযুক্ত এলাকার 3টি ওয়ার্ডে বাড়ি বাড়ি নিকাশি লাইনের সংযোগ, বরাদ্দ 100 কোটিরও বেশি
  2. 15 দিন অন্তর খারাপ রাস্তার তালিকা দিন, পুলিশকে আবেদন কলকাতা পৌরনিগমের
  3. 43 বছর পর বিধাননগরের নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.