ETV Bharat / state

KMC Digital Library: স্বচ্ছতা আনতে ডিজিটাল লাইব্রেরি করল কলকাতা পৌরনিগম - হোয়াটসঅ্যাপ

এবার থেকে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সব কাজের তথ্যভাণ্ডার ডিজিটাল লাইব্রেরিতে (Digital Library) থাকবে ৷ নাগরিকরাও প্রয়োজনে তা দেখতে পাবেন ৷

kolkata-municipal-corporation-starts-digital-library
KMC Digital Library: স্বচ্ছতা আনতে ডিজিটাল লাইব্রেরি করল কলকাতা পৌরনিগম
author img

By

Published : Dec 16, 2022, 9:12 PM IST

স্বচ্ছতা আনতে ডিজিটাল লাইব্রেরি করল কলকাতা পৌরনিগম

কলকাতা, 16 ডিসেম্বর: পৌরনিগমের নানা কাজ নিয়ে নানা সময় বিরোধী দলের কাউন্সিলর থেকে নাগরিকরা তুলে থাকেন অস্বচ্ছতার অভিযোগ । তবে সেই সব দিন অতীত হতে চলেছে ৷ গোটা দেশের মধ্যে এবার কলকাতা পৌরনিগম নজির গড়তে চলল । এই প্রথম ভারতে কোনও পৌরনিগমে প্রথম প্রকিউরমেন্ট ডিজিটাল লাইব্রেরি (Digital Library) বা পিডিএল (www.KMC.com) তৈরি করল ।

কী এই প্রকিউরমেন্ট ডিজিটাল লাইব্রেরি (PDL) ?

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সমস্ত ধরনের পরিষেবা, কাজ, টেন্ডার, ওয়ার্ক অর্ডার বিস্তারিত মিলবে এক ক্লিকে । ফাইলের অবস্থা কী, কত বরাদ্দ হয়েছে, কত দিন সময় লাগবে কাজ শেষ হতে, সবটা এক ক্লিকেই জানতে পারবেন নাগরিকরা । অর্থাৎ গোটা পৌরনিগমের কর্মকাণ্ড ডিজিটাল মাধ্যমে নাগরিকরাই নজরদারি করতে পারবেন । বিশ্বের যেকোনও প্রান্তে বসেই কলকাতা পৌরনিগমের ওয়েব সাইটে গিয়ে এই তথ্য সন্ধান করতে পারবেন । গোটা পরিকল্পনার কাণ্ডারি কলকাতা পৌরনিগমের কমিশনার আইটি বিশেষজ্ঞ বিনোদ কুমার ।

নতুন বোর্ড ক্ষমতায় আসার পরেই মেয়র জানিয়েছিলেন, পরিষেবা সংক্রান্ত কাজ করতে আর কেন্দ্রীয় ভবনে চক্কর কাটতে হবে না কলকাতাবাসীকে । অনলাইন পদ্ধতি আরও ঢেলে সাজানো হবে । এরপর এই ধীরে ধীরে শুরু হয় হোয়াটসঅ্যাপ (Wahtsapp) চ্যাটের মাধ্যমে জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদান, ভুল সংশোধন, করোনা টিকা নেওয়ার আবেদন, লাইন্সেন্স বিভাগ সম্পূর্ণ অনলাইন করা হয় । এছাড়াও নানা পরিষেবা অনলাইনে হয় ।

এবার কর্মী আধিকারিকদের সমস্ত কাজই নাগরিকরা যখন ইচ্ছা নজরদারি করবেন ডিজিটালি । শুধু নাগরিক নয় সরকারের অন্য সংস্থাগুলোর সুবিধা হবে । অনেক সময় শহরে একটি কাজে একাধিক সংস্থা যুক্ত থাকে, কে করবে তাই নিয়ে এ ওর দিকে ও তার দিকে আঙুল তোলে । আবার এক কাজ দু’জনে করে । সেই বিষয়গুলো আর হবে না । ফলে সরকারি টাকা অপচয় কমবে ।

এপ্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘আজকে কলকাতা পৌর সংস্থার ইতিহাসে একটা নতুন অধ্যায় জুড়তে চলেছে । তার জন্য ধন্যবাদ জানাই পৌর কমিশনারকে । আমাদের সমস্ত কাজের জন্য পৌর সংস্থায় আসতে হবে না আমি বলেছিলাম । কাকে কোন কাজ দেওয়া হল । যে টেন্ডার দেওয়া হলে কাকে দেওয়া হল সব পাবলিক করে দেওয়া হবে । প্রোকারমেন্ট ডিজিটাল লাইব্রেরি করা হল । এর ফলে সমস্ত কাজের বিবরণ থাকবে । যাতে একটা কাজ একটা বিভাগ করে দিলে অন্য দফতর যাতে না করে । ভারতবর্ষে এই প্রথম হচ্ছে ৷ কলকাতা পৌর সংস্থা করছে ।’’

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার কলকাতা পৌরনিগমের আর্কাইভ । সেখানকার সমস্ত নথিকে ধাপে ধাপে ডিজিটাল করা হয়েছে । এবার আসতে আসতে কলকাতা পৌরনিগমের সমস্ত লাইব্রেরি টাউন হলে নিয়ে যাওয়া হচ্ছে । 750টি বই ডকুমেন্ট এর মধ্যে দিয়ে । 1856 থেকে 2002 সাল পর্যন্ত করে দেওয়া হয়েছে । বাকিটাও হচ্ছে । সবটাই ডিজিটালাইজড করে দেওয়া হয়েছে । মনীষীদের সময় কী কাজ হয়েছিল । সেই সব জানান যাবে ।’’

আরও পড়ুন: কেরলের ধাঁচে কলকাতাতেও এবার অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রিয় পোষ্যের

স্বচ্ছতা আনতে ডিজিটাল লাইব্রেরি করল কলকাতা পৌরনিগম

কলকাতা, 16 ডিসেম্বর: পৌরনিগমের নানা কাজ নিয়ে নানা সময় বিরোধী দলের কাউন্সিলর থেকে নাগরিকরা তুলে থাকেন অস্বচ্ছতার অভিযোগ । তবে সেই সব দিন অতীত হতে চলেছে ৷ গোটা দেশের মধ্যে এবার কলকাতা পৌরনিগম নজির গড়তে চলল । এই প্রথম ভারতে কোনও পৌরনিগমে প্রথম প্রকিউরমেন্ট ডিজিটাল লাইব্রেরি (Digital Library) বা পিডিএল (www.KMC.com) তৈরি করল ।

কী এই প্রকিউরমেন্ট ডিজিটাল লাইব্রেরি (PDL) ?

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সমস্ত ধরনের পরিষেবা, কাজ, টেন্ডার, ওয়ার্ক অর্ডার বিস্তারিত মিলবে এক ক্লিকে । ফাইলের অবস্থা কী, কত বরাদ্দ হয়েছে, কত দিন সময় লাগবে কাজ শেষ হতে, সবটা এক ক্লিকেই জানতে পারবেন নাগরিকরা । অর্থাৎ গোটা পৌরনিগমের কর্মকাণ্ড ডিজিটাল মাধ্যমে নাগরিকরাই নজরদারি করতে পারবেন । বিশ্বের যেকোনও প্রান্তে বসেই কলকাতা পৌরনিগমের ওয়েব সাইটে গিয়ে এই তথ্য সন্ধান করতে পারবেন । গোটা পরিকল্পনার কাণ্ডারি কলকাতা পৌরনিগমের কমিশনার আইটি বিশেষজ্ঞ বিনোদ কুমার ।

নতুন বোর্ড ক্ষমতায় আসার পরেই মেয়র জানিয়েছিলেন, পরিষেবা সংক্রান্ত কাজ করতে আর কেন্দ্রীয় ভবনে চক্কর কাটতে হবে না কলকাতাবাসীকে । অনলাইন পদ্ধতি আরও ঢেলে সাজানো হবে । এরপর এই ধীরে ধীরে শুরু হয় হোয়াটসঅ্যাপ (Wahtsapp) চ্যাটের মাধ্যমে জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদান, ভুল সংশোধন, করোনা টিকা নেওয়ার আবেদন, লাইন্সেন্স বিভাগ সম্পূর্ণ অনলাইন করা হয় । এছাড়াও নানা পরিষেবা অনলাইনে হয় ।

এবার কর্মী আধিকারিকদের সমস্ত কাজই নাগরিকরা যখন ইচ্ছা নজরদারি করবেন ডিজিটালি । শুধু নাগরিক নয় সরকারের অন্য সংস্থাগুলোর সুবিধা হবে । অনেক সময় শহরে একটি কাজে একাধিক সংস্থা যুক্ত থাকে, কে করবে তাই নিয়ে এ ওর দিকে ও তার দিকে আঙুল তোলে । আবার এক কাজ দু’জনে করে । সেই বিষয়গুলো আর হবে না । ফলে সরকারি টাকা অপচয় কমবে ।

এপ্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘আজকে কলকাতা পৌর সংস্থার ইতিহাসে একটা নতুন অধ্যায় জুড়তে চলেছে । তার জন্য ধন্যবাদ জানাই পৌর কমিশনারকে । আমাদের সমস্ত কাজের জন্য পৌর সংস্থায় আসতে হবে না আমি বলেছিলাম । কাকে কোন কাজ দেওয়া হল । যে টেন্ডার দেওয়া হলে কাকে দেওয়া হল সব পাবলিক করে দেওয়া হবে । প্রোকারমেন্ট ডিজিটাল লাইব্রেরি করা হল । এর ফলে সমস্ত কাজের বিবরণ থাকবে । যাতে একটা কাজ একটা বিভাগ করে দিলে অন্য দফতর যাতে না করে । ভারতবর্ষে এই প্রথম হচ্ছে ৷ কলকাতা পৌর সংস্থা করছে ।’’

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার কলকাতা পৌরনিগমের আর্কাইভ । সেখানকার সমস্ত নথিকে ধাপে ধাপে ডিজিটাল করা হয়েছে । এবার আসতে আসতে কলকাতা পৌরনিগমের সমস্ত লাইব্রেরি টাউন হলে নিয়ে যাওয়া হচ্ছে । 750টি বই ডকুমেন্ট এর মধ্যে দিয়ে । 1856 থেকে 2002 সাল পর্যন্ত করে দেওয়া হয়েছে । বাকিটাও হচ্ছে । সবটাই ডিজিটালাইজড করে দেওয়া হয়েছে । মনীষীদের সময় কী কাজ হয়েছিল । সেই সব জানান যাবে ।’’

আরও পড়ুন: কেরলের ধাঁচে কলকাতাতেও এবার অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রিয় পোষ্যের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.